সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো | বারিমন্ডল | WBBSE Class 10 Geography

বিনামূল্যে ইবুকের স্যাম্পল ডাউনলোড করো 👇

chapter-test-madhyamik-2025
somudro-srot-sristir-karon-quesiton-answer
শ্রেণি – দশম | বিভাগ –  দশম শ্রেণির প্রশ্ন উত্তর | অধ্যায় – বারিমন্ডল

শুরু হল নতুন বিভাগ – প্রশ্ন উত্তর। আজকের প্রশ্ন উত্তর আলোচনায় রইল দশম শ্রেণির ভূগোলের দ্বিতীয় অধ্যায় বারিমণ্ডল থেকে একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা।


প্রশ্ন – সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো।

উত্তর- সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণগুলি হল –

নিয়ত বায়ুপ্রবাহ
নিয়ত বায়ুপ্রবাহ একটি নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট গতিতে সারাবছর প্রবাহিত হয়। সমুদ্রের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ঘর্ষণজনিত বলের প্রভাবে জলরাশিকে নিজের দিকপথে চালিত করে ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়।

wb porashona to the point geography
ঋতুভেদ
ঋতু পরিবর্তনের সঙ্গে জলের লবণতা ও ঘনত্ব বাড়ে ও কমে। এছাড়াও বায়ুপ্রবাহের দিক পরিবর্তনের জন্য সমুদ্র স্রোতের গতির দিকের পরিবর্তন ঘটে।
পৃথিবীর আবর্তন গতি
ফেরেলের সূত্র অনুসারে, পৃথিবীর আবর্তন গতির জন্য সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেকে প্রবাহিত হয় ।
সমুদ্র জলে উষ্ণতার তারতম্য
নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা প্রসারিত হওয়ায় আয়তনে বেড়ে যায় এবং এই হালকা স্রোত মেরুপ্রদেশের দিকে এবং শীতল মেরু অঞ্চল থেকে ভারী, শীতল স্রোত নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়।
সমুদ্রের জলে লবনতা ও ঘনত্বের তারতম্য
অধিক লবণাক্ত জল ঘন ও ভারী হওয়ায় কম লবণাক্ত জলের দিকে অন্তঃস্রোত হিসেবে প্রবাহিত হয়। কম লবণাক্ত জল হালকা হওয়ায় ঘন লবণাক্ত জলের দিকে বহি স্রোত হিসেবে প্রবাহিত হয়।


বরফের গলন
বরফ গলে গেলে ঠাণ্ডা জলের পরিমাণ বেড়ে যায়। বরফ লবণাক্ত জলকণা কে পৃথক করে জলের ঘনত্ব বাড়িয়ে দেয়। তখন সমুদ্রের জল ভারী হয়ে অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়।

আরো পড়ো → বারিমণ্ডল প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel