ভারততীর্থ কবিতার প্রশ্ন উত্তর | Varattirtha Question Answer|সপ্তম শ্রেণী | Bengali

মাধ্যমিকে নম্বর বাড়াবার উপায়! 👇

wbporashona-chapter-test-class-10-2026
varattirtha-kobita-question-answer-class-7-bengali
শ্রেণি – সপ্তম| বিভাগ – বাংলা | অধ্যায় –  ভারততীর্থ | Varattirtha

এই পর্বে রইল সপ্তম শ্রেণির পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারততীর্থ কবিতার প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। ‘ভারততীর্থ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অংশ? ক) খেয়া খ) বলাকা গ) গীতাঞ্জলী ঘ) সোনার তরী
উত্তর – ‘ভারততীর্থ’ কবিতাটি গ) গীতাঞ্জলী কাব্যগ্রন্থের অংশ।

২। ভারতবর্ষ কবির কাছে – ক) মহাতীর্থ খ) পুণ্যতীর্থ গ) পুণ্যভূমি ঘ) দেশমাতা
উত্তর – ভারতবর্ষ কবির কাছে খ) পুণ্যতীর্থ।

৩। “হেথায় দাঁড়ায়ে দু বাহু বাড়ায়ে” – নমি ক) দেবতাকে খ) নরদেবতাকে গ) মহামানবকে ঘ) ভারতমাতাকে
উত্তর – “হেথায় দাঁড়ায়ে দু বাহু বাড়ায়ে” – নমি খ) নরদেবতাকে।

৪। এই ভারতের মহামানবের সাগরতীরে কবি নিত্য যা দেখতে বলেছেন – ক) ধরিত্রী খ) গগন গ) স্বর্গ ঘ) নরক
উত্তর – এই ভারতের মহামানবের সাগরতীরে কবি নিত্য যা দেখতে বলেছেন, তা হল ক) ধরিত্রী।


আরো পড়ো → পরিবেশের সজীব উপাদান অধ্যায়ের প্রশ্ন উত্তর

৫। কবি দু-হাত বাড়িয়ে নমস্কার করেছেন – ক) বিশাল ভূধরকে খ) মহাসাগরকে গ) নরদেবতাকে ঘ) পরম শক্তিকে।
উত্তর – কবি দু-হাত বাড়িয়ে নমস্কার করেছেন – গ) নরদেবতাকে।

৬। হৃদয়তন্ত্রে যার রণরণি শোনা যায় – ক) রুদ্রবীণা খ) মহা-ওঙ্কারধ্বনি গ) আহ্বানগীত ঘ) একের মন্ত্র
উত্তর – হৃদয়তন্ত্রে যার রণরণি শোনা যায় ঘ) একের মন্ত্র।

৭। সবার স্পর্শে কি পবিত্র হয়েছিল? ক) হৃদয় খ) জীবন গ) শোণিত ঘ) তীর্থনীর
উত্তর – সবার স্পর্শে ঘ) তীর্থনীর পবিত্র হয়েছিল।

৮। কোন ঘট ভরা হয়নি ক) মঙ্গলঘট খ) পূজার ঘট গ) ওংকার ঘট
উত্তর – ক) মঙ্গলঘট ঘট ভরা হয়নি।

৯। “পোহায় রজনী, জাগিছে —- বিপুল নীড়ে” ক) রাত্রি খ) প্রভাত গ) জননী
উত্তর – “পোহায় রজনী, জাগিছে – গ) জননী।

১০। ‘ভারততীর্থ’ কবিতায় কবি যাকে ‘সবাকার’ হাত ধরতে বলেছেন – ক) মুসলমানকে খ) ব্রাহ্মণকে গ) খ্রিস্টানকে
উত্তর – ‘ভারততীর্থ’ কবিতায় কবি খ) ব্রাহ্মণকে ‘সবাকার’ হাত ধরতে বলেছেন।

একটি বাক্যে উত্তর দাও (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। ‘ভারততীর্থ’ কবিতায় কবি ‘চিত্তকে’ কোথায় জাগরিত হতে বলেছেন?
উত্তর – ‘মহামানবের সাগরতীর’ এই পুণ্যতীর্থ ভারতবর্ষে কবি চিহ্নকে জাগরিত হতে বলেছেন।

২। ভারততীর্থ’ কবিতায় কবি ‘মহামানবের সাগরতীরে’ বলতে কবি কি বুঝিয়েছেন?
উত্তর – ভারততীর্থ’ কবিতায় কবি ‘মহামানবের সাগরতীরে’ বলতে অসংখ্য মহাপুরুষের জন্মভূমি ভারতবর্ষকে বুঝিয়েছেন।

৩। ভারততীর্থ’ কবিতায় ভারতভূমিকে ‘পুণ্য তীর্থ’ বলা হয়েছে কেন?
উত্তর – অসংখ্য মহামানবের জন্মস্থান হওয়ায় এই ভারতভুমিকে ‘পুণ্য তীর্থ’ বলা হয়েছে।

৪। “…সেথা হতে সবে আনে উপহার” – কোথা থেকে উপহার আনা হয়?
উত্তর – পাশ্চাত্য অর্থাৎ পশ্চিম দেশ থেকে উপহার আনা হয়।

৫। রবীন্দ্রনাথের ‘ভারততীর্থ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর – রবীন্দ্রনাথের ‘ভারততীর্থ’ কবিতাটি ‘গীতাঞ্জলী’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

wbporashona-to-the-point-ebook

৬। ‘অনার্য’ কাদের বলা হয়েছে?
উত্তর – আর্যদের আগমনের আগে ভারতবর্ষের আদি অধিবাসীদের ‘অনার্য’ বলা হয়।

৭। ‘ভারততীর্থ’ কবিতায় কবি কাকে নমস্কার করেছেন?
উত্তর – ‘ভারততীর্থ’ কবিতায় কবি নরদেবতাকে নমস্কার করেছেন।

৮। ‘মহা-ওঙ্কার ধ্বনি’ কি?
উত্তর – ‘মহা-ওঙ্কার ধ্বনি’ হল ব্রহ্মান্ড বা ঈশ্বরের প্রতীক মন্ত্র যা স্তব করা হয়।

৯। “আছে সে ভাগ্যে লিখা” – ভাগ্যে কি লেখা আছে?
উত্তর – দুঃখের রক্তশিখা মর্মকে দহন করলেও তা সহ্য করতে হবে একথাই ভাগ্যে লেখা আছে।

১০। “মা-র অভিষেকে এসি এসো ত্বরা” – ‘ত্বরা’ শব্দের অর্থ কি?
উত্তর – ‘ত্বরা’ শব্দের অর্থ শীঘ্র বা তাড়াতাড়ি।


আরো পড়ো → জীবনযাত্রা ও সংস্কৃতি অধ্যায়ের প্রশ্ন উত্তর

১১। কার অভিষেকে কবি শীঘ্র আসতে বলেছেন?
উত্তর – দেশমায়ের অভিষেকে কবি সকল দেশবাসীকে শীঘ্র আসতে বলেছেন।

১২। মঙ্গলঘট কি দিয়ে ভরতে হবে?
উত্তর – সমস্ত মানুষের স্পর্শে পবিত্র তীর্থ – নীরে মঙ্গলঘট ভরতে হবে।

১৩। মহামানবের সাগরতীরে কবি কি শুনেছিলেন?
উত্তর – মহামানবের সাগরতীরে কবি শুনেছিলেন ‘একের ডাক’ অর্থাৎ সংহতি ও ঐক্যের মন্ত্র।

১৪। ‘ভারততীর্থ’ কবিতায় কবি কাদের সবাইকার হাত ধরতে বলেছেন?
উত্তর – ‘ভারততীর্থ’ কবিতায় কবি ব্রাহ্মণদের সবাইকার হাত ধরতে বলেছেন।

১৫। “মা-র অভিষেকে এসো এসো ত্বরা” – কবি কাদেরকে ব্যাকুল আহ্বান করেছেন?
উত্তর – আর্য – অনার্য, হিন্দু – মুসলমান, ইংরেজ, খ্রিস্টান, ব্রাহ্মণ-পতিত সকলকেই কবি মায়ের অভিষেকে ব্যাকুল আহ্বান করেছেন।

আরো পড়ো → ভানুসিংহের পত্রাবলী প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

সম্পূর্ণ সিলেবাসের শর্ট নোটস! 👇

wbporashona.com-to-the-point-ebook