রাস্তায় ক্রিকেট খেলা প্রশ্ন উত্তর |Rastay Cricket Khela Question Answer |সপ্তম শ্রেণী | Bengali

মাধ্যমিকে নম্বর বাড়ানোর উপায়! 👇

wbporashona-chapter-test-class-10-2026
rastay-cricket-khela-class-7-question-answer
শ্রেণি – সপ্তম| বিভাগ – বাংলা | অধ্যায় –  রাস্তায় ক্রিকেট খেলা | Rastay Cricket Khela

এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য মাইকেল অ্যানটনি রচিত রাস্তায় ক্রিকেট খেলা গল্পের প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। “সেখানকার আকাশ সর্বদাই মেঘে ঢাকা থাকতো”… কোথাকার কথা বলা হয়েছে ক) কলকাতা খ) মেয়ারো গ) আমেরিকা ঘ) প্যারিস
উত্তর – এখানে খ) মেয়ারো-র কথা বলা হয়েছে।

২। বাতাস ছুটে এসে বদমেজাজে ঝাপট মারত – ক) পেয়ারার বনে খ) নারকেল বনে গ) ইউক্যালিপটাস বনে ঘ) ঝাউ বনে।
উত্তর – বাতাস ছুটে এসে বদমেজাজে ঝাপট মারত – খ) নারকেল বনে।

৩। ভার্ন আশ্রয় নিয়েছিল – ক) চালার তলায় খ) আলশের তলায় গ) ছাদের তলায়
উত্তর – ভার্ন আশ্রয় নিয়েছিল – খ) আলশের তলায়।


আরো পড়ো → আফ্রিকা মহাদেশ প্রশ্ন উত্তর

৪। “না, আমি আগে ‘আমি’ বলেছি।” – এই ‘আমি’ হল – ক) অ্যামি খ) ভার্ন গ) সেলো ঘ) কথক
উত্তর – ‘আমি’ হল – ক) অ্যামি।

৫। “বেড়ার ওপাশ থেকে ভেসে আসত …” – কি ভেসে আসত? ক) বৃষ্টির আওয়াজ খ) সেলোর গলার আওয়াজ গ) অ্যামির গলার আওয়াজ ঘ) ভার্নের গলার আওয়াজ।
উত্তর – বেড়ার ওপাশ থেকে ভেসে আসত … ঘ) ভার্নের গলার আওয়াজ।

একটি বাক্যে উত্তর দাও (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। মাইকেল আন্টনি রচিত ‘রাস্তায় ক্রিকেট খেলা’ বাংলায় অনুবাদ করেন কে?
উত্তর – মাইকেল আন্টনি রচিত ‘রাস্তায় ক্রিকেট খেলা’ বাংলায় অনুবাদ করেন তীর্থংকর চট্টোপাধ্যায়।

২। কখন রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই?
উত্তর – বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ অল্পই মিলত।


আরো পড়ো → স্বাধীনতা সংগ্রামে নারী প্রশ্ন উত্তর 

৩। বর্ষাকালে মেয়ারোর রাস্তায় ক্রিকেট খেলার কি অসুবিধা ছিল।
উত্তর – বর্ষাকালে মেয়ারোর রাস্তায় ক্রিকেট খেলতে গেলেই বৃষ্টি আসত, যার ফলে গল্পের কথক আর তাঁর বন্ধুদের উঠোনে ঢুকে যেতে হত।

৪। রাস্তায় কে কে ক্রিকেট খেলেছিল?
উত্তর – রাস্তায় অ্যামি, ভার্ন আর সেলো ক্রিকেট খেলেছিল।

৫। ভার্ন কোথায় আশ্রয় নিয়েছিল?
উত্তর – বৃষ্টির হাত থেকে বাঁচতে ভার্ন আলশের তলায় আশ্রয় নিয়েছিল।

wbporashona-to-the-point-ebook

৬। “ওরা চ্যাচাতে লাগল” – ওরা চ্যাঁচিয়ে কি বলতে লাগল?
উত্তর – ওরা চ্যাঁচিয়ে বলতে লাগল – “নেবুর পাতায় করমচা, / হে বৃষ্টি স্পেনে যা”।

৭। মেয়ারো কোথায় অবস্থিত?
উত্তর – মেয়ারো ওয়েস্ট ইন্ডিজে অবস্থিত।


আরো পড়ো → মুঘল সাম্রাজ্যের সংকট প্রশ্ন উত্তর

৮। কারা ঝোপের মধ্যে অদৃশ্য হল?
উত্তর – ভার্ন আর অ্যামি ঝোপের মধ্যে অদৃশ্য হল।

৯। বৃষ্টি থামার পরেও সেলোকে নির্বিকার দেখাচ্ছিল কেন?
উত্তর – বৃষ্টি আর বজ্রপাতের শব্দে সেলো ভয় পেয়ে গিয়েছিল, বৃষ্টি থেমে যাওয়ার পরেও সেলো সহজ হতে পারেনি, তাই তাকে নির্বিকার ও অসাড় দেখাচ্ছিল।

১০। “বাড়ির দিকে পা চালাতে গিয়ে দেখি…” কথক কি দেখেছিল?
উত্তর – বাড়ির দিকে পা চালাতে গিয়ে কথক দেখেছিল যে, সে ভার্ন আর অ্যামির দিকে চলেছে।


WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

সম্পূর্ণ সিলেবাসের শর্ট নোটস! 👇

wbporashona.com-to-the-point-ebook