আত্মকথা প্রশ্ন উত্তর | Attokotha Question-Answer|সপ্তম শ্রেণী | Bengali

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
attokotha-class-7-question-answer
শ্রেণি – সপ্তম| বিভাগ – বাংলা | অধ্যায় – আত্মকথা | Attokotha

এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য রামকিঙ্কর বেইজ রচিত আত্মকথা থেকে প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১| রামকিঙ্কর বেইজের আঁকা প্রথম অয়েল পেন্টিং ছিল – ক) গার্লস স্কোয়াড খ) ফুটবল গেম গ) গার্ল অ্যান্ড দ্য ডগ ঘ) দ্য কাউ বয়
উত্ত – রামকিঙ্কর বেইজের আঁকা প্রথম অয়েল পেন্টিং ছিল – গ) গার্ল অ্যান্ড দ্য ডগ।

২| ছোটোবেলায় লেখক অনেকক্ষণ ধরে কি দেখতেন? ক) কুমোরদের মূর্তি গড়া খ) মাটির পাত্র তৈরি করা গ) সূর্য ওঠার দৃশ্য ঘ) ফুটবল খেলা
উত্তর – ছোটোবেলায় লেখক অনেকক্ষণ ধরে ক) কুমোরদের মূর্তি গড়া দেখতেন।

৩| অসহযোগ আন্দোলন প্রসেশনের সময় লেখকের কি আঁকার দায়িত্ব পড়েছিল? ক) স্লোগান খ) ভারতমাতার ছবি গ) লিডারদের পোর্ট্রেট ঘ) স্বাধীনতা সংগ্রামীদের ছবি
উত্তর – অসহযোগ আন্দোলন প্রসেশনের সময় লেখকের গ) লিডারদের পোর্ট্রেট আঁকার দায়িত্ব পড়েছিল।

৪| শৈশবে বাড়িঘরের চারদিকের দেয়ালে লেখক যে ছবি দেখতেন তা হল – ক) পূর্বপুরুষের খ) নানা দেবদেবীর গ) প্রাকৃতিক দৃশ্যের ঘ) হাতে আঁকা প্রতিকৃতির
উত্তর – শৈশবে বাড়িঘরের চারদিকের দেয়ালে লেখক যে ছবি দেখতেন তা হল – খ) নানা দেবদেবীর।

৫| ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক হলেন – ক) নন্দলাল বসু খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) রামানন্দ চট্টোপাধ্যায় ঘ) রামকিঙ্কর বেইজ
উত্তর – ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক হলেন – ক) নন্দলাল বসু।


আরো পড়ো → পাগলা গণেশ গল্পের প্রশ্ন উত্তর

৬| স্কুলে অবৈতনিকভাবে পড়াশোনার সুযোগ লেখক পেয়েছিলেন – ক) অঙ্কন গুণের জন্য খ) ভালো গল্প লেখার জন্য গ) ভালো ফলের জন্য ঘ) খেলাধুলার জন্য
উত্তর – স্কুলে অবৈতনিকভাবে পড়াশোনার সুযোগ লেখক পেয়েছিলেন – ক) অঙ্কন গুণের জন্য।

৭| নন্দলাল বসুর সঙ্গে লেখকের পরিচয় হয়েছিল – ক) নিজের বাড়িতে খ) কলাভবনে গ) স্কুলে ঘ) শৈশবে কুমোরপাড়ায়
উত্তর – নন্দলাল বসুর সঙ্গে লেখকের পরিচয় হয়েছিল – খ) কলাভবনে।

৮| রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন? ক) পুতুল তৈরি খ) অয়েল পেন্টিং গ) ওরিয়েন্টাল আর্ট ঘ) ল্যান্ডস্কেপ
উত্তর – রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম খ) অয়েল পেন্টিং বিষয়টি শুরু করেন।

৯| ছোটোবেলায় রামকিঙ্কর তুলিতে ব্যবহার করতেন – ক) পাখির লোম খ) ছাগলের ঘাড়ের লোম গ) তুলো ঘ) পাটের তন্তু
উত্তর – ছোটোবেলায় রামকিঙ্কর তুলিতে ব্যবহার করতেন – খ) ছাগলের ঘাড়ের লোম।

১০| শান্তিনিকেতনের সঙ্গে রামকিঙ্করের যোগাযোগ ঘটিয়েছিলেন – ক) রামানন্দ চট্টোপাধ্যায় খ) নন্দলাল বসু গ) অবনীন্দ্রনাথ ঠাকুর ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
উত্তর – শান্তিনিকেতনের সঙ্গে রামকিঙ্করের যোগাযোগ ঘটিয়েছিলেন – ক) রামানন্দ চট্টোপাধ্যায়।

একটি বাক্যে উত্তর দাও (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১| কি কি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন?
উত্তর – গাছের পাতার রস, বাটনা-বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা ও মুড়ি-ভাজা খোলার চাঁছা ভুসোকালি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন।

২| “আমার প্রথমই শিল্পের স্কুল”- রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল কোনটি?
উত্তর – রামকিঙ্কর বেইজের প্রথম শিল্পের স্কুল ছিল তাঁদের বাড়ির পাশের কুমোরপাড়া।

৩| নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল?
উত্তর – নন্দলাল বসুর কাজের সাদামাটা সুরটাই শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল।

4| রামকিঙ্কর বেইজের বাড়ি কোন জেলায়?
উত্তর – রামকিঙ্কর বেইজের বাড়ি ছিল বাঁকুড়া জেলায়।

5| কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়?
উত্তর – ‘প্রবাসী’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে ১৯২৫ খ্রিস্টাব্দে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়।


আরো পড়ো → ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা প্রশ্ন উত্তর

৬| ‘অয়েল পেন্টিং’ কি?
উত্তর – ‘অয়েল পেন্টিং’ হল তেলরঙ দিয়ে আঁকা চিত্র।

৭| শিল্পী রামকিঙ্কর কিভাবে তুলির প্রয়োজন মেটাতেন?
উত্তর – প্রতিমা শিল্পীদের অনুসরণ করে রামকিঙ্কর ছাগলের ঘাড়ের লোম কেটে বাঁশের কাঠির ডগায় বেঁধে তুলির প্রয়োজন মেটাতেন।

৮| শান্তিনিকেতনের আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে কেমন মনোভাব দেখাতেন?
উত্তর – শান্তিনিকেতনের কলাভবনের আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে শিক্ষার্থীদের পূর্ণ স্বাধীনতা দিতে সবসময় আগ্রহী ছিলেন।


আরো পড়ো → বঙ্গভূমির প্রতি প্রশ্ন উত্তর

৯| ‘গার্ল অ্যান্ড দ্য ডগ’ কীসের নাম?
উত্তর – ‘গার্ল অ্যান্ড দ্য ডগ’ হল রামকিঙ্কর বেইজের আঁকা প্রথম তৈলচিত্রের নাম।

১০| কোন আর্টে শিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণপরিচয়?
উত্তর – ভিসুয়াল আর্টে শিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণপরিচয়।


WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel