শ্রেণি – দশম | বিভাগ – দশম শ্রেণির প্রশ্ন উত্তর | অধ্যায় – বায়ুমণ্ডল
শুরু হল নতুন বিভাগ – প্রশ্ন উত্তর। আজকের প্রশ্ন উত্তর আলোচনায় রইল দশম শ্রেণির ভূগোলের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা।
প্রশ্নঃ ইনসোলেশন বা সূর্য রশ্মির তাপীয় ফল কাকে বলে?
উত্তরঃ আমরা সূর্যের বাইরের যে পৃষ্ঠ দেখি তাকে আলোকবলয় বা ফটোস্ফিয়ার বলে। এই আলোকবলয় থেকে নির্গত সূর্যালোক অতি প্রবল বেগে (প্রতি সেকেন্ডে 1 লক্ষ 86 হাজার মাইল প্রায়) ক্ষুদ্র তড়িৎচুম্বকীয় তরঙ্গরূপে বা আলোক তরঙ্গরূপে পৃথিবীতে এসে পৌঁছায়, তাকে ইনসোলেশন বা আগত সৌর বিকিরণ বা সূর্য রশ্মির তাপীয়ফল বলে।
এই সৌরবিকিরণের মাত্র 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাই একে কার্যকারী সৌরবিকিরণ বলা হয়।
ইনসোলেশন বা সূর্য রশ্মির তাপীয় ফল যে সকল নিয়ন্ত্রক দ্বারা নিয়ন্ত্রিত হয় সেগুলি হল
- সূর্যালোকের স্থায়িত্ব – পৃথিবীর যে সকল স্থানে বেশি সময় ধরে সূর্যালোক পড়ে, সেখানে তাপীয় ফল বেশি হয়। অনুরূপভাবে যে স্থানে কম সময় ধরে সূর্যালোক পড়ে সেখানে তাপীয় ফল কম হয়।
- দিনের দৈর্ঘ্য – দিনের দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাসের সাথে তাপীয় ফল সম্পর্কিত।
- সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব – পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের জন্য বছরের বিভিন্ন সময় পৃথিবী ও সূর্যের দূরত্বের হ্রাস ও বৃদ্ধি হয়; এর প্রভাব তাপীয় ফলেও পরিলক্ষিত হয়।
- সূর্যের উন্নতি কোণের পরিমাণ – পৃথিবীর নিম্ন অক্ষাংশে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে বলে ঐ সকল অঞ্চলে তাপীয় ফল বৃদ্ধি পায় আবার উচ্চ অক্ষাংশ এলাকায় সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে বলে তাপীয় ফল কম হয়।
আরো পড়ো বায়ুমণ্ডল অধ্যায়ের প্রশ্ন উত্তর
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।