ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – প্রশ্ন উত্তর | Bharater protibeshi deshsomuh o tader songe somporke – Question Answer

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
bharater-protibeshi-deshsomuho-tader-modhye-somporko-question-answer
শ্রেণি – অষ্টম | বিভাগ – ভূগোল | অধ্যায় – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক | Bharater protibeshi deshsomuh o tader songe somporke (Chapter – 8)

এই পর্বে রইল অষ্টম শ্রেণির ভূগোল বিভাগের অষ্টম অধ্যায় – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – থেকে সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

1। কোন ফসলের জন্য আর্দ্র, পলিমাটিযুক্ত নীচু জমি আদর্শ?
(ক) চা (খ) পাট (গ) গম (ঘ) বাজরা

উত্তর – (খ) পাট ফসলের জন্য আর্দ্র, পলিমাটিযুক্ত নীচু জমি আদর্শ।

2। ভারতের মূল ভূখন্ডের দক্ষিণতম বিন্দু হল –
(ক) ইন্দিরা পয়েন্ট (খ) ইন্দিরা কল (গ) কন্যাকুমারী (ঘ) লাক্ষাদ্বীপ

উত্তর – ভারতের মূল ভূখন্ডের দক্ষিণতম বিন্দু হল (গ) কন্যাকুমারী।

3। ভারতের উত্তর-পশ্চিম দিকে অবস্থিত একটি প্রতিবেশী রাষ্ট্র হল –
(ক) আফগানিস্তান (খ) নেপাল (গ) ভূটান (ঘ) বাংলাদেশ

উত্তর – ভারতের উত্তর-পশ্চিম দিকে অবস্থিত একটি প্রতিবেশী রাষ্ট্র হল (ক) আফগানিস্তান।

4। তুমি যদি ত্রিপুরা থেকে সোজাসুজি পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ পর্যন্ত যেতে চাও, তাহলে তোমাকে যে প্রতিবেশী দেশের উপর দিয়ে যেতে হবে তা হল –
(ক) মায়ানমার (খ) নেপাল (গ) বাংলাদেশ (ঘ) পাকিস্তান

উত্তর – তুমি যদি ত্রিপুরা থেকে সোজাসুজি পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ পর্যন্ত যেতে চাও, তাহলে তোমাকে যে প্রতিবেশী দেশের উপর দিয়ে যেতে হবে তা হল (গ) বাংলাদেশ।

5। উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে –
(ক) পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে (খ) নেপাল ও ভূটানের সঙ্গে (গ) বাংলাদেশ ও ভূটানের সঙ্গে (ঘ) মায়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে

উত্তর – উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে (খ) নেপাল ও ভূটানের সঙ্গে।

আরো পড়ো → আঞ্চলিক শক্তির উত্থান অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা

6। শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ –
(ক) পেড্রোতালাগালা (খ) স্যাডল পিক (গ) গডউইন অস্টিন (ঘ) কোনটিই নয়।

উত্তর – শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ (ক) পেড্রোতালাগালা।

7। পেশোয়ার শহরটি কোন্‌ দেশে অবস্থিত?
(ক) আফগানিস্তান (খ) পাকিস্তান (গ) শ্রীলঙ্কা (ঘ) মায়ানমার

উত্তর – পেশোয়ার শহরটি পাকিস্তানে অবস্থিত।

8। নেপালের রাজধানীর নাম –
(ক) পোখরা (খ) কাঠমান্ডু (গ) ইয়াঙ্গন (ঘ) ইসলামাবাদ

উত্তর – নেপালের রাজধানীর নাম (খ) কাঠমান্ডু।

9। মায়ানমারের উচ্চতম শৃঙ্গ –
(ক) তিরচিমির (খ) অন্নপূর্ণা (গ) কাকাবোরজি (ঘ) কোনোটাই নয়।

উত্তর – মায়ানমারের উচ্চতম শৃঙ্গ (গ) কাকাবোরজি।

10। ‘দারুচিনির দ্বীপ’ হিসাবে খ্যাত –
(ক) শ্রীলঙ্কা (খ) মায়ানমার (গ) ভূটান (ঘ) মালয়েশিয়া

উত্তর – ‘দারুচিনির দ্বীপ’ হিসাবে খ্যাত (ক) শ্রীলঙ্কা।

11। ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ হল –
(ক) বাংলাদেশ (খ) চিন (গ) পাকিস্তান (ঘ) শ্রীলঙ্কা

উত্তর- ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ হল (খ) চিন।

12। ‘বজ্রপাতের দেশ’ হিসাবে পরিচিত কোন দেশ?
(ক) নেপাল (খ) চীন (গ) পাকিস্তানে (ঘ) ভূটান

উত্তর – ‘বজ্রপাতের দেশ’ হিসাবে পরিচিত দেশ (ঘ) ভূটান।

13। SAARC -এর সদর দপ্তর অবস্থিত –
(ক) নিউ দিল্লী (খ) ঢাকা (গ) কাঠমান্ডু (ঘ) থিম্পু।

উত্তর – SAARC -এর সদর দপ্তর অবস্থিত (গ) কাঠমান্ডু-তে।

14। কি উৎপাদনে পৃথিবীতে শ্রীলঙ্কা প্রথম স্থান অধিকার করেছে?
(ক) গ্রাফাইট (খ) তামা (গ) সোনা (ঘ) দুগ্ধজাত দ্রব্য

উত্তর- গ্রাফাইট উৎপাদনে পৃথিবীতে শ্রীলঙ্কা প্রথম স্থান অধিকার করেছে।

15। নেপালের প্রধান শিল্প –
(ক) পেট্রোরসায়ন (খ) চা (গ) বস্ত্রবয়ন (ঘ) পর্যটন

উত্তর – নেপালের প্রধান শিল্প (ঘ) পর্যটন।

আরো পড়ো → চন্দ্রগুপ্ত গল্পের প্রশ্ন উত্তর আলোচনা

অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

1। মায়ানমারের রাজধানীর নাম কি?
উত্তর – মায়ানমারের রাজধানীর নাম নেপাইদাউ।

2। ভারতের কোন্‌ প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত?
উত্তর – ভারতের প্রতিবেশী দেশ হিসাবে শ্রীলঙ্কা মশলা উৎপাদনে বিখ্যাত।

3। ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন?
উত্তর – ভারত ও শ্রীলঙ্কা পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন।

4। বাংলাদেশের প্রধান নদীর নাম কি?
উত্তর- বাংলাদেশের প্রধান নদীর নাম মেঘনা।

5। SAARC-এর সংস্থায় কটি দেশ রয়েছে?
উত্তর- SAARC-এর সংস্থায় 8 টি দেশ রয়েছে।

আরো পড়ো → মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel