হাওয়ার গান কবিতার প্রশ্ন উত্তর | বুদ্ধদেব বসু | Hawar Gan Question Answer

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wb porashona.com whatsapp channel
hawar-gan-question-answer
শ্রেণি – অষ্টম | বিভাগ – বাংলা | অধ্যায় – হাওয়ার গান (Hawar gan)

অষ্টম শ্রেণির বাংলা বিভাগ থেকে বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতা থেকে প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

১। হাওয়ারা সব পথে ঘুরছে – (ক) সাফল্যে (খ) বৃথাই (গ) সজোরে (ঘ) ধীরে ধীরে
উত্তর- হাওয়ারা সব পথে ঘুরছে – (খ) বৃথাই।

২। পার্কের বেঞ্চিতে ঝরা পাতা – (ক) ঝর্ঝর (খ) মর্মর (গ) শনশন (ঘ) পতপত
উত্তর – পার্কের বেঞ্চিতে ঝরা পাতা – (ক) ঝর্ঝর।

৩। আমাদের বাড়ি নেই, দেশ নেই – (ক) গাড়ি (খ) শেষ (গ) ঘর (ঘ) ঠাঁই নেই, কেঁদে – কেঁদে মরি শুধু বাইরে
উত্তর – আমাদের বাড়ি নেই, দেশ নেই (খ) শেষ কেঁদে – কেঁদে মরি শুধু বাইরে।

৪। হাওয়ার রূপকে কবি – (ক) ধনী (খ) সর্বহারা (গ) মালিক (ঘ) যাযাবর শ্রেণির মানুষের কথা বুঝিয়েছেন।
উত্তর – হাওয়ার রূপকে কবি – (ঘ) যাযাবর শ্রেণির মানুষের কথা বুঝিয়েছেন।

৫। ‘কেঁদে – কেঁদে মরি শুধু বাইরে,’ – হাওয়ার এভাবে কেঁদে কেঁদে মরার কারণ – (ক) মধ্যরাতে অকূল সমুদ্র গর্জনে ফেটে পড়ে (খ) হাওয়ার বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই (গ) অনেক সন্ধানেও হাওয়া কখনোই তার বাড়ি খুঁজে পায় না (ঘ) পাহাড় তার পথ রোধ করে দাঁড়িয়েছে
উত্তর – ‘কেঁদে – কেঁদে মরি শুধু বাইরে,’ – হাওয়ার এভাবে কেঁদে কেঁদে মরার কারণ – (খ) হাওয়ার বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই।


আরো পড়ো → চন্দ্রগুপ্ত প্রশ্ন উত্তর

অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ)

_[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]_

১। দুর্বার ইচ্ছায় হাওয়া কি কি ছুঁয়ে গেছে?
উত্তর – হওয়া দুর্বার ইচ্ছা বারবার পৃথিবীর সব জল, সব তীর ছুঁয়ে গেছে।

২। তার কথা হাওয়া কোথায় শুধায়?
উত্তর – হাওয়া তার কথা পাহাড়ে, বন্দরে, নদীর তীরে, নগরে, অরণ্যে, চিমনীর নিস্বনে, কাননের ক্রন্দনে শুধায়।

৩। মাস্তুলে দীপ জ্বলে কেন?
উত্তর – সমুদ্রের অন্ধকারে নিজের উপস্থিতি জানান দেবার জন্য জাহাজের মাস্তুলে দীপ জ্বলে।

৪। পার্কের বেঞ্চিতে আর শার্সিতে কাদের উপস্থিতির চিহ্ন রয়েছে?
উত্তর – পার্কের বেঞ্চিতে ঝরা পাতা আর শার্সিতে পাঁজর বেরিয়ে পড়া দেওয়ালের উপস্থিতির চিহ্ন রয়েছে।

৫। নিশ্বাস কেমন করে বয়ে গেছে?
উত্তর – অস্থির ও উত্তালভাবে নিশ্বাস বয়ে গেছে।


আরো পড়ো → দাঁড়াও কবিতার প্রশ্ন উত্তর আলোচনা

সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (SAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ২/৩]

১। হাওয়ার চোখে ঘরের যে ছবি পাওয়া যায়, তা কবিতা অনুসরণে লেখো।
উত্তর – বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতায় কবি হাওয়াদের যন্ত্রনার কথা ফুটিয়ে তুলেছেন। হাওয়ার দল সারা পৃথিবী জুড়ে তাদের বাড়ি খুঁজে বেড়াচ্ছে। তাদের চোখে বাড়ির একটি কল্পচিত্র আমরা কবিতায় দেখতে পাই। একটি মিষ্টি ছেলে দোলনায় ঘুমিয়ে আছে। আবছা আলোয় কার্পেটে একটি কুকুর বিশ্রাম করছে। ঘরে ঘরে মোমবাতির স্বপ্নাতুর মৃদু আলোয় মায়াবি পরিবেশের সৃষ্টি হয়েছে। কিন্তু এত কিছুর মধ্যেও হাওয়ার দল তাদের কাঙ্ক্ষিত বস্তু খুঁজে পায় না।

২। সমুদ্রের জাহাজের চলার বর্ণনা দাও।
উত্তর – অন্ধকার চিরে জাহাজ এগিয়ে চলে, জাহাজের মাস্তুলে জ্বলা আলো তার উপস্থিতি জানান দেয়। জাহাজের যাত্রীরা বিনোদনে ব্যাস্ত থাকে, কেউ সিনেমা উপভোগ করে, কেউ নাচে, কেউ গান গায়। ধীরে ধীরে রাত বাড়ে। যাত্রীরা অবসন্ন হয়ে জাহাজের ডেক ফাঁকা করে বিশ্রামে চলে যান। অন্ধকারের মধ্যে জাহাজ চলতে থাকে এবং একসময় চাঁদও অস্তগামী হয়। কিন্তু হাওয়ার দলের কোন বিশ্রাম নেই, তাকে অবিরাম নিজের কাজ করে যেতে হয়।


আরো পড়ো → কি করে বুঝবো গল্পের প্রশ্ন উত্তর আলোচনা

৩। পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায় লেখো।
উত্তর – হাওয়ার দলের নিজের কোন বাড়ি নেই। তারা পৃথিবীর সর্বত্রই ঘুরে বেড়ায়। পৃথিবীর সকল জলভাগ এবং স্থলভাগ অর্থাৎ সাগর, নদী, নগর, প্রান্তর, শহর, বন্দরে তারা ঘুরে বেড়ায়। ঘরের মধ্যে, ফাঁকা পার্কের মধ্যে, অন্ধকারের বুক চিরে এগিয়ে চলা জাহাজের ডেকে। সর্বত্রই হাওয়ার দল বিরাজ করে।

৪। হাওয়াদের কি নেই? কোথায় কিভাবে তার খোঁজ করে?
উত্তর – হাওয়াদের কোন বাড়ি নেই অর্থাৎ হাওয়ার দলের কোন বিশ্রামস্থল নেই।
হাওয়ার দল তাদের আশ্রয়স্থলের খোঁজে পৃথিবীর সর্বত্র হাহাকার করে বেড়ায়। তারা সাগর, নদী, বন্দর, শহর, পাহাড়, নগর, প্রান্তরে অবিরাম ছুটে বেড়ায়। শুধু তাই নয়, পার্কের বেঞ্চিতে, চিমনীর নিস্বনে, কাননের ক্রন্দনেও তারা তাদের কাঙ্ক্ষিত ঘর খুঁজে বেড়ায়। কিন্তু কোন ভাবেই তারা তাদের বাড়ি খুঁজে পায় না এবং উত্তাল হয়ে বারবার খুঁজে বেড়ায়।


আরো পড়ো → উত্তর আমেরিকা প্রশ্ন উত্তর আলোচনা

৫। ‘চিরকাল উত্তাল তাই রে’ – কে চিরকাল উত্তাল? কেন সে চিরকাল উত্তাল হয়ে রইল?
উত্তর – আলোচ্য উক্তিটি কবি বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতার অন্তর্গত। কবি এই কবিতার মাধ্যমে হাওয়ার দলের দুঃখ ফুটিয়ে তুলেছেন। হাওয়ার দল চিরকালই উত্তাল, তারা কেবলই ছুটে বেড়ায়।

কবি কল্পনায় হাওয়ার দল তাদের বাড়ি বা বিশ্রামস্থলের সন্ধান করছে। তারা তাদের বাড়ির জন্য পৃথিবীর জল – স্থল সর্বত্র সন্ধান করছে। কিন্তু তাদের এই নিস্ফল প্রয়াস তাদের আরো হতোদ্যম করে দিচ্ছে এবং ফলত তারা উত্তাল হয়ে বারবার তাদের বাড়ি খুঁজে বেড়াচ্ছে।

৬। কবিতাটির নাম ‘হাওয়ার গান’ দেওয়ার ক্ষেত্রে কি কি যুক্তি কবির মনে এসেছিল বলে তোমার মনে হয়?’
উত্তর – যেকোন কবিতার নামকরণের মধ্যে দিয়ে কবিতার মূল ভাবনা ফুটে ওঠে। হাওয়ার গান কবিতাটির মধ্যে দিয়ে কবি বুদ্ধদেব বসু হাওয়াদের যন্ত্রণার কথা তুলে ধরেছেন।

আমরা জানি হওয়া উত্তাল এবং পৃথিবীর সর্বত্রই হাওয়া বিরাজমান। কবি তার কল্পনায় হাওয়দের উত্তাল হবার কারণ খুঁজতে চেয়েছেন। কবি কল্পনা করেছেন যেন হাওয়ার দল তাদের বিশ্রামস্থল খোঁজার প্রচেষ্টায় পৃথিবীর সর্বত্র ছুটে চলেছে। পৃথিবীর জল – স্থল, নগর – বন্দর, ঘর – জাহাজ কিছুই তারা বাদ রাখছে না। হাওয়াদের যেহেতু কোন বাড়ি বা বিশ্রামস্থল নেই, তাই তাদের সন্ধানও নিস্ফলা। কিন্তু এতেও তাদের প্রচেষ্টা যেন থামছে না, তারা উত্তাল হলে তাদের অন্তহীন সন্ধান চালিয়ে যাচ্ছে। কবিতার প্রতিটি লাইনের মধ্যেই যেন হাওয়ার দলের বেদনা ফুটে উঠছে। কবি হাওয়ার দলের এই বেদনাবহুল কথাকেই আরো মর্মস্পর্শী করে তোলার জন্য কবিতার নাম ‘হাওয়ার গান’ রেখেছেন বলে আমরা অনুমান করতে পারি।


আরো পড়ো → ছন্নছাড়া কবিতার প্রশ্ন উত্তর আলোচনা

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

পড়া মনে রাখার সেরা উপায় 👇

wb-porashona-to-the-point-ebook