ভারতসভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জীর ভূমিকা | ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন | WBBSE Class 10 History

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wb porashona.com whatsapp channel
varotsobha-surendranath-bandopadhyay-quesiton-answer
শ্রেণি – দশম | বিভাগ –  দশম শ্রেণির প্রশ্ন উত্তর | অধ্যায় – সংঘবদ্ধতার গোড়ার কথা – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

শুরু হল নতুন বিভাগ – প্রশ্ন উত্তর। আজকের প্রশ্ন উত্তর আলোচনায় রইল দশম শ্রেণির ইতিহাসের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা অধ্যায় থেকে একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা।


প্রশ্নঃ ভারতসভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জীর ভূমিকা

উত্তরঃ ঊনবিংশ শতকে বাংলা তথা ভারতে যেসকল রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তার মধ্যে 1876 খ্রিষ্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত ভারতসভা বিশেষভাবে উল্লেখযোগ্য। ভারতসভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, দ্বারকানাথ গাঙ্গুলি প্রমুখের উদ্যোগে।

1876 খ্রিস্টাব্দের 26 জুলাই গড়ে ওঠা ভারতসভার প্রাণপুরুষ ও পথিকৃৎ ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ইতালির ঐক্য আন্দোলন ‘ইয়ং ইতালি’র থেকে অনুপ্রাণিত হয়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতসভা গড়ে তোলেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই ভারতবাসীর কাছে এই রাজনৈতিক প্রতিষ্ঠান স্বীকৃতি পায় ও বিবিধ কার্যকলাপ গ্রহণ করে।

wbp-to-the-point-history

ভারতসভার মূল কার্য-কলাপ

ক) বাংলার বাইরে সংগঠন গড়ে তোলা।

খ) সুরেন্দ্রনাথের নেতৃত্বে ভারতসভা বাংলায় বহু কৃষক সভা গড়ে তোলে ও কৃষকদের সমস্যার সমাধানে ব্রতী হয়।

গ) ভারতসভা 1884 খ্রিস্টাব্দের প্রজাস্বত্ব আইনের বিরোধিতা করে।

ঘ) সুরেন্দ্রনাথের নেতৃত্বে ভারতসভা বিভিন্ন সরকারি ভ্রান্ত নীতির ও জনবিরোধী নীতিসমূহের বিরোধিতা করে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো 1878 খ্রিস্টাব্দের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ও অস্ত্র আইনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা।

ঙ) 1883 খ্রিস্টাব্দের সালে ইলবার্ট বিল এনে বিচার ব্যবস্থায় বৈষম্য দূর করার প্রচেষ্টা আনা হলে ভারতসভা এর সমর্থনে সোচ্চার হয়।


আরো পড়ো → সংঘবদ্ধতার গোড়ার কথা – বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রশ্ন – উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

পড়া মনে রাখার সেরা উপায় 👇

wb-porashona-to-the-point-ebook