
শ্রেণি – দশম | বিভাগ – দশম শ্রেণির প্রশ্ন উত্তর | অধ্যায় – অস্ত্রের বিরুদ্ধে গান
প্রশ্ন উত্তর আলোচনায় রইল দশম শ্রেণির বাংলা বিভাগের অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য আলোচনা করা হল।
প্রশ্ন – অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখ।
উত্তর – পৃথিবীকে নিজের শাসনে চালিত করার লক্ষ্যে তৈরি হয়েছে অস্ত্র, আর এই অস্ত্রের ধারে মানবসভ্যতা ছিন্নভিন্ন হয়েছে। হিংসা-বিদ্বেষ-হানাহানি মানুষকে বিপর্যস্ত করে তুলেছে, আত্মরক্ষার জন্য বিপরীতের মানুষটিকেও তুলে নিতে হয়েছে অস্ত্র। ফলে বেড়েছে শুধুই যুদ্ধ আর মৃত্যু। এই অস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গেলে চাই কঠিন বর্ম। এ বর্ম হোক গানের, কবির এমনই আকাঙ্ক্ষা। একমাত্র গানই পারে মানুষের মন থেকে হিংসা-বিবাদ মুছে ভালোবাসার বার্তা প্রোথিত করতে। নিষ্পাপ ঋষিবালকের মতো এই গানও হৃদয় থেকে হৃদয়ে সঞ্চারিত হোক কবি চান। তবেই প্রতিহত হবে অস্ত্রধারী সাম্রাজ্যলোভীর দল। পৃথিবীতে নেমে আসবে শান্তি। অস্ত্রপ্রিয় মানুষরা সেদিন গানের কাছেই সমর্পণ করবে তাদের হাতিয়ার।
হিংসার বদলে জয় হবে ভালোবাসার। কারণ ধ্বংস আর হত্যাই পৃথিবীর একমাত্র সত্য নয় – শিব-সুন্দরের আরাধনাই একমাত্র শাশ্বত, তার জয় নিশ্চিত।
আরো পড়ো → অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার সারাংশ
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।