
শ্রেণি – সপ্তম| বিভাগ – বাংলা | অধ্যায় – ভানুসিংহের পত্রাবলী | Vanusingher Patrabali
এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানুসিংহের পত্রাবলী রচনার প্রশ্ন উত্তর আলোচনা।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। বর্ষামঙ্গল যে মাসে অনুষ্ঠিত হয় – ক) আষাঢ় খ) অগ্রহায়ণ গ) শ্রাবণ
উত্তর – বর্ষামঙ্গল গ) শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয়।
২। শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? – ক) বীরভূম খ) বাঁকুড়া গ) পুরুলিয়া
উত্তর – শান্তিনিকেতন ক) বীরভূম জেলায় অবস্থিত।
৩। কবি কোন নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন? ক) আত্রাই খ) পদ্মা গ) শিলাবতী
উত্তর – কবি ক) আত্রাই নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন।
৪। পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান – ক) জলের ওপর খ) নদীর ওপর গ) মাটির ওপর
উত্তর – পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান খ) নদীর ওপর।
৫। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি পত্রসাহিত্যের উদাহরণ হল – ক) শেষের কবিতা খ) গীতাঞ্জলী গ) ছিন্নপত্র
উত্তর – রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি পত্রসাহিত্যের উদাহরণ হল গ) ছিন্নপত্র।
আরো পড়ো → আফ্রিকা মহাদেশ অধ্যায়ের প্রশ্ন উত্তর
৬। “আর তার সুর গিয়ে পৌঁছয়…” – সুর কোথায় পৌঁছে যায়? ক) বাইরের আকাশে খ) নদীর স্রোতে গ) দিনুর ঘরে ঘ) দিগন্তের পারে।
উত্তর – “আর তার সুর গিয়ে পৌঁছয়…” – সুর গ) দিনুর ঘরে পৌঁছে যায়।
৭। দিনু অর্থাৎ দিনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথের ক) ভাই খ) ভাইপো গ) ভাগিনেয় ঘ) নাতি
উত্তর – দিনু অর্থাৎ দিনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথের ঘ) নাতি।
৮। “সে-গান কি কলকাতা শহরের হাতে জমবে।” – কোন গানের কথা বলা হয়েছে? ক) রবীন্দ্রসঙ্গীত খ) লালনের গান গ) বর্ষামঙ্গলের গান ঘ) ভাটিয়ালি গান।
উত্তর – “সে-গান কি কলকাতা শহরের হাতে জমবে।” – গ) বর্ষামঙ্গলের গানের কথা বলা হয়েছে।
৯। আত্রাই নদীর জলধারার রং – ক) লাল খ) নীল গ) গেরুয়া ঘ) কালো।
উত্তর – আত্রাই নদীর জলধারার রং গ) গেরুয়া।
১০। ছায়াবিষ্ট নিভৃত শ্যামলতার মধ্যে কবির —— লিখতে ইচ্ছা করে। ক) গান খ) কবিতা গ) নাটক ঘ) গল্প।
উত্তর – ছায়াবিষ্ট নিভৃত শ্যামলতার মধ্যে কবির ক) গান লিখতে ইচ্ছা করে।
একটি বাক্যে উত্তর দাও (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। “আমার মনের মধ্যে গান জেগে ওঠে আর তার সুর গিয়ে পৌঁছায় দিনুর ঘরে।” – এই বাক্যে ‘দিনু’র পরিচয় দাও।
উত্তর – আলোচ্য অংশে ‘দিনু’ হলেন দিনেন্দ্রনাথ ঠাকুর। তিনি রবীন্দ্রনাথের বড়ো দাদা দ্বিজেন্দ্রনাথের পৌত্র, এই অর্থে দিনু ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাতি।
২। শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামলে প্রকৃতির রূপ কেমন হয়?
উত্তর – শান্তিনিকেতনে বৃষ্টি নামলে তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে, ঘাসে পুলক লাগে, গাছগুলো কথা বলতে চায়।
৩। “কলকাতায় বর্ষামঙ্গল গান হবে” – কোন্ মাসে বর্ষামঙ্গল গান হবে?
উত্তর – কলকাতায় শ্রাবণ মাসে ‘বর্ষামঙ্গল’ গান হবে।
৪। ‘ভানুসিংহ’ কার ছদ্মনাম?
উত্তর – রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল ‘ভানুসিংহ’।
৫। ‘ভানুসিংহের পত্রাবলী’-র প্রথম চিঠিটি কবে লেখা হয়?
উত্তর – ‘ভানুসিংহের পত্রাবলী’-র প্রথম চিঠিটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ১৩২৯ বঙ্গাব্দের ২৯ আষাঢ়।
আরো পড়ো → জীবনযাত্রা ও সংস্কৃতিঃ সুলতানি ও মুঘল যুগ অধ্যায়ের প্রশ্ন উত্তর
৬। কবি কলকাতা শহরকে পছন্দ করেন না কেন?
উত্তর – কবি কলকাতা শহরকে পছন্দ করেন না, কারণ তার কেবলই মনে হয় – ইট – কাঠের একটা মস্ত জন্তু তাঁকে গিলে ফেলেছে।
৭। কাকে রবীন্দ্রনাথ আকাশের প্রতিধ্বনি বলেছেন।
উত্তর – নদী ও আকাশের মিলনে যে প্রাকৃতিক শোভা তৈরি হয় তার রং লেখকের কাছে আকাশের প্রতিধ্বনির মতো মনে হয়েছে।
৮। “নদী আমি ভারি ভালোবাসি” – লেখক নদীর কোন রূপ ভালোবাসেন?
উত্তর – রঙে, আলছায়ায় আকাশের সঙ্গে নদীর অদ্ভুত মিলন হয়। তা আকাশের প্রতিধ্বনির মতো মনে হয়। নদীর এই রূপকেই লেখক খুব ভালোবাসেন।
৯। পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান কীসের উপর?
উত্তর – নদীর উপরে এসে কবি পৃথিবীর মনের কথাটি শুনতে পেয়েছেন।
১০। রবিঠাকুর কোন নদীর ওপর বোটে করে ভেসে চলেছিলেন?
উত্তর – রবিঠাকুর আত্রাই নদীর ওপরে বোটে করে ভেসে চলেছিলেন।
সংক্ষিপ্ত প্রশ্ন (SAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ৩]
১। বর্ষার কলকাতা শহরকে কবির বিশেষভাবে অপছন্দ করার কারণ কি?
উত্তর – বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মুক্ত পরিবেশে বর্ষার সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসতেন। তাই তিনি শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে তার ছায়ায় করুণ হয়ে আসা আকাশের আলো, ঘাসে ঘাসে জেগে ওঠা আনন্দ, গাছেদের কথা বলতে চাওয়া – এইসকল অনুভূতি ছিল কবির কাছে বিশেষ উপভগের বিষয়।
কলকাতা শহরে শান্তিনিকেতনের অনুরূপ অনুভূতি উপভোগ করা অসম্ভব। কবির ভাষায় – “এখানে নববর্ষা বাড়ির ছাদে ঠোকর খেতে খেতে খোঁড়া হয়ে পড়ে” । কলকাতার কংক্রিটের জঙ্গলে, শান্তিনিকেতনে বর্ষার নাচ – গান, পুবে বাতাসের উড়ে – পড়া জটাজাল ইত্যাদি অনুভূত হওয়া অসম্ভব ছিল বলে কবি বর্ষার কলকাতা শহরকে বিশেষভাবে অপছন্দ করতেন।
আরো পড়ো → পরিবেশের সজীব উপদানের ঘটন অধ্যায়ের প্রশ্ন উত্তর
২। নদীপাড়ের গ্রামগুলির ছবি কিভাবে কবির চোখে ধরা পড়েছে?
উত্তর – আত্রাই নদীর ওপর দিয়ে বোটে করে যেতে যেতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষার মেঘাচ্ছন্ন আকাশের পটভূমিতে নদীপারের গ্রামগুলিকে দেখেছেন। এই অবস্থায় গ্রামগুলির দিকে তাকিয়ে তাঁর মনে হয়েছে – “পল্লীর আঙিনায় কাছ পর্যন্ত জল উঠেছে”। গ্রামের মধ্যেই রয়েছে ঘন বাঁশঝাড়। আম – কাঁঠাল – তেঁতুল – কুল – শিমূল নিবিড় হয়ে গ্রামগুলিকে ঘিরে রেখেছে। মাঝে মাঝে জলমগ্ন কাঁচা ধানের খেত, সেখানে কচি ধানের মাথা জলের ওপরে জেগে আছে। নদীর দুই তীরে ঘন সবুজের মধ্য দিয়েই বর্ষার ‘খোলা নদীটি’ তাঁর গেরুয়া রঙের ধারা বহন করে ব্যস্তসমস্ত হয়ে বয়ে চলেছে।
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।