
শ্রেণি – সপ্তম| বিভাগ – বাংলা | অধ্যায় – খোকনের প্রথম ছবি | Khokoner Prothom Chob
এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য বনফুল রচিত খোকনের প্রথম ছবি গল্প থেকে প্রশ্ন উত্তর আলোচনা।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১| খোকন চোখ বুজে কীসের ছবি আঁকবে ঠিক করেছিল? –
ক) প্রকৃতির খ) মেঘের গ) অন্ধকারের ঘ) গাছের
উত্তর – খোকন চোখ বুজে গ) অন্ধকারের ছবি আঁকবে ঠিক করেছিল।
২| “এগুলো সব নকল করা ছবি”-এ কথা বলেছিলেন –
ক) খোকনের ড্রয়িং মাস্টারমশাই খ) খোকনের বাবার চিত্রকর বন্ধু গ) খোকনের এক বন্ধু ঘ) খোকনের বাবার
উত্তর – “এগুলো সব নকল করা ছবি”-এ কথা বলেছিলেন – খ) খোকনের বাবার চিত্রকর বন্ধু।
৩| ছোটোবেলায় খোকন কাগজের ওপরে রঙিন পেনসিল দিয়ে যা আঁকত –
ক) জীবজন্তু খ) নদী গ) হিজিবিজি ঘ) খেলার মাঠ
উত্তর – ছোটোবেলায় খোকন কাগজের ওপরে রঙিন পেনসিল দিয়ে যা আঁকত – গ) হিজিবিজি।
৪| “… আর কিছু দেখতে পেল না সে।”- কেবল কি দেখতে পাওয়া গিয়েছিল?
ক) অন্ধকার খ) মেঘ গ) গাছ ঘ) আলো
উত্তর – “… আর কিছু দেখতে পেল না সে।”- কেবল ক) অন্ধকার দেখতে পাওয়া গিয়েছিল।
৫| খোকনের বাবার বন্ধু একজন –
ক) চিত্রকর খ) গীতিকার গ) মাস্টারমশাই ঘ) ডাক্তার
উত্তর – খোকনের বাবার বন্ধু একজন – ক) চিত্রকর।
আরো পড়ো → আত্মকথা প্রশ্ন উত্তর
৬| ‘নিজের আঁকা ছবি’ যেভাবে আঁকতে হয়-
ক) ঠিক মাপজোখ করে খ) বিষয়টিকে যথাযথ রেখে গ) কল্পনার সাহায্যে ঘ) যা দৃশ্যমান তা দেখে
উত্তর – ‘নিজের আঁকা ছবি’ যেভাবে আঁকতে হয়- গ) কল্পনার সাহায্যে।
৭| “খুব বড়ো চিত্রকর হবে তুমি।”- খোকনকে কে এ কথা বলেছিলেন?
ক) খোকনের বাবা খ) খোকনের ড্রয়িংয়ের মাস্টারমশাই গ) খোকনের বাবার বন্ধু ঘ) খোকনের বন্ধুর বাবা
উত্তর – “খুব বড়ো চিত্রকর হবে তুমি।”- খোকনকে খ) খোকনের ড্রয়িংয়ের মাস্টারমশাই-এ কথা বলেছিলেন।
৮| মেঘের রূপে হাতি থেকে কীসে পরিণত হয়েছিল?
ক) কুমিরে খ) বাঘে গ) সিংহে ঘ) মহাদেবে
উত্তর – মেঘের রূপে হাতি থেকে ক) কুমিরে পরিণত হয়েছিল।
আরো পড়ো → তাপ অধ্যায়ের প্রশ্ন উত্তর
৯| “অবাক হয়ে চেয়ে রইল খোকন”- কীসের দিকে তাকিয়ে সে অবাক হয়েছিল?
ক) মেঘের দিকে খ) নিজের প্রথম সৃষ্টির দিকে গ) বাড়ির সামনের পুলটার দিকে ঘ) ইউক্যালিপটাস গাছটার দিকে
উত্তর – “অবাক হয়ে চেয়ে রইল খোকন”- খ) নিজের প্রথম সৃষ্টির দিকে তাকিয়ে সে অবাক হয়েছিল।
১০| ‘বনফুল’ ছদ্মনামের আড়ালে আছেন –
ক) বলাইচাঁদ মুখোপাধ্যায় খ) বলাইচাঁদ চট্টোপাধ্যায় গ) বলাইচাঁদ বন্দোপাধ্যায় ঘ) বলাইচাঁদ গঙ্গোপাধ্যায়
উত্তর – ‘বনফুল’ ছদ্মনামের আড়ালে আছেন – ক) বলাইচাঁদ মুখোপাধ্যায়।
একটি বাক্যে উত্তর দাও (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১| খোকন কোন ক্লাসে পড়ে?
উত্তর – খোকন ক্লাস টেন-এ পড়ে।
২| খোকনের বাবার বন্ধু কে?
উত্তর – বনফুলের লেখা ‘খোকনের প্রথম ছবি’ রচনায় উল্লিখিত খোকনের বাবার বন্ধু একজন চিত্রকর।
৩| খোকনের প্রথম সৃষ্টি কি ছিল?
উত্তর – খোকনের প্রথম সৃষ্টি ছিল কালো রঙে আঁকা একটি অন্ধকারের ছবি।
৪| খোকনের বাড়ির সামনে যে গাছটি ছিল সেটি কি গাছ?
উত্তর – খোকনের বাড়ির সামনে একটি ইউক্যালিপটাস গাছটি ছিল।
৫| “তিনি লক্ষ্ণৌ শহরে থাকেন”- এখানে কার থাকার কথা বলা হয়েছে?
উত্তর – প্রশ্নে উদ্ধৃত অংশে খোকনের বাবার বিখ্যাত চিত্রকর বন্ধুর লক্ষ্ণৌ শহরে থাকার কথা বলা হয়েছে।
আরো পড়ো → ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা প্রশ্ন উত্তর
৬| খোকনের আঁকা কোন ছবি দেখে মাস্টারমশাই খুব প্রশংসা করেছিলেন?
উত্তর – খোকনের আঁকা ইউক্যালিপটাস গাছ ও পুলের ছবি দেখে মাস্টারমশাই খুব প্রশংসা করেছিলেন।
৭| “চিত্রকর চলে গেলেন”- এই চিত্রকর কে ছিলেন?
উত্তর – প্রশ্নে উল্লিখিত চিত্রকর ছিলেন খোকনের বাবার বন্ধু।
৮| ছোটোবেলায় খোকন কি আঁকত?
উত্তর – ছোটোবেলায় খোকন কাগজের ওপর রঙিন পেনসিল দিয়ে হিজিবিজি কাটত।
আরো পড়ো → পৃথিবীর পরিক্রমণ অধ্যায়ের প্রশ্ন উত্তর
৯| “খোকন অবাক হয়ে গেল”- কখন খোকন অবাক হয়ে গিয়েছিল?
উত্তর – খোকনের বাবার চিত্রকর বন্ধু খোকনের আঁকা ছবিগুলিকে নকল করা ছবি এবং কোনোটাই তার নিজের ছবি নয় বলেন। এতেই খোকন অবাক হয়ে গিয়েছিল।
১০| নিজের প্রথম সৃষ্টি কেন খোকনকে অবাক করেছিল?
উত্তর – নিজের প্রথম সৃষ্টি হিসেবে অন্ধকারের ছবি এঁকে খোকন যখন সেই অন্ধকারের ছবির মধ্যে মুখ এবং চোখ দেখতে পেল তখন সে অবাক হয়ে গেল।
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।