
শ্রেণি – অষ্টম | বিভাগ – বিজ্ঞান | অধ্যায় – বল ও চাপ | Bol o Chap (Chapter 1)
অষ্টম শ্রেণির বিজ্ঞান বিভাগের বল ও চাপ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১| SI-তে বলের একক –
ক) ডাইন খ) পাউন্ডাল গ) নিউটন ঘ) কুলম্ব
উত্তর – SI-তে বলের একক – গ) নিউটন।
২| ঘর্ষণ বল কোন বিষয়ের ওপর নির্ভর করে না?
ক) স্পর্শতলের প্রকৃতি খ) স্পর্শবিন্দুর সংখ্যা গ) স্পর্শতলের ক্ষেত্রফল ঘ) লম্ব প্রতিক্রিয়া বল
উত্তর – ঘর্ষণ বল গ) স্পর্শতলের ক্ষেত্রফল বিষয়ের ওপর নির্ভর করে না।
৩| প্লবতা হল তরলের –
ক) ঊর্ধ্বচাপের সমান খ) নিম্নচাপের সমান গ) পার্শ্বচাপের সমান ঘ) মধ্যচাপের সমান
উত্তর – প্লবতা হল তরলের – ক) ঊর্ধ্বচাপের সমান।
৪| 1000 ঘনসেমি = ?
ক) 1 লিটার খ) 1 গ্রাম গ) 10 লিটার ঘ) 0.1 লিটার
উত্তর – 1000 ঘনসেমি = ক) 1 লিটার।
৫| স্পর্শতল অমসৃণ হলে ঘর্ষণ বল –
ক) বাড়বে খ) কমবে গ) একই থাকবে ঘ) স্পর্শতলের প্রকৃতির ওপর ঘর্ষণ বল নির্ভর করে না
উত্তর – স্পর্শতল অমসৃণ হলে ঘর্ষণ বল – ক) বাড়বে।
আরো পড়ো → আঞ্চলিক শক্তির উত্থান অধ্যায়ের প্রশ্ন উত্তর
৬| তরলের চাপ ক্রিয়া করে –
ক) শুধু নীচের দিকে খ) শুধু পাশের দিকে গ) শুধু ওপরের দিকে ঘ) সবদিকে সমানভাবে
উত্তর – তরলের চাপ ক্রিয়া করে – ঘ) সবদিকে সমানভাবে।
৭| গভীরতা বাড়লে তরলের চাপ –
ক) বাড়ে খ) কমে গ) একই থাকে ঘ) কোনোটিই নয়
উত্তর – গভীরতা বাড়লে তরলের চাপ – ক) বাড়ে।
৮| টেবিলের ওপর একটি বই স্থির অবস্থায় রয়েছে। বইটি স্থির থাকার কারণ –
ক) বইটির ওপর কোনো বল কাজ করছে না খ) বইটির ওজন ও টেবিলের লম্ব প্রতিক্রিয়া পরস্পর সমমানের ও পরস্পরের বিপরীতমুখী গ) বইটির তলদেশে টেবিলের দেওয়া কোনো ঘর্ষণ বল কাজ না করার জন্য ঘ) বস্তুর ওজন টেবিলের লম্ব প্রতিক্রিয়ার চেয়ে বেশি
উত্তর – টেবিলের ওপর একটি বই স্থির অবস্থায় রয়েছে। বইটি স্থির থাকার কারণ – খ) বইটির ওজন ও টেবিলের লম্ব প্রতিক্রিয়া পরস্পর সমমানের ও পরস্পরের বিপরীতমুখী।
আরো পড়ো → বোঝাপড়া কবিতার প্রশ্ন উত্তর
৯| তুমি চাঁদে গেলে। তোমার শিরার মধ্যে রক্তের চাপ হবে –
ক) শূন্য খ) 76 cm উঁচু পারদস্তম্ভের চাপের সমান গ) 10.3 cm উঁচু পারদস্তম্ভের চাপের সমান ঘ) স্বাভাবিক রক্তচাপের থেকে বেশি
উত্তর – তুমি চাঁদে গেলে। তোমার শিরার মধ্যে রক্তের চাপ হবে – ঘ) স্বাভাবিক রক্তচাপের থেকে বেশি।
১০| বস্তুর আয়তন × বস্তুর ঘনত্ব = ?
ক) বস্তুর ভার খ) বস্তুর ভর গ) মহাকর্ষ ঘ) অভিকর্ষ
উত্তর – বস্তুর আয়তন × বস্তুর ঘনত্ব = খ) বস্তুর ভর।
অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১| ক্রিয়া ও প্রতিক্রিয়া কি একই বস্তুর ওপর প্রযুক্ত হয়?
উত্তর – ক্রিয়া ও প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর ওপর প্রযুক্ত হয় না, দুটি ভিন্ন বস্তুর ওপর প্রযুক্ত হয়।
২| ক্রিয়া বলের বিপরীত বলকে কি বলে?
উত্তর – ক্রিয়া বলের বিপরীত বলকে প্রতিক্রিয়া বল বলে।
৩| নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি লেখো।
উত্তর – নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি হল, F = ma। এখানে F = বস্তুর ওপর প্রযুক্ত বল, m = বস্তুর ভর ও a = বস্তুর ত্বরণ।
৪| বল পরিমাপ করার যন্ত্রের নাম কি?
উত্তর – বল পরিমাপ করার যন্ত্রের নাম স্প্রিং তুলা।
৫| টানা সত্ত্বেও একটি বস্তু যখন একটি তলের ওপর স্থির থাকে, তখন যে ঘর্ষণ বলটি ক্রিয়া করে, তার নাম কি?
উত্তর – টানা সত্ত্বেও একটি বস্তু যখন একটি তলের ওপর স্থির থাকে, তখন যে ঘর্ষণ বলটি ক্রিয়া করে, তার নাম স্থির অবস্থায় ঘর্ষণ বা স্থিত ঘর্ষণ।
আরো পড়ো → চন্দ্রগুপ্ত প্রশ্ন উত্তর
৬| একটি টেবিলের ওপর একটা বই রাখা আছে। বইটি স্থির অবস্থায় আছে। তার ওপর কত ঘর্ষণ বল কাজ করে?
উত্তর – একটি টেবিলের ওপর একটা বই রাখা আছে। বইটি স্থির অবস্থায় আছে। তার ওপর কোনো ঘর্ষণ বল কাজ করে না।
৭| কোনো তল ও কোনো বস্তুর মধ্যে স্পর্শতলের ক্ষেত্রফল বৃদ্ধি করলে ঘর্ষণ বলের মান কি বাড়বে?
উত্তর – কোনো তল ও কোনো বস্তুর মধ্যে স্পর্শতলের ক্ষেত্রফল বৃদ্ধি করলে ঘর্ষণ বলের মান একই থাকবে।
৮| জলের ওপর তেল ভাসে। তাহলে জল ও তেলের মধ্যে কার ঘনত্ব বেশি?
উত্তর – জলের ওপর তেল ভাসে। তাই জলের ঘনত্ব বেশি।
৯| হুবহু একইরকম দুটি বোতলে একই পরিমাণের ভিন্ন ভিন্ন তরল রাখা আছে। বোতল সমেত একটি তরলের ভর 2 kg ও অপরটির ভর 2.5 kg। কোন তরলের ঘনত্ব বেশি?
উত্তর – হুবহু একইরকম দুটি বোতলে একই পরিমাণের ভিন্ন ভিন্ন তরল রাখা আছে। বোতল সমেত একটি তরলের ভর 2 kg ও অপরটির ভর 2.5 kg। 2.5 kg ভরের বোতলে রাখা তরলের ঘনত্ব বেশি।
১০| তরলের মধ্যে কোনো বিন্দুতে ঊর্ধ্বচাপ ও নিম্নচাপ সমান না আলাদা?
উত্তর – তরলের মধ্যে কোনো বিন্দুতে ঊর্ধ্বচাপ ও নিম্নচাপ সমান।
আরো পড়ো → The Cloud Question Answer
১১| ব্যারোমিটার কি?
উত্তর – যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয়, তাকে ব্যারোমিটার বলে।
১২| ব্যারোমিটার যন্ত্রে কোন তরল ধাতু ব্যবহার করা হয়?
উত্তর – ব্যারোমিটার যন্ত্রে তরল ধাতু পারদ ব্যবহার করা হয়।
১৩| বস্তুর আয়তন বাড়লে প্লবতার কীরূপ পরিবর্তন হয়?
উত্তরঃ বস্তুর আয়তন বাড়লে প্লবতা বৃদ্ধি পায়।
আরো পড়ো → পৃথিবীর অন্দরমহল প্রশ্ন উত্তর
১৪| একটি বস্তু কোনো তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসছে। বস্তুর ওজন ও অপসারিত তরলের ওজনের মধ্যে সম্পর্ক কি?
উত্তর – একটি বস্তু কোনো তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসলে, বস্তুর ওজন ও অপসারিত তরলের ওজনের থেকে কম হয়।
১৫| একটি কঠিন বস্তু ও একটি তরলের ঘনত্ব সমান। ওই কঠিন বস্তুটিকে ওই তরলে নিমজ্জিত করলে কি ঘটবে?
উত্তর – একটি কঠিন বস্তু ও একটি তরলের ঘনত্ব সমান। ওই কঠিন বস্তুটিকে ওই তরলে নিমজ্জিত করলে সেটি ওই তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে।
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।