শ্রেণি – সপ্তম| বিভাগ – বাংলা | অধ্যায় – বঙ্গভূমির প্রতি | Bongovumir Proti
এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘বঙ্গভূমির প্রতি’ বাংলা কবিতা থেকে প্রশ্ন উত্তর আলোচনা।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১| “জীব-তারা যদি খসে।”- ‘জীব-তারা’ কোথা থেকে খসে যায়? ক) দেহ-আকাশ থেকে খ) অমৃত-হ্রদ থেকে গ) মনঃকোকনদ থেকে ঘ) মধুময় পাত্র থেকে
উত্তর – “জীব-তারা যদি খসে।”- ‘জীব-তারা’ ক) দেহ-আকাশ থেকে খসে যায়।
২| “কহ, গো, …………… জন্মদে”- শূন্যস্থান পূরণ করো। ক) উমা খ) প্রমা গ) শ্যামা ঘ) রমা
উত্তর – “কহ, গো, গ) শ্যামা জন্মদে”
৩| “মধুহীন কোরো না গো…” – কাকে মধুহীন না করার কথা বলা হয়েছে? ক) শ্যামা জন্মদাকে খ) মনঃকোকনদকে গ) নরকুলকে ঘ) বঙ্গভূমিকে
উত্তর – “মধুহীন কোরো না গো…” – খ) মনঃকোকনদকে মধুহীন না করার কথা বলা হয়েছে।
আরো পড়ো → ছন্দে শুধু কান রাখো কবিতার প্রশ্ন উত্তর
৪| “মধুময় তামরস”- তামরস কথার অর্থ হল – ক) পদ্ম খ) তামার রং গ) গোলাপ ঘ) মৌমাছি
উত্তর – “মধুময় তামরস”- তামরস কথার অর্থ হল – ক) পদ্ম।
৫| ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় যে শীর্ষ উল্লেখটি আছে সেটি কার লেখা? -ক) এলিয়ট খ) বায়রন গ) হোমার ঘ) মধুসূদন দত্ত
উত্তর – ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় যে শীর্ষ উল্লেখটি আছে সেটি খ) বায়রন-র লেখা।
৬| “সেই ধন্য নরকুলে”- কে নরকুলে ধন্য হয়? ক) যার অনেক অর্থ আছে খ) যার বংশ উচ্চ গ) লোকে যাকে মনে রাখে ঘ) লোকে যাকে ভুলে যায়
উত্তর – “সেই ধন্য নরকুলে”- গ) লোকে যাকে মনে রাখে নরকুলে ধন্য হয়।
আরো পড়ো → ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা
৭| “সাধিতে মনের …………,” – ক) সাদ খ) বাদ গ) ফাঁদ ঘ) খাদ
উত্তর – “সাধিতে মনের …………,” – ক) সাদ।
৮| মধু কবি বঙ্গভূমির কাছে প্রার্থনা করেছেন – ক) অর্থ খ) মোক্ষ গ) অমরতা ঘ) যশ
উত্তর – মধু কবি বঙ্গভূমির কাছে প্রার্থনা করেছেন – গ) অমরতা।
৯| কবি কীসে ভয় পান না? – ক) প্রবাসজীবনে খ) বিস্মৃতিতে গ) মৃত্যুতে ঘ) দৈবে
উত্তর – কবি গ) মৃত্যুতে ভয় পান না।
১০| ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় যে ঋতুর উল্লেখ আছে – ক) গ্রীষ্ম-বর্ষা খ) বসন্ত-শরৎ গ) শীত-হেমন্ত ঘ) গ্রীষ্ম-শীত
উত্তর – ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় খ) বসন্ত-শরৎ ঋতুর উল্লেখ আছে।
একটি বাক্যে উত্তর দাও (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১| “My Native Land, Good night!”-উক্তিটি কার?
উত্তর – “My Native Land, Good night!”-উক্তিটি করেছিলেন ইংরেজি কবি বায়রন।
২| ‘প্রবাস’ বলতে কি বোঝায়?
উত্তর – ‘প্রবাস’ বলতে বিদেশকে বোঝায়।
৩| ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি দেশমাতৃকাকে কি কি বলে সম্বোধন করেছেন?
উত্তর – ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি দেশমাতৃকাকে ‘মা’, ‘শ্যামা জন্মদে’ এবং ‘সুবরদে’ বলে সম্বোধন করেছেন।
আরো পড়ো → পাগলা গণেশ প্রশ্ন উত্তর
৪| “দেহ দাসে, সুবরদে!”- কি দেওয়ার কথা বলা হয়েছে?
উত্তর – মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় উদ্ধৃত অংশে কবি দেশমাতাকে অমরত্বের ‘বর’ দিতে বলেছেন।
৫| “জীব-তারা যদি খসে।”- ‘জীব-তারা’ কোথা থেকে খসে পড়ে?
উত্তর – দেহ-রূপ আকাশ থেকে ‘জীব-তারা’ থেকে খসে পড়ে।
৬| স্মৃতি জলে কবি কি ফুটে উঠতে চেয়েছেন?
উত্তর – কবি মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি রূপে জলাশয়ে মানস সরোবরের পদ্মের মতো ফুটে উঠতে চেয়েছেন।
আরো পড়ো → পৃথিবীর পরিক্রমণ অধ্যায়য়ের প্রশ্ন উত্তর
৭| ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় Byron-এর লেখা উদ্ধৃতিটি লেখো।
উত্তর -‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় Byron-এর লেখা উদ্ধৃতিটি হল – “My Native Land, Good night!”
৮| ‘শমন’ কথার অর্থ কি?
উত্তর – ‘শমন’ কথার অর্থ মৃত্যুর দেবতা যম।
৯| “যাচিব যে তব কাছে,/হেন অমরতা আমি,”- কার কাছে কবি এই প্রার্থনা করেছেন?
উত্তর – কবি মাইকেল মধুসূদন দত্ত দেশজননী বঙ্গভূমির কাছে এই প্রার্থনা করেছেন, তিনি যেন মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করেন।
১০| “জীব-তারা যদি খসে।”- ‘জীব-তারা’ কখন খসতে পারে?
উত্তর – প্রবাসে থাকাকালীন আকস্মিক কোনো কারণে কবির ‘জীব-তারা’ অর্থাৎ জীবন খসতে পারে, অর্থাৎ মৃত্যু হতে পারে।
আরো পড়ো → পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের প্রশ্ন উত্তর
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।