পরিবেশের জন্য ভাবনা – প্রশ্ন উত্তর |অতি সংক্ষিপ্ত প্রশ্ন

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wb porashona.com whatsapp channel
Psc-ch-1-vsaqu
Class 10 | Stream – Physical Science | Chapter – Poribesher Jonno Vabna

এই পর্বে রইল দশম শ্রেণির ভৌতবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যায় – পরিবেশের জন্য ভাবনা থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ) এবং সেগুলির উত্তর।

একটি বাক্যে উত্তর দাও (VSAQ)

1। বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় ও বৃষ্টি হয়?
উত্তর – বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে ঝড় ও বৃষ্টি হয়।

2। বায়ুমন্ডলের কোন স্তরে অরোরা বোরিয়ালিস দেখতে পাওয়া যায়?
উত্তর: বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার এর অন্তর্গত আয়োনোস্ফিয়ার স্তরে অরোরা বোরিয়ালিস দেখতে পাওয়া যায়।

3| বায়ুমন্ডলের কোন স্তরটি শীতলতম?
উত্তর – মেসোস্ফিয়ার হল বায়ুমণ্ডলের শীতলতম স্তর।

4| প্রধান গ্রীনহাউস গ্যাস কোনটি?
অনুরূপ প্রশ্ন – বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম লেখ যার পরিমাণ বাড়লে বিশ্বউষ্ণায়ন ঘটে। [মাধ্যমিক’20]
উত্তর – বায়ুমণ্ডলের প্রধান গ্রীন হাউস গ্যাস হল কার্বন ডাই অক্সাইড।


পড়া মনে রাখার সেরা উপায়! ↓

wb-porashona-to-the-point-ebook


5| স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে?
উত্তর – স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়।

6| বায়ুমন্ডলে গ্রিন হাউস গ্যাসগুলির উপস্থিতির একটি সুবিধা লেখ।
উত্তর – বায়ুমন্ডলে গ্রিন হাউস গ্যাসগুলির উপস্থিতির জন্য পৃথিবীতে জীবন ধারণের উপযুক্ত উষ্ণতার সৃষ্টি হয়েছে।

7| ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? [মাধ্যমিক’19]
উত্তর – ওজোন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনী রশ্মি বা Ultraviolet Ray-এর ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে।

8| ওজোন স্তরে ওজোনের বিয়োজনে NO-এর ভূমিকা কি? [মাধ্যমিক’18]
উত্তর – NO, O3 বা ওজোনের সাথে বিক্রিয়া করে NO2 এবং O2 ওজোনকে বিয়োজিত করে।


UPDATE:মাধ্যমিক পরীক্ষার ভীতি কাটাবার সেরা উপায়↓

madhymik-mock-test


9| UV-রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? [মাধ্যমিক’17]
উত্তর- UV-রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত ক্লোরিন পরমাণু (Cl) ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়।

10| ভূ-উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। [মাধ্যমিক’17]
উত্তর – ভূ-উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফের স্তুপ গলে যাবে এবং জলস্ফীতি ঘটবে।


আরো পড়ো → দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন – উত্তর

11| জ্বালানীর তাপনমুল্যের একক কি? [মাধ্যমিক’19]
উত্তর -জ্বালানীর তাপনমুল্যের SI একক J.Kg-1 (জুল / কেজি) এবং CGS একক হল cal / g (ক্যালোরি / গ্রাম)

12| SI-তে তাপনমুল্যের একক কি? [মাধ্যমিক’19]
উত্তর – SI-তে তাপনমুল্যের একক J.Kg-1 (জুল / কেজি)।

13| কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপনমূল্য বেশি? [মাধ্যমিক’17]
উত্তর -ডিজেলের তাপনমূল্য কয়লার থেকে বেশি।

14| বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। [মাধ্যমিক’17]
উত্তর -বর্তমানে বায়োগ্যাসকে হল জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়।

15| কোল – বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? [মাধ্যমিক’20]
উত্তর – কোল – বেড থেকে মিথেন গ্যাস আহরণ করা হয়।
wbporashona-physical-science-ebook

আরো পড়ো →  জ্ঞানচক্ষু গল্পের অতি সংক্ষিপ্ত প্রশ্ন – উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –

আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

পড়া মনে রাখার সেরা উপায় 👇

wb-porashona-to-the-point-ebook