জীবনযাত্রা ও সংস্কৃতি: সুলতানি ও মুঘল যুগ প্রশ্ন উত্তর | Sultani o Mughal | Class 7 History Chapter 7

মাধ্যমিকে নম্বর বাড়াবার উপায়! 👇

wbporashona-chapter-test-class-10-2026
class-7-history-chapter-7-wbbse-quesiton-answer
শ্রেণি – সপ্তম| বিভাগ – ইতিহাস| অধ্যায় –  জীবনযাত্রা ও সংস্কৃতি: সুলতানি ও মুঘল যুগ | Sultani o Mughal  (Chapter 7)

এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি: সুলতানি ও মুঘল যুগ অধ্যায় থেকে প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। শ্রীকৃষ্ণবিজয়-এর মূল ভিত্তি ছিল – ক) রামায়ণ খ) মঙ্গলকাব্য গ) ভাগবত ঘ) শিবায়ন
উত্তর – শ্রীকৃষ্ণবিজয়-এর মূল ভিত্তি ছিল – গ) ভাগবত।

২। দীন-ই-ইলাহির অর্থ হল – ক) ঈশ্বরের প্রতি বিশ্বাস খ) সম্রাটের প্রতি বিশ্বাস গ) মানুষের প্রতি বিশ্বাস ঘ) কোনোটিই নয়
উত্তর – দীন-ই-ইলাহির অর্থ হল – খ) সম্রাটের প্রতি বিশ্বাস।

৩। সুলতানি আমলে হিন্দুস্থান এবং ইরানি সংগীতের মিলন ঘটান – ক) তানসেন খ) বৈজু বাওরা গ) আমির খসুর ঘ) মান সিং তোমর
উত্তর – সুলতানি আমলে হিন্দুস্থান এবং ইরানি সংগীতের মিলন ঘটান – গ) আমির খসুর।

৪। গ্রন্থসাহেব কাদের ধর্মীয় গ্রন্থ? ক) শিখদের খ) ইহুদিদের গ) পারসিদের ঘ) বৌদ্ধদের
উত্তর – গ্রন্থসাহেব ক) শিখদের ধর্মীয় গ্রন্থ।

৫। গুজরাটের জয়ের স্মৃতিরক্ষার্থে আকবর নির্মাণ করেন – ক) লালকেল্লা খ) দেওয়ান-ই-আম গ) শিশমহল ঘ) বুলন্দ দরওয়াজা
উত্তর – গুজরাটের জয়ের স্মৃতিরক্ষার্থে আকবর নির্মাণ করেন – ঘ) বুলন্দ দরওয়াজা।


আরো পড়ো → আফ্রিকা মহাদেশ প্রশ্ন উত্তর

৬। ঘাঁটু গানে প্রভাব দেখা যায় – ক) বৈষ্ণবভক্তির খ) মণিপুরি নাচের গ) শিখ ধর্মের ঘ) দোহা-র
উত্তর – ঘাঁটু গানে প্রভাব দেখা যায় – ক) বৈষ্ণবভক্তির।

৭। কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য মিলিয়ে ছবি আঁকাকে বলে – ক) মিনিয়েচার খ) ক্যালিগ্রাফি গ) তসভির ঘ) অণুচিত্র
উত্তর – কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য মিলিয়ে ছবি আঁকাকে বলে – গ) তসভির।

৮। ইসলামের জন্ম যে দেশে তা হল – ক) পারস্য খ) স্পেন গ) আরব ঘ) ভারত
উত্তর – ইসলামের জন্ম যে দেশে তা হল – গ) আরব।

৯। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে নির্মিত একটি স্থাপত্য হল – ক) জাম-ই-মসজিদ খ) বিবিকা মকবরা গ) আলাই দরওয়াজা ঘ) কুয়াত-উল-ইসলাম
উত্তর – মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে নির্মিত একটি স্থাপত্য হল – খ) বিবিকা মকবরা।

১০। বাংলা ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল – ক) দক্ষিণেশ্বর খ) শান্তিনিকেতন গ) কৃষ্ণনগর ঘ) নবদ্বীপ
উত্তর – বাংলা ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল – ঘ) নবদ্বীপ।


To-the-point-class-7-History


১১। যে মুঘল সম্রাটের বাগানের খুব শখ ছিল – ক) বাবর খ) আকবর গ) জাহাঙ্গির ঘ) শাহজাহান
উত্তর – মুঘল সম্রাট ক) বাবর-এর বাগানের খুব শখ ছিল।

১২। সাই ছিলেন – ক) ভক্তিবাদী খ) নাথপন্থী গ) চিশতি সুফিবাদী ঘ) সহজিয়াবাদী
উত্তর – সাই ছিলেন – ক) ভক্তিবাদী।

১৩। শ্রীচৈতন্যদেব ভক্তিবাদের প্রচার করেন – ক) সংস্কৃত ভাষায় খ) প্রাকৃত ভাষায় গ) বাংলা ভাষায় ঘ) ব্রজ ভাষায়
উত্তর – শ্রীচৈতন্যদেব ভক্তিবাদের প্রচার করেন – গ) বাংলা ভাষায়।

১৪। সৈয়দ আলাওলের ‘পদ্মাবতী’ কাব্যে কোন সুলতানের উল্লেখ রয়েছে? ক) কুতুবউদ্দিন আইবক খ) ইব্রাহিম লোদি গ) আলাউদ্দিন খলজি ঘ) মহম্মদ-বিন-তুঘলক
উত্তর – সৈয়দ আলাওলের ‘পদ্মাবতী’ কাব্যে সুলতান গ) আলাউদ্দিন খলজি উল্লেখ রয়েছে।

১৫। রাজা টোডরমল ফারসি ভাষায় অনুবাদ করেন – ক) বিষ্ণুপুরাণ খ) ভাগবতপুরাণ গ) মৎস্যপুরাণ ঘ) কুর্মপুরাণ
উত্তর – রাজা টোডরমল ফারসি ভাষায় অনুবাদ করেন – খ) ভাগবতপুরাণ।


আরো পড়ো → চিরদিনের প্রশ্ন উত্তর

সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। কীর্তন গানকে জনসংযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করেন …………… (তানসেন / শ্রীচৈতন্যদেব / কবির)।
উত্তর – কীর্তন গানকে জনসংযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করেন শ্রীচৈতন্যদেব

২। সফিরা গুরুকে বলত …………… (পির / মুরিদ / বে-শরা)।
উত্তর – সফিরা গুরুকে বলত পির

৩। দীন-ই-ইলাহি প্রবর্তন করেন …………… (আকবর / হুমায়ুন / শাহজাহান)।
উত্তর – দীন-ই-ইলাহি প্রবর্তন করেন আকবর

৪। কবিরের দুই পঙক্তির কবিতাগুলিকে বলা হয় …………… (ভজন / কথকথা / দোহা)।
উত্তর – কবিরের দুই পঙক্তির কবিতাগুলিকে বলা হয় দোহা

৫। এঁদের মধ্যে কে ভক্তিবাদী সাধক? ……………(মইনুদ্দিন চিশতি / শেখ নিজামুদ্দিন আউলিয়া / কবির)।
উত্তর – কবির ছিলেন ভক্তিবাদী সাধক।



৬। মধ্যযুগে সমাজে গরিবদের রোজকার খাবার ছিল …………… (খিচুড়ি / ভাত / রুটি)।
উত্তর – মধ্যযুগে সমাজে গরিবদের রোজকার খাবার ছিল খিচুড়ি

৭। বাংলায় …………… (চৈতন্যদেব / গুরুনানক / শ্রীকৃষ্ণ)-এর নেতৃত্বে ভক্তিবাদের প্রচার হয়।
উত্তর – বাংলায় চৈতন্যদেব-এর নেতৃত্বে ভক্তিবাদের প্রচার হয়।

৮। দীন-ই-ইলাহি-র বৈশিষ্ট্য ছিল মুঘল সম্রাট ও তার অভিজাতদের মধ্যে …………… (গুরু-শিষ্যের / মালিক-শ্রমিকের / রাজা-প্রজার) সম্পর্ক।
উত্তর – দীন-ই-ইলাহি-র বৈশিষ্ট্য ছিল মুঘল সম্রাট ও তার অভিজাতদের মধ্যে গুরু-শিষ্যের সম্পর্ক।

৯। …………… (নানক / কবির / মীরাবাঈ) ছিলেন শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাধিকা।
উত্তর – মীরাবাঈ ছিলেন শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাধিকা।

১০। রামানন্দের শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন …………… (নানক / কবির / দাদু)।
উত্তর – রামানন্দের শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কবির


আরো পড়ো → মানুষের খাদ্য প্রশ্ন উত্তর

একটি বাক্যে উত্তর দাও (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। শিখধর্মের প্রবর্তক কে?
উত্তর – শিখধর্মের প্রবর্তক গুরু নানক।

২। সুফিবাদ অনুসারে শিষ্যদের কি বলা হত?
উত্তর – সুফিবাদ অনুসারে শিষ্যদের মুরিদ বলা হত।

৩। লঙ্গরখানা কি?
উত্তর – লঙ্গরখানা হল নানক প্রবর্তিত শিখ গুরুদ্বারে বা ধর্মীয় প্রতিষ্ঠানে অবস্থিত এমন একটি স্থান যেখানে সমস্ত ধর্মের মানুষেরা একসঙ্গে বসে খাওয়ার সুযোগ পায়।

৪। সুলতানি ও মুঘল আমলে কোন কোন শিল্পগুলি বংশগত ছিল?
উত্তর – সুলতানি ও মুঘল আমলে চিনি ও সুগন্ধি আতর তৈরির শিল্পগুলি ছিল বংশগত।

৫। মধ্যযুগে কীসের ওপর ভিত্তি করে গ্রাম কারিগরি শিল্প চলত?
উত্তর – মধ্যযুগে কৃষিপণ্যের ওপর ভিত্তি করে গ্রাম কারিগরি শিল্প চলত।


wbporashona-to-the-point-ebook

৬। শ্রীচৈতন্যদেব কোন সুলতানের সময়কালে ভারতে ধর্মপ্রচার করেছিলেন?
উত্তর – শ্রীচৈতন্যদেব সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সময়কালে ভারতে ধর্মপ্রচার করেছিলেন।

৭। ভারতে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর – ভারতে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মইনুদ্দিন চিশতি।

৮। দক্ষিণ ভারতে কাদের হাত ধরে ভক্তিবাদ জনপ্রিয় হয়েছিল?
উত্তর – দক্ষিণ ভারতে অলভার এবং নায়নারদের হাত ধরে ভক্তিবাদ জনপ্রিয় হয়েছিল।

৯। শ্রীচৈতন্যদেব প্রবর্তিত ধর্মমতটির নাম কি?
উত্তর – শ্রীচৈতন্যদেব প্রবর্তিত ধর্মমতটির নাম হল বৈষ্ণবধর্ম।

১০। খানকা কি?
উত্তর – সুফিসাধকরা তাঁদের শিষ্যদের নিয়ে যে আশ্রমে থাকতেন তার নাম ছিল খানকা।


আরো পড়ো → দিল্লী সুলতানি প্রশ্ন উত্তর

১১। ‘সুফ’ শব্দের অর্থ কি?
উত্তর – আরবিতে ‘সুফ’ শব্দের অর্থ হল পশমের তৈরি এক টুকরো কাপড়।

১২। খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে পঞ্চাশ শতকের মধ্যবর্তী সময়কালের কয়েকজন ভক্তিবাদী সাধক ও সাধিকার নাম লেখো।
উত্তর – খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে পঞ্চাশ শতকের মধ্যবর্তী সময়কালের কয়েকজন ভক্তিবাদী সাধক ও সাধিকার নাম হল – নামদেব, জ্ঞানেশ্বর, তুকারাম, রামানন্দ, কবির, নানক, চৈতন্যদেব, মীরাবাঈ প্রমুখ।

১৩। এক-একটি ‘প্রহর’ আজকের হিসেবে কত ঘণ্টা?
উত্তর – এক-একটি ‘প্রহর’ আজকের হিসেবে প্রায় তিন ঘণ্টা।

১৪। হোসেন শাহের রাজত্বে বাংলায় কাদের প্রভাব কমে এবং কাদের প্রভাব বাড়ে?
উত্তর – হোসেন শাহের রাজত্বে বাংলায় ব্রাহ্মণদের প্রভাব কমে এবং কায়স্থদের প্রভাব বাড়ে।

১৫। উত্তর-পূর্ব ভারতে ভক্তি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন?
উত্তর – উত্তর-পূর্ব ভারতে ভক্তি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন শ্রীমন্ত শঙ্করদেব।


আরো পড়ো → নগর, বণিক ও বাণিজ্য প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

সম্পূর্ণ সিলেবাসের শর্ট নোটস! 👇

wbporashona.com-to-the-point-ebook