
শ্রেণি – সপ্তম| বিভাগ – বাংলা | অধ্যায় – কুতুব মিনারের কথা | Kutub Minarer Kotha
এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ক্তুব মিনারের কথা গল্প থেকে প্রশ্ন উত্তর আলোচনা।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে চেয়েছিলেন – ক) আকবর খ) আলাউদ্দিন খিলজি গ) ইব্রাহিম লোদি ঘ) ঔরঙ্গজেব
উত্তর – কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে চেয়েছিলেন – খ) আলাউদ্দিন খিলজি।
২। কুতুব মিনার হল – ক) তিনতলার খ) চারতলার গ) পাঁচতলার ঘ) ছয়তলার
উত্তর – কুতুব মিনার হল – গ) পাঁচতলার।
৩। মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার থাকে, তাকে বলে – ক) স্তম্ভ খ) মিনারেট গ) শহিদ মিনার ঘ) কুতুব মিনার
উত্তর – মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার থাকে, তাকে বলে – খ) মিনারেট।
আরো পড়ো → খোকনের প্রথম ছবি
৪। কুতুব মিনারের নামটি যাঁর নাম অনুসারে রাখা হয়, তিনি হলেন – ক) কুতুবউদ্দিন আইবক খ) ফিরোজ শাহ তুঘলক গ) আলাউদ্দিন খিলজি ঘ) মহম্মদ বিন তুঘলক
উত্তর – কুতুব মিনারের নামটি যাঁর নাম অনুসারে রাখা হয়, তিনি হলেন – ক) কুতুবউদ্দিন আইবক।
৫। “সে বিষয়ে কণামাত্র সন্দেহের অবকাশ নেই।” – কোন বিষয়ে সন্দেহ নেই। – ক) ইমারত তৈরির বিষয়ে খ) শিল্পীদের জাতি বিষয়ে গ) চিন্তা ও রাজনীতি বিষয়ে ঘ) শিল্পীদের সফলতা বিষয়ে
উত্তর – খ) শিল্পীদের জাতি বিষয়ে সন্দেহ নেই।
একটি বাক্যে উত্তর দাও (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। “এ সাহস কেউ দেখাননি।” কোন সাহসের কথা এখানে বলা হয়েছে?
উত্তর – কুতুব মিনারের থেকে ভালো মিনার গড়ার সাহস দেখানোর কথা এখানে বলা হয়েছে।
২। কুতুব মিনার কে নির্মাণ করেন? এটি কত তলার?
উত্তর – কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ শুরু করলেও তা শেষ করেন ইলতুৎমিস। এটি পাঁচতলার মিনার।
৩। হুমায়ুনের সমাধি নির্মাতাকে লেখক ‘ঘোড়েল’ বলেছেন কেন?
উত্তর – হুমায়ুনের সমাধি নির্মাতা মিনারিকা ছাড়াই ইমারতটি গড়েছেন। কারণ তিনি চাননি কুতুব মিনারের সঙ্গে তাঁর সৃষ্টির কোনো তুলনা হোক। এই কারণেই লেখক তাঁকে ‘ঘোড়েল’ বলেছেন।
আরো পড়ো → তাপ অধ্যায়ের প্রশ্ন উত্তর
৪। “একমাত্র তিনিই চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিতে।” – ‘তিনি’ বলতে এখানে কার কথা বলা হয়েছে?
উত্তর – প্রশ্নে উদ্ধৃত অংশে ‘তিনি’ বলতে এখানে আলাউদ্দিন খিলজির কথা বলা হয়েছে।
৫। তাজের মিনারিকাও কুতুবের কাছে হেরে যায় কেন?
উত্তর – কুতুব মিনারের সঙ্গে তুলনা করে লোক যাতে লজ্জা না দেয়, সেই কারণে তাজের নির্মাণশিল্পী তাজের মিনারিকাকে যত সম্ভব অলংকারহীন করে গড়েছেন। তাই তাজের মিনারিকাও কুতুবের কাছে হেরে যায়।
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।