অদল বদল গল্পের বিষয়সংক্ষেপ ও বিষয়বস্তু | WBBSE Class 10 Bengali

মাধ্যমিকে নম্বর বাড়াবার উপায়! 👇

wbporashona-chapter-test-class-10-2026
odol-bodol-bisoybostu-in-bengali
শ্রেণি – দশম | বিভাগ –  দশম শ্রেণির প্রশ্ন উত্তর | অধ্যায় – অদল বদল

প্রশ্ন উত্তর আলোচনায় রইল দশম শ্রেণির বাংলা বিভাগের অদল বদল গল্পের বিষয়সংক্ষেপ ও বিষয়বস্তু আলোচনা।

প্রশ্ন – অদল বদল গল্পের বিষয়সংক্ষেপ ও বিষয়বস্তু আলোচনা করো।

অদল-বদল গল্পের উৎস

পান্নালাল প্যাটেলের লেখা ‘অদল বদল’ গল্পটি গুজরাটি ভাষা থেকে প্রথমে ইংরাজি ভাষায় ‘The Exchange’ নামে অনুবাদ করেন এস. সুন্দর। সেই ইংরাজি অনুবাদটি সংকলিত হয় ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে প্রকাশিত ‘Stories for Kids’ নামক গল্প সংকলনে। সেখান থেকেই গল্পটি নিয়ে বাংলাতে অনুবাদ করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। ‘অদল-বদল’ পাঠ্যাংশটি আসলে এই বাংলা অনুবাদটি।


আরো পড়ো → অদল বদল গল্পের প্রশ্ন উত্তর আলোচনা

অদল বদল গল্পের বিষয়সংক্ষেপ

এই গল্পের দুই চরিত্র অমৃত আর ইসাব। হোলির দিন পড়ন্ত বিকেলে নিম গাছের নীচে একদল ছেলে যখন ধুলো ছোঁড়াছুঁড়ি করে খেলছিল, দুই অভিন্নহৃদয় বন্ধু অমৃত আর ইসাব একইরকম পোশাক পরে এসে শান-বাঁধানো ফুটপাথে এসে বসে। উভয়ের মধ্যে অনেক সাদৃশ্য। দুজনে একই স্কুলে পড়েও, দুজনের বাবাই পেশায় কৃষক। তাদের দুজনের জমির পরিমাণও সমান সমান। এমনকি দুজনের বাবাই প্রয়োজন পড়লে মহাজনের কাছ থেকে সুদে টাকা ধার করেন। রাস্তার মোড়ে মুখোমুখি তাদের বাড়ি। একটাই মাত্র পার্থক্য হল অমৃতের বাড়িতে আছেন বাবা-মা আর তিন ভাই, অন্যদিকে ইসাবের রয়েছে শুধু বাবা।

রাস্তায় বসে থাকা অমৃত আর ইসাবের একইরকম জামা দেখে একটি ছেলে শক্তি পরীক্ষার জন্য ওদের কুস্তি লড়ার জন্য প্ররোচিত করে। অমৃত ওর নিজের বন্ধুর সঙ্গে কুস্তি লড়তে একেবারেই রাজি ছিল না। নিজেকে পালোয়ান প্রমাণ করার কোনো ইচ্ছা তার ছিল না। এছাড়াও তার ভয় ছিল নতুন জামা ছিঁড়ে গেলে বা ময়লা হলে তার পরিণতি খুব খারাপ হতে পারে।

এই নতুন জামা পেতে অমৃতকে অনেক কষ্ট করতে হয়েছিল, স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল অমৃত, খাওয়াদাওয়া বন্ধ করে ইসাবের বাবার গোয়ালে লুকিয়ে থেকে রীতিমত বাবা-মায়ের উপর চাপ সৃষ্টি করে অমৃত একটি নতুন জামা আদায় করেছিল। অমৃত এবং ইসবের জামা দুটি একই রকম দেখতে ছিল। এই সময়ে দুষ্টু ছেলের দল থেকে কালিয়া নামের একটি ছেলে এসে অমৃতকে কুস্তির আহ্বান জানায়। অমৃত রাজি না হলেও তাকে জোর করে মাঠের মাঝখানে ধরে নিয়ে গিয়ে কালিয়া মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। বন্ধুর সঙ্গে দূর্ব্যবহার করছে দেখে ইসাব রেগে গিয়ে কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে এগিয়ে আসে এবং মোক্ষম একটি ল্যাং মেরে তাকে ভূপতিত করে। কালিয়ার বাবার ভয়ে অমৃত আর ইসাব সকলের মতো দ্রুত পালিয়ে যায়। এই সময় অমৃত লক্ষ করে ইসাবের নতুন জামাটি ছিঁড়ে গেছে ধ্বস্তাধ্বস্তির ফলে।

wbporashona-to-the-point-ebook-series

দুজনেই এই ঘটনার পরিণতির কথা ভেবে ভীত হয়! কিন্তু অমৃত ছিল প্রত্যুৎপন্নমতি। সে তার বন্ধুকে আশু বিপদ থেকে বাঁচাতে নিজের নতুন জামাটি তাকে পরিয়ে দেয়। ইসাব তাকে মনে করিয়ে দেয় যে ছেঁড়া জামা পরে বাড়ি গেলে অমৃতকেও প্রচণ্ড মার খেতে হবে। তখন অমৃত জানায় যে মাকে সে খুব বিশ্বাস করে, মা ঠিক একটা ব্যবস্থা করে বাবার থেকে তাকে বাঁচিয়ে নেবেন।

এরপর তারা একে অপরের জামা বদলাবদলি করে নেয়। অমৃত পরে নেয় ইসাবের ছেঁড়া জামা আর ইসাব গায়ে দেয় অমৃতর নতুন কেনা জামাটি। এই জামা অদল-বদলের ঘটনাটি দেখে ফেলে একটি ছেলে এবং সে সবাইকেই এই কথাটি বলে। সকলে চিৎকার করে ওঠে – ‘অদল বদল! অদল বদল!’

এর মধ্যে অমৃতর মন থেকে দুশ্চিন্তা খানিকটা দূর হয়েছিল। সে নিশ্চিন্ত হয়েছিল এই ভেবে যে তার মা হোলির ধ্বস্তাধ্বস্তিতে জামা-ছেঁড়ার ঘটনাকে স্বাভাবিক বলে মনে করে জামা রিফু করে দিয়েছিলেন। কিন্তু অন্য ছেলেদের চিৎকারে অমৃত আশঙ্কিত হয়, সে ভাবে যে এতে তার মা হয়তো আসল সত্য জানতে পেরে যাবে।  ভয় পেয়ে দুই বন্ধুই বাড়ির দিকে ছুটে পালায়।

কিন্তু ইসাবের বাবা হাসান এই ঘটনা সমস্তই প্রত্যক্ষ করেছিলেন এবং ছেলে দুটির কথোপকথন আড়াল থেকে শুনে তিনি মুগ্ধ হয়ে যান। ‘বাহালি বৌদি’ অর্থাৎ অমৃতের মাকে তিনি ডেকে অমৃতের বন্ধুপ্রীতির এই উল্লেখযোগ্য দৃষ্টান্তের কথা বলেন। অমৃতকে নিজের সন্তানের স্বীকৃতি দিয়ে ইসাবের বাবা জানান যে তার মতো সন্তান পেলে তিনি একুশজনকেও লালন পালন করতে রাজি আছেন। অমৃত আর ইসাবের পারস্পরিক ভালোবাসার, বন্ধুত্ব রক্ষার এই মধুর কাহিনি বাড়িবাড়ি ঘুরে গ্রামপ্রধানের কানে যায়।

তিনি ছেলেদের স্লোগান অনুসারে অমৃত আর ইসাবের নামকরণ করেন ‘অদল’ আর ‘বদল’। সবশেষে উচ্ছ্বসিত ছেলের দল অদল-বদল, অদল-বদল রব তুলে আকাশ-বাতাস মুখরিত করে তোলে। এখানেই গল্পের সমাপ্তি ঘটেছে।

chapter-test-bengli-2026

অদল বদল গল্পের বিষয়বস্তু

পান্নালাল প্যাটেলের এই গল্প আসলে সরল কাহিনির মোড়কে ভারতের সনাতন সুর ধর্মনিরপেক্ষতার, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে। মহামানবের সাগরতীরে এক অখণ্ড ধর্মনিরপেক্ষ সুমহান ভারতবর্ষের একটি খণ্ডচিত্র যেন ফুটে উঠেছে এই গল্পে। গল্পের কেন্দ্রীয় চরিত্র অমৃত হিন্দু এবং তার বন্ধু ইসাব মুসলমান। ভিন্ন ধর্মের হয়েও তারা অভিন্নহৃদয় বন্ধু।

সমস্ত সংকীর্ণ ধর্মীয় বিভাজনের উর্ধ্বে উঠে অমৃত আর ইসাব মানবিক উদারতার পরিচয় দিয়েছেন। অন্যদিকে ইসাবের বাবা হাসান অমৃতকে নিজের সন্তানের স্বীকৃতি দেওয়ায় এক অনন্য মাত্রা পায় গল্পটি।

আরো পড়ো → আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার সারাংশ

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

সম্পূর্ণ সিলেবাসের শর্ট নোটস! 👇

wbporashona.com-to-the-point-ebook