
শ্রেণি – সপ্তম| বিভাগ – ইতিহাস| অধ্যায় – মুঘল সামাজ্যের সংকট | Mughal Samrajjer Songkot (Chapter 8)
এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট অধ্যায় থেকে প্রশ্ন উত্তর আলোচনা।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। শিবাজির রাজ্যাভিষেক হয় – ক) কোঙ্কনে খ) পুনেতে গ) বিজাপুরে ঘ) রায়গড়ে
উত্তর – শিবাজির রাজ্যাভিষেক হয় ঘ) রায়গড়ে।
২। গরিব দাস হাডা কোন বিদ্রোহের নেতা ছিলেন? ক) সৎনামি খ) বুন্দেলা গ) শিখ ঘ) জাঠ
উত্তর – গরিব দাস হাডা কোন বিদ্রোহের নেতা ছিলেন ক) সৎনামি।
৩। দাদোজি কোন্ডদেব ছিলেন শিবাজির – ক) দাদা খ) বন্ধু গ) শিক্ষক ঘ) পালক
উত্তর – দাদোজি কোন্ডদেব ছিলেন শিবাজির গ) শিক্ষক।
আরো পড়ো → ভানুসিংহের পত্রাবলী প্রশ্ন উত্তর
৪। পুরন্দরের সন্ধি অনুযায়ী শিবাজি মুঘলদের ক-টি দুর্গ ছড়ে দিতে বাধ্য হয়? ক) ২০টি খ) ২১টি গ) ২২টি ঘ) ২৩টি
উত্তর – পুরন্দরের সন্ধি অনুযায়ী শিবাজি মুঘলদের ঘ) ২৩টি দুর্গ ছড়ে দিতে বাধ্য হয়।
৫। ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসেবে গুরু হরগোবিন্দ – ক) দুটি তলোয়ার নিতেন খ) কেতাব পাঠ করাতেন গ) খালসা তৈরি করেন ঘ) জায়গির গ্রহণ করেন।
উত্তর – ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসেবে গুরু হরগোবিন্দ – ক) দুটি তলোয়ার নিতেন।
সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। ____________ শিবাজিকে হত্যা করার চেষ্টা করেন। (আফজল খান/ দাদোজি / শাহজি ভোঁসলে)
উত্তর – আফজল খান শিবাজিকে হত্যা করার চেষ্টা করেন।
২। শিবাজির পিতা শাহজি ভোঁসলে ছিলেন ____________ (সুজাপুর / বিজাপুর / গোলকুন্ডা)-এর সুলতানের জায়গীরদার।
উত্তর – শিবাজির পিতা শাহজি ভোঁসলে ছিলেন বিজাপুরের সুলতানের জায়গীরদার।
৩। শিবাজি ছিলেন ________ (মুঘল / রাজপুত / মারাঠা) সাম্রাজ্যের অধিপতি।
উত্তর – শিবাজি ছিলেন মারাঠা সাম্রাজ্যের অধিপতি।
৪। খালসা বাহিনী তৈরি করেন _________ (গুরু অঙ্গদ / গুরু গোবিন্দ সিং/ তেগ বাহাদুর)।
উত্তর – খালসা বাহিনী তৈরি করেন গুরু গোবিন্দ সিং।
৫। জাঠ বিদ্রোহের সূচনা করেন _________ (গোকলা / রাজারাম / চূড়ামণ)।
উত্তর – জাঠ বিদ্রোহের সূচনা করেন গোকলা।
একটি বাক্যে উত্তর দাও (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। শিবাজির মায়ের নাম কি ছিল?
উত্তর – শিবাজির মায়ের নাম ছিল জিজাবাঈ।
২। কোন্ শিখগুরু ঐরঙ্গজেবের ধর্মীয় নীতির বিরোধিতা করেন?
উত্তর – নবম শিখগুরু তেগবাহাদুর ঐরঙ্গজেবের ধর্মীয় নীতির বিরোধিতা করেন।
আরো পড়ো → আফ্রিকা মহাদেশ প্রশ্ন উত্তর
৩। গুরু হরগোবিন্দ একসঙ্গে দুটি তরোয়াল রাখতেন কেন?
উত্তর – গুরু হরগোবিন্দ একসঙ্গে দুটি তরোয়াল রেখে বোঝাতে চাইতেন যে তাঁর ধর্মীয় এবং রাজনৈতিক উভয় ক্ষমতাই রয়েছে।
৪। ‘মাবলে’ কী?
উত্তর – মাওয়াল অঞ্চলে শিবাজির পদাতিক সেনারা ‘মাবলে’ নামে পরিচিত ছিল।
৫। জয়সিংহ কত খ্রিষ্টাব্দে শিবাজিকে পুরন্দরের সন্ধি স্বাক্ষরে বাধ্য করান?
উত্তর – জয়সিংহ ১৬৬৫ খ্রিষ্টাব্দে শিবাজিকে পুরন্দরের সন্ধি স্বাক্ষরে বাধ্য করান।
৬। দিল্লি, আগ্রা অঞ্চলের জাঠরা প্রধানত কি ছিল?
উত্তর – দিল্লি, আগ্রা অঞ্চলের জাঠরা প্রধানত কৃষক ছিলেন।
৭। শিখদের প্রথম ধর্মগুরুর নাম কি?
উত্তর – শিখদের প্রথম ধর্মগুরুর নাম গুরু নানকদেব।
৮। শিবাজি ‘বাঘনখ’ দ্বারা কাকে হত্যা করেন?
উত্তর – শিবাজি ‘বাঘনখ’ দ্বারা আফজল খানকে হত্যা করেন।
৯। মারাঠা সৈনিকদের কি নামে ডাকা হত?
উত্তর – মারাঠা সৈনিকদের বর্গি নামে ডাকা হত।
১০। সর্বশেষ শিখগুরুর নাম কি?
উত্তর – সর্বশেষ শিখগুরুর নাম হল গুরু গোবিন্দ সিং।
আরো পড়ো → জীবনযাত্রা ও সংস্কৃতি – সুলতানি ও মুঘল যুগ প্রশ্ন উত্তর
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।