
শ্রেণি – সপ্তম| বিভাগ – ভূগোল | অধ্যায় – এশিয়া মহাদেশ (Asia Mohadesh) | Class 7 Chapter 9
এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য ভূগোল বিভাগের এশিয়া মহাদেশ অধ্যায় থেকে প্রশ্ন উত্তর আলোচনা।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। কঙ্গো নদী আফ্রিকার – ক) পূর্ব খ) উত্তর গ) দক্ষিণ ঘ) পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে
উত্তর – কঙ্গে নদী আফ্রিকার – ঘ) পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে।
২। নাইজার নদী – ক) আটলান্টিক মহাসাগরে খ) গিনি উপসাগরে গ) ভারত মহাসাগরে ঘ) ভূমধ্যসাগরে পতিত হয়েছে
উত্তর – নাইজার নদী – খ) গিনি উপসাগরে পতিত হয়েছে।
৩। তুমি যে অঞ্চলে বসবাস করছো তার অনুরূপ জলবায়ু আফ্রিকার যে অঞ্চলে দেখা যায় তা হল – ক) কঙ্গো নদী অববাহিকায় খ) মাদাগাস্কার দ্বীপে গ) গিনি দেশে ঘ) আটলাস পর্বত শ্রেণির পার্শ্ববর্তী অঞ্চলে
উত্তর – আমি যে অঞ্চলে বসবাস করছো তার অনুরূপ জলবায়ু আফ্রিকার খ) মাদাগাস্কার দ্বীপে দেখা যায়।
৪। দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হল – ক) প্রেইরি খ) ডাউনস গ) ভেল্ড ঘ) পম্পাস
উত্তর – দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হল – গ) ভেল্ড।
৫। আফ্রিকার যে অংশে চিনদেশীয় জলবায়ু দেখা যায় তা হল – ক) উত্তর-পশ্চিম খ) উত্তর-পূর্ব গ) দক্ষিণ-পশ্চিম ঘ) দক্ষিণ-পূর্ব উপকূল অঞ্চলে
উত্তর – আফ্রিকার যে অংশে চিনদেশীয় জলবায়ু দেখা যায় তা হল – ঘ) দক্ষিণ-পূর্ব উপকূল অঞ্চলে।
৬। আফ্রিকার ক্রান্তীয় তৃণভূমিটির নাম হল – ক) পম্পাস খ) সাভানা গ) সাহারা ঘ) ল্যানোস
উত্তর – আফ্রিকার ক্রান্তীয় তৃণভূমিটির নাম হল – খ) সাভানা।
৭। আফ্রিকা বিশ্বের – ক) বৃহত্তম খ) দ্বিতীয় বৃহত্তম গ) তৃতীয় বৃহত্তম ঘ) চতুর্থ বৃহত্তম মহাদেশ
উত্তর – আফ্রিকা বিশ্বের – খ) দ্বিতীয় বৃহত্তম মহাদেশ।
৮। নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের অন্তর্গত একটি বৃক্ষ হল – ক) শাল খ) সেগুন গ) মেহগনি ঘ) জাম
উত্তর – নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের অন্তর্গত একটি বৃক্ষ হল – গ) মেহগনি।
৯। দুবার নিরক্ষরেখা অতিক্রম করেছে – ক) কঙ্গো খ) নাইজার গ) জাম্বেসি ঘ) নীলনদ
উত্তর – দুবার নিরক্ষরেখা অতিক্রম করেছে – ক) কঙ্গো।
১০। পৃথিবী বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে – ক) নীলনদ খ) নাইজার গ) লিম্পোপো ঘ) জাম্বেসি নদীর গতিপথে
উত্তর – পৃথিবী বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে – ঘ) জাম্বেসি নদীর গতিপথে।
সপ্তম শ্রেণির প্রশ্ন উত্তর → বাংলা | ইতিহাস | ভূগোল | বিজ্ঞান
শূন্যস্থান পূরণ করো
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। জাম্বিয়ার পূর্ব প্রান্তে জাম্বেসি নদী এবং উত্তরপ্রান্তে …………… নদীর সৃষ্টি হয়েছে।
উত্তর – জাম্বিয়ার পূর্ব প্রান্তে জাম্বেসি নদী এবং উত্তরপ্রান্তে কঙ্গো নদীর সৃষ্টি হয়েছে।
২। আফ্রিকার …………… অববাহিকায় নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে।
উত্তর – আফ্রিকার কঙ্গো অববাহিকায় নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে।
৩। আফ্রিকার উত্তরদিকে রয়েছে …………… প্রণালী।
উত্তর – আফ্রিকার উত্তরদিকে রয়েছে জিব্রাল্টার প্রণালী।
৪। আটলাসের সর্বোচ্চ শৃঙ্গ হল ……………।
উত্তর – আটলাসের সর্বোচ্চ শৃঙ্গ হল তৌবকাল।
৫। আফ্রিকা মহাদেশে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম হ্রদটির নাম ……………।
উত্তর – আফ্রিকা মহাদেশে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম হ্রদটির নাম টাঙ্গানিকা।
আরো পড়ো → মানুষের খাদ্য প্রশ্ন উত্তর
৬। আফ্রিকা মহাদেশের অধিকাংশ …………… অঞ্চলের অন্তর্গত।
উত্তর – আফ্রিকা মহাদেশের অধিকাংশ মালভূমি অঞ্চলের অন্তর্গত।
৭। জাম্বিয়া, আঙ্গোলা আর কঙ্গো এই তিনটি দেশের সীমান্ত অঞ্চল থেকেই …………… নদীর উৎপত্তি।
উত্তর – জাম্বিয়া, আঙ্গোলা আর কঙ্গো এই তিনটি দেশের সীমান্ত অঞ্চল থেকেই জাম্বেসি নদীর উৎপত্তি।
৮। সাহারা মরুভূমিতে অনেক …………… রয়েছে।
উত্তর – সাহারা মরুভূমিতে অনেক মরুদ্যান রয়েছে।
৯। লোহিত সাগর এবং …………… এশিয়া থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে।
উত্তর – লোহিত সাগর এবং সুয়েজ খাল এশিয়া থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে।
১০। কঙ্গো নদীর তীরে গঠিত একটি শহর হল ……………।
উত্তর – কঙ্গো নদীর তীরে গঠিত একটি শহর হল কিসাঙ্গানি।
আরো পড়ো → বায়ুচাপ প্রশ্ন উত্তর
একটি বাক্যে উত্তর দাও (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। সুদানের রাজধানীর নাম কি?
উত্তর – সুদানের রাজধানীর নাম খার্তুম।
২। দক্ষিণ আফ্রিকার পশ্চিমে অবস্থিত মরুভূমির নাম কি?
উত্তর – দক্ষিণ আফ্রিকার পশ্চিমে অবস্থিত মরুভূমির নাম কালাহারি।
৩। আফ্রিকা মহাদেশ পূর্বে কি নামে পরিচিত ছিল?
উত্তর – আফ্রিকা মহাদেশ পূর্বে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত ছিল।
৪। ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত?
উত্তর – ভিক্টোরিয়া জলপ্রপাত জাম্বেসি নদীর ওপর অবস্থিত।
৫। আফ্রিকার দক্ষিণ প্রান্তের গুরুত্বপূর্ণ অন্তরীপটির নাম কি?
উত্তর – আফ্রিকার দক্ষিণ প্রান্তের গুরুত্বপূর্ণ অন্তরীপটির নাম উত্তমাশা অন্তরীপ।
৬। পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার নাম কি?
উত্তর – পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার নাম গ্রেট রিফট ভ্যালি।
৭। আফ্রিকার কোন নদী সবচেয়ে বেশি জল বহন করে?
উত্তর – আফ্রিকার কঙ্গো নদী সবচেয়ে বেশি জল বহন করে।
৮। অ্যাকাসিয়া ও বাওবাব জাতীয় গাছ আফ্রিকার কোন অঞ্চলে দেখা যায়?
উত্তর – অ্যাকাসিয়া ও বাওবাব জাতীয় গাছ আফ্রিকার সাভানা তৃণভূমিতে অঞ্চলে দেখা যায়।
৯। আফ্রিকা মহাদেশের পশ্চিম সীমায় অবস্থিত উপসাগরের নাম লেখো।
উত্তর – আফ্রিকা মহাদেশের পশ্চিম সীমায় অবস্থিত উপসাগরের নাম গিনি উপসাগর।
১০। গ্রস্ত উপত্যকা আফ্রিকার কোন দিকে দেখা যায়?
উত্তর – গ্রস্ত উপত্যকা আফ্রিকার পূর্বদিকে দেখা যায়।
আরো পড়ো → ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা প্রশ্ন উত্তর
১১। ভেল্ড তৃণাঞ্চলের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত?
উত্তর – ভেল্ড তৃণাঞ্চলের মধ্য দিয়ে অরেঞ্জ নদী প্রবাহিত।
১২। ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে কি প্রণালী অবস্থিত?
উত্তর – ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে জিব্রাল্টার প্রণালী অবস্থিত।
১৩। আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত?
উত্তর – আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি ভেল্ড নামে পরিচিত।
১৪। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর – আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট কিলিমাঞ্জারো।
১৫। আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি?
উত্তর – আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী কঙ্গো বা জাইরে।
আরো পড়ো → পৃথিবীর পরিক্রমণ প্রশ্ন উত্তর
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।