
শ্রেণি – সপ্তম| বিভাগ – বাংলা | অধ্যায় – কার দৌড় কদ্দুর | Kar Dour Koddur
এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য শিবতোষ মুখোপাধ্যায় রচিত কার দৌড় কদ্দুর গল্প থেকে প্রশ্ন উত্তর আলোচনা।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। শজারু ছুটতে পারে ঘণ্টায় – ক) ২ মাইল বেগে খ) ৩ মাইল বেগে গ) ৫ মাইল বেগে ঘ) ৭ মাইল বেগে
উত্তর – ক) ২ মাইল বেগে
২। “…ওরা ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে।” – কীসের কথা বলা হয়েছে? – ক) টারনস পাখি খ) হক-জাতীয় পাখি গ) ইন-জাতীয় পাখি ঘ) কোনোটিই নয়
উত্তর – “…ওরা ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে।” – এখানে গ) ইন-জাতীয় পাখি-র কথা বলা হয়েছে।
৩। গোবি মরুভূমিতে যে হরিণ আছে তার নাম – ক) গ্যাজেলি খ) এন্টিলোপ গ) সাধারণ হরিণ ঘ) কৃষ্ণসার মৃগ
উত্তর – গোবি মরুভূমিতে যে হরিণ আছে তার নাম – ক) গ্যাজেলি।
৪। গদাইলশকরি চালে ছোটে – ক) হিপো খ) হাতি গ) কচ্ছপ ঘ) কোনোটিই নয়
উত্তর – গদাইলশকরি চালে ছোটে – খ) হাতি
৫। প্যারামোসিয়াম নামক এককোশী জীবের সেলের চারিদিকে যে ছোটো ছোটো চুলের মতো বহিরাংশ আছে তার নাম – ক) দাঁড়া খ) সিলিয়া গ) ক্ষণিকপদ ঘ) ডানা
উত্তর – প্যারামোসিয়াম নামক এককোশী জীবের সেলের চারিদিকে যে ছোটো ছোটো চুলের মতো বহিরাংশ আছে তার নাম -খ) সিলিয়া।
আরো পড়ো → আত্মকথা প্রশ্ন উত্তর
৬। এফিড ওড়ার সময় প্রতি সেকেন্ডে যতবার পাখা নাড়ায় – ক) ১০০ বার খ) ২০০ বার গ) ৩০০ বার ঘ) ৪০০ বার
উত্তর – এফিড ওড়ার সময় প্রতি সেকেন্ডে ঘ) ৪০০ বার পাখা নাড়ায়।
৭। গ্যাজেলি হল একপ্রকার – ক) হাতি খ) হরিণ গ) পাখি ঘ) কোনোটিই নয়
উত্তর – গ্যাজেলি হল একপ্রকার – খ) হরিণ।
৮। হিউয়েন সাঙ ভারতে এসেছিলেন – ক) চিন থেকে খ) কম্বোডিয়া থেকে গ) বালি দ্বীপ থেকে ঘ) মালদ্বীপ থেকে
উত্তর – হিউয়েন সাঙ ভারতে এসেছিলেন – ক) চিন থেকে।
৯। হিপোর শরীরের ওজন হল – ক) ২৫০০ পাউন্ড খ) ২৬০০ পাউন্ড গ) ২৮০০ পাউন্ড ঘ) ২৯০০ পাউন্ড
উত্তরঃ হিপোর শরীরের ওজন হল – গ) ২৮০০ পাউন্ড।
১০। আপেল দৌড়ায় – ক) নীচের দিকে খ) মাটির দিকে গ) গাছের দিকে ঘ) কোনোটিই নয়
উত্তর – আপেল দৌড়ায় – খ) মাটির দিকে।
একটি বাক্যে উত্তর দাও (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। ‘কার দৌড় কদ্দুর’ রচনাটির লেখক কে?
উত্তর – ‘কার দৌড় কদ্দুর’ রচনাটির লেখক হলেন শিবতোষ মুখোপাধ্যায়।
২। এন্টিলোপ হরিণ ঘণ্টায় কত মাইল বেগে দৌড়ায় ও তার ওজন কত?
উত্তর – এন্টিলোপ হরিণ ঘণ্টায় ৪৫ মাইল বেগে দৌড়ায় ও তার ওজন ১১০ পাউন্ড।
৩। আমাদের শরীরের সৈন্যসামন্ত কারা?
উত্তর – শরীরের মধ্যে থাকা ভবঘুরে সেল – যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, তারাই শরীরের সৈন্যসামন্ত।
৪। এফিড একনাগাড়ে কত মাইল রাস্তা উড়তে পারে?
উত্তর – এফিড একনাগাড়ে আট মাইল পথ উড়তে পারে।
৫। ‘সিলিয়া’ কাকে বলে?
উত্তর – এককোশী জীব প্যারামোসিয়ামের সেলের চারিদিকে যে ছোটো ছোটো চুলের মতো যে বহিরাংশ আছে, তাকেই সিলিয়া বলে।
আরো পড়ো → কুতুব মিনারের কথা প্রশ্ন উত্তর
৬। গ্যাজেলি নামক হরিণ কোথায় পাওয়া যায়?
উত্তর – গ্যাজেলি নামক হরিণ গোবি মরুভূমিতে পাওয়া যায়।
৭। খদ্দের কোন দিকে দৌড়োয়?
উত্তর – খদ্দের দোকানের দিকে দৌড়োয়।
৮। এফিড ওড়বার সময় প্রতি সেকেন্ডে কতবার ডানা নাড়ে?
উত্তর – এফিড ওড়বার সময় প্রতি সেকেন্ডে ৪০০ বার ডানা নাড়ায়।
৯। “অণুবীক্ষণের তলাকার অদ্ভুত বিস্ময়ের জীব” – ‘অণুবীক্ষণ’ বলতে কি বোঝ?
উত্তর – ‘অণুবীক্ষণ’ হল একপ্রকার যন্ত্র। খুব ছোটো ছোটো জীব যা খালি চোখে দেখা যায় না, তাদের অণুবীক্ষণের সাহায্যে দেখা যায়।
১০। গোবি মরুভূমিতে কি ধরনের হরিণ আছে?
উত্তর – গোবি মরুভূমিতে গ্যাজেলি নামে এক ধরনের হরিণ আছে।
আরো পড়ো → দিল্লী সুলতানি [অধ্যায় 4] প্রশ্ন উত্তর
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।