অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার সারাংশ | WBBSE Class 10 Bengali

মাধ্যমিকে নম্বর বাড়াবার উপায়! 👇

wbporashona-chapter-test-class-10-2026
ostrer-biruddhe-gan-kobitar-sarangso
শ্রেণি – দশম | বিভাগ –  দশম শ্রেণির প্রশ্ন উত্তর | অধ্যায় – অস্ত্রের বিরুদ্ধে গান

প্রশ্ন উত্তর আলোচনায় রইল দশম শ্রেণির বাংলা বিভাগের অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার সারাংশ আলোচনা করা হল।

প্রশ্ন – অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার সারাংশ আলোচনা করো।

উত্তর – কবিতার নামেই স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় বিশ্বব্যাপী যুদ্ধ-দামামার বিপরীতে শান্তির বাণীরূপ এই কবিতাটি। সভ্যতার আদিলগ্ন থেকে যুদ্ধ-সংঘাত-সাম্রাজ্যবিস্তার মানুষের মজ্জাগত প্রবৃত্তি। কিন্তু সভ্যতা যত উন্নত হয়েছে এই যুদ্ধের ভয়াবহতা, মারণক্ষমতা সবই বহুগুণে বেড়েছে। দেশে দেশে যুগে যুগে রাষ্ট্রের অত্যাচার-শোষণ কিংবা সামরিক শাসন ও যুদ্ধের বিরুদ্ধে এই কবিতাটি চিরকালীন আবেদন রেখে যায়।

কবিতায় কবি যেন হাতের শাণিত অস্ত্র ফেলে দিয়ে গানের পথে অহিংস সমাজ গঠনের স্বপ্ন দেখেছেন। অস্ত্রের ক্ষমতাকে নিশ্চিহ্ন করতে চান তিনি। অস্ত্র কখনো মানুষের মন জয় করতে পারেনি – জোরপূর্বক অধিকার করেছে দেশ, আদায় করেছে অধীনস্থ প্রজার বশ্যতা। কিন্তু তা পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে যায়, একমাত্র ভালোবাসাই পারে মানুষে মানুষে মেলবন্ধন ঘটিয়ে বৃহত্তর ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে। অস্ত্রকে কেন্দ্র করে বিশ্বের সাম্রাজ্যলোভী শক্তিশালী দেশগুলি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে, এ যেন তাদের যুদ্ধ যুদ্ধ খেলা! আর এই সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনতার প্রতিনিধি হয়ে কবি শোনাতে চান অহিংসার গান, মানবতার গান। তাঁর গায়ে আজ ‘গানের বর্ম’। যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে গানই পারে মানুষকে সজীব রাখতে। অস্ত্রের ঔদ্ধত্যকে অস্বীকার করে কবি গানের গরিমাকেই উচ্চে স্থান দিয়েছেন। হিংস্র শকুন বা চিলের মতো অস্ত্রের ঘায়ে মানুষের প্রাণ কেড়ে নেওয়া নয়, কবি যেন একটা কোকিলের মতো সংবেদনশীল হৃদয় নিয়ে হাজার হাজার গান বাঁধতে পারেন মানুষের জন্য, এই আশা রেখেছেন। অহংকার জন্ম দেয় হিংসার আর সেখানেই যুদ্ধের উৎপত্তি।

chapter-test-bengli-2026

ঋষিবালকের মত অহিংস পথে, প্রেমের পথে কবি চান অস্ত্রপ্রিয় যুদ্ধবাজ মানুষেরাও বিশ্বকে দেখুক প্রেমের দৃষ্টিতে। হিংসা-রক্তপাতের বিপ্রতীপে শান্তি এবং প্রেমের বাতাবরণ গড়ে তুলতে চেয়েছেন কবি তাঁর এই কবিতায়, যুদ্ধপ্রিয় মানুষদের কাছে তাই কবির একান্ত আবেদন – ‘অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে…’

আরো পড়ো → অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

সম্পূর্ণ সিলেবাসের শর্ট নোটস! 👇

wbporashona.com-to-the-point-ebook