ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া – সহযোগিতা ও বিদ্রোহ- প্রশ্ন উত্তর | Ouponibeshik shasoner protikriya – sohojogita bidroho – Question Answer | Chapter – 5 | অষ্টম শ্রেণী | History

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wb porashona.com whatsapp channel
ouponibeshik-shasoner-protikriya-sohojogita-bidroho
শ্রেণি – অষ্টম | বিভাগ – ইতিহাস | অধ্যায় – ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া – সহযোগিতা ও বিদ্রোহ | Ouponibeshik shasoner protikriya -sohojogita-bidroho (Chapter 5)

এই পর্বে রইল অষ্টম শ্রেণির ইতিহাস বিভাগের পঞ্চম অধ্যায় – ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া – সহযোগিতা ও বিদ্রোহ থেকে রইল সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

1। মহারাষ্ট্রের সমাজসংস্কার আন্দোলনে জ্যোতিরাও ফুলের অবদান ছিল গুরুত্বপূর্ণ। নিচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য জ্যোতিরাও ফুলে গড়ে তোলেন।
(ক) সত্যশোধক সমাজ (খ) আর্য সমাজ (গ) ব্রাহ্ম সমাজ (ঘ) প্রার্থনা সমাজ

উত্তর – মহারাষ্ট্রের সমাজসংস্কার আন্দোলনে জ্যোতিরাও ফুলের অবদান ছিল গুরুত্বপূর্ণ। নিচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য জ্যোতিরাও ফুলে গড়ে তোলেন (ক) সত্যশোধক সমাজ।

2। প্রদত্ত কোন কারণটি উপজাতি বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত নয়?
(ক) ঔপনিবেশিক অরণ্য আইন (খ) জমিদার, মহাজনদের শোষণ
(গ) উপজাতি সম্প্রদায়ের আধুকীকরণ (ঘ) উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতিতে হস্তক্ষেপ

উত্তর – (গ) উপজাতি সম্প্রদায়ের আধুকীকরণ বিষয়টি উপজাতি বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত নয়।

3। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের পর ভারতীয় প্রশাসনিক ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন ঘটে। নীচের কোন বিকল্পটি সঠিক নয়
(ক) ব্রিটিশ ইস্ট ইণ্ডিয়া কোম্পানির শাসনের সমাপ্তি ঘটেছিল
(খ) ভারতকে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয়
(গ) রানি ভিক্টোরিয়াকে বিট্রিশ ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করা হয়
(ঘ) লর্ড ক্যানিং ভাইসরয় নিযুক্ত হন

উত্তর – প্রশ্নে যে বিকল্পটি সঠিক নয় সেটি হল (খ) ভারতকে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয়।

4। সমাজসংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বীরেশলিঙ্গম পান্তুলুর কর্মকান্ডের মধ্যে কোন বিশেষ মিল রয়েছে?
(ক) দুজনেই সংস্কৃত ভাষাচর্চার প্রসিদ্ধি ঘটিয়েছিলেন
(খ) দুজনেই মুদ্রণ ব্যবস্থার বিকাশের সঙ্গে যুক্ত ছিলেন
(গ) দুজনেই বিধবাবিবাহ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন
(ঘ) দুজনেই সতীদাহপ্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন

উত্তর – সমাজসংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বীরেশলিঙ্গম পান্তুলুর কর্মকান্ডের মধ্যে যে বিষয়টিতে মিল রয়েছে সেটি হল (গ) দুজনেই বিধবাবিবাহ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

5। তিতুমীর কাদের বিরূদ্ধে বিদ্রোহ করেছিলেন?
(ক) স্থানীয় জমিদার
(খ) ব্রিটিশ প্রশাসন
(গ) নীলকর সাহেব
(ঘ) ওপরের সবকটি

উত্তর – তিতুমীর (ঘ) ওপরের সবকটি বিরূদ্ধে বিদ্রোহ করেছিলেন।


আরো পড়ো → উত্তর আমেরিকা অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা

অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ২]

1। ঔপনিবেশিক সমাজে কাদের ‘মধ্যবিত্ত ভদ্রলোক’ বলা হত?
উত্তর – ঔপনিবেশিক সমাজে যারা শিক্ষিত সম্প্রদায় হিসাবে সমাজের উচ্চশ্রেণিতে ছিল অর্থাৎ যারা ব্রিটিশদের বিভিন্ন কর্মকান্ডে সুফল ভোগ করত তাদেরকে ‘মধ্যবিত্ত ভদ্রলোক’ বলা হত।

2। নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিলেন?
উত্তর – ডিরোজিও এর সদস্যদের ‘নব্যবঙ্গ গোষ্ঠী’ বা ‘ইয়ং বেঙ্গল গোষ্ঠী’ বলা হত। তারা ছিলেন অত্যন্ত আধুনিক এবং পাশ্চাত্য সংস্কার ঘেঁষা মানুষ। তারা মূলত জাতপাত, বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি প্রথার বিরোধিতা করেছিলেন।

3। স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কি ছিল?
উত্তর – স্যার সৈয়দ আহমেদ ছিলেন একজন অন্যতম মুসলমান সংস্কারক। তিনি মুসলিম সমাজকে ইংরাজি শিক্ষার আলোতে আনার উদ্দেশ্যে 1875 সালে, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন, তিনি চেয়েছিলেন মুসলিম সমাজকে পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এনে প্রাচীন প্রথা ও অন্ধ বিশ্বাস থেকে মুক্ত করতে।


আরো পড়ো → ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র – প্রশ্ন উত্তর আলোচনা

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

পড়া মনে রাখার সেরা উপায় 👇

wb-porashona-to-the-point-ebook