হিমালয় দর্শন বিষয়বস্তু | WBBSE Class 9 Bengali

মাধ্যমিকে নম্বর বাড়াবার উপায়! 👇

wbporashona-chapter-test-class-10-2026
himalaya-darshan-bisoybostu
শ্রেণি – নবম | বিভাগ – নবম শ্রেণির প্রশ্ন উত্তর | অধ্যায় – হিমালয় দর্শন [Himalaya Darshan]

প্রশ্ন উত্তর আলোচনায় রইল নবম শ্রেণির বাংলা বিভাগ থেকে হিমালয় দর্শন গদ্যাংশের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা।

প্রশ্ন – হিমালয় দর্শন গদ্যাংশের বিষয়বস্তু আলোচনা করো।

উত্তর – আপাত দৃষ্টিতে ‘হিমালয় দর্শন’ গদ্যাংশটিকে একটি নিছক ভ্রমণ বৃতান্ত বলে মনে হলেও, এটি একটি গতানুগতিক ভ্রমণকাহিনী হিসাবে সীমাবদ্ধ নয়। এই গদ্যাংশে লেখিকা বেগম রোকেয়া স্বয়ং হলেন প্রধান চরিত্র; তাই গদ্যাংশটিকে ভালো ভাবে বুঝতে গেলে লেখিকার চরিত্রের কেয়েকটি দিক আমাদের ফিরে দেখতে হবে। বেগম রোকেয়া ছিলেন বাংলার একজন অগ্রগণ্য নারী সংস্কারক, এর পাশাপাশি তিনি ছিলেন একজন প্রকৃত জ্ঞানপিপাসু। তাঁর জ্ঞান আহরণের আকাঙ্ক্ষা ছিল অন্যান্যদের তুলনায় অনেকটাই বেশি। তাঁর এই দুই সত্ত্বার সংমিশ্রণ আমরা ‘হিমালয় দর্শন’ শীর্ষকটির মধ্যে খুঁজে পাই।

প্রথম অংশে যেখানে তিনি হিমালয়ের রাস্তা ও অতুলনীয় পরিবেশের বর্ণনা দিয়েছেন তার মধ্যে আমরা লেখিকার জ্ঞান আহরণের তীব্র আকাঙ্খার চিত্র খুঁজে পাই।

একজন তৃষ্ণার্ত পথিকের যেমন এক কাপ জলে তৃষ্ণা নিবারণ হয় না, ঠিক তেমনভাবে একজন প্রকৃত জ্ঞানপিপাসু মানুষের জ্ঞানের তৃষ্ণা সহজে মেটে না। জ্ঞানের ভাড়ার যতই বৃদ্ধি পাক না কেন, জ্ঞান প্রাপ্তির ইচ্ছা ক্রমশ বাড়তেই থাকে। হিমালয়ের বর্ণনাতীত সৌন্দর্যের মধ্যে দিয়ে লেখিকা আকণ্ঠ সৌন্দর্য পান করেছেন। এই প্রকৃতির মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন তাঁর ঈশ্বর উপলব্ধি।

class-9-to-the-point-ebook

তাঁর দ্বিতীয় সত্ত্বা হল নারী সমানাধিকার।

সাধারণ একটি ভুটিয়া মহিলার মধ্যে লেখিকা খুঁজে পান একজন পরিশ্রমী ও সত্যবাদী নারীকে। নারী জাতিকে যারা দুর্বল মনে করেন, তাদের সামনে লেখিকা এই মহিলাদের উদাহরণ পেশ করতে চান। এই মহিলারা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। কোন অংশেই মহিলারা পুরুষদের থেকে কম জান না। তাহলে সমাজ মহিলাদের কেন অবলা মনে করবে?

সর্বপরি, বেগম রোকেয়া রচিত গদ্যাংশটি একটি সৌন্দর্য মণ্ডিত, সামাজিক প্রেক্ষাপটে রচিত ভ্রমণকাহিনী যার মধ্যে লুকিয়ে আছে লেখিকার আধ্যাত্মিক উপলব্ধি।

নবম শ্রেণির প্রশ্ন উত্তর → বাংলা | ইতিহাস | ভূগোল | জীবন বিজ্ঞান | ভৌতবিজ্ঞান  

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করো।

সম্পূর্ণ সিলেবাসের শর্ট নোটস! 👇

wbporashona.com-to-the-point-ebook