চন্দ্রগুপ্ত প্রশ্ন উত্তর | Chandragupta Question Answer | WBBSE Class 8

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
chandragupta-class-8-question-answer
শ্রেণি – অষ্টম | বিভাগ – বাংলা | অধ্যায় – চন্দ্রগুপ্ত (Chandragupta)

অষ্টম শ্রেণির বাংলা বিভাগ থেকে দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত থেকে প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

১। ‘চন্দ্রগুপ্ত’ নাট্যাংশের রচয়িতা কে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) নজরুল ইসলাম (গ) দ্বিজেন্দ্রলাল রায় (ঘ) সুকুমার রায়

উত্তর- ‘চন্দ্রগুপ্ত নাট্যাংশের রচয়িতা হলেন (গ) দ্বিজেন্দ্রলাল রায় ।

২। পাঠ্য ‘চন্দ্রগুপ্ত’ নাট্যাংশটি কি ধরনের নাটক?
(ক) ঐতিহাসিক নাটক (খ) সামাজিক নাটক (গ) রাজনৈতিক নাটক (ঘ) লোকনাট্য

উত্তর- পাঠ্য ‘চন্দ্রগুপ্ত’ নাট্যাংশটি (ক) ঐতিহাসিক নাটক।

৩। কোন নদের তীরে চন্দ্রগুপ্ত ও সেকেন্দার সাহার সাক্ষাৎ ঘটেছিল?
(ক) গঙ্গা (খ) যমুনা (গ) শতদ্রু (ঘ) সিন্ধু

উত্তর- (ঘ) সিন্ধু নদের তীরে চন্দ্রগুপ্ত ও সেকেন্দার সাহার সাক্ষাৎ ঘটেছিল।

৪। সেকেন্দার সাহার সেনাপতির নাম কি?
(ক) সেলুকস্‌ (খ) অ্যান্টিগোনস্‌ (গ) ইনকাইলাস (ঘ) ইলিন

উত্তর- সেকেন্দার সাহার সেনাপতির নাম (ক) সেলুকস্‌।

৫। ‘সে দিগ্‌বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই।’ – উক্তিটির বক্তা হলেন –
(ক) সেলুকস (খ) সেকেন্দার (গ) চন্দ্রগুপ্ত (ঘ) আন্টিগোনস

উত্তর – ‘সে দিগ্‌বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই।’ – উক্তিটির বক্তা হলেন – (খ) সেকেন্দার।

৬। সেলুকসের হাত ধরে কে পাশে দাঁড়িয়েছিলেন ?
(ক) হেলেনা (খ) ম্যাডোনা (গ) হেলেন (ঘ) হেডেন

উত্তর- সেলুকসের হাত ধরে (গ) হেলেন পাশে দাঁড়িয়েছিলেন।

৭। পুরু কোন দেশের রাজা ছিলেন?
(ক) বৈশালী (খ) মগধ (গ) অম্ভি (ঘ) অবন্তী

উত্তর- পুরু (গ) অম্ভি দেশের রাজা ছিলেন।

৮। সেকেন্দার সাহা প্রকৃতপক্ষে কে?
(ক) আকবর (খ) শেরশাহ (গ) আলেকজেণ্ডার (ঘ) অশোক

উত্তর- (গ) আলেকজেণ্ডার হলেন প্রকৃতপক্ষে সেকেন্দার সাহা।

৯। সেকেন্দার সাহ কি থেকে দিগ্বিজয় উদ্দেশ্য ধাবিত হয়েছেন –
(ক) মাসিডন (খ) এথেন্স (গ) স্পার্টা (ঘ) গ্রিস

উত্তর- সেকেন্দার সাহ (ক) মাসিডন থেকে দিগ্বিজয় উদ্দেশ্য ধাবিত হয়েছেন।

১০। ম্যাসিডন কোন মহাদেশে অবস্থিত ?
(ক) ইউরোপ (খ) এশিয়া (গ) আফ্রিকা (ঘ) আমেরিকা
উত্তর- ম্যাসিডন (ক) ইউরোপ মহাদেশে অবস্থিত।


দশটি সেরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ↓


১১। ‘আমার কাছে কীরূপ আচরণ প্রত্যাশা করো?’ – বক্তা হলেন –
(ক) সেলুকস (খ) সেকেন্দার (গ) পুরু (ঘ) চন্দ্রগুপ্ত

উত্তর – ‘আমার কাছে কীরূপ আচরণ প্রত্যাশা করো?’ – বক্তা হলেন – (গ) পুরু।

১২। ‘কুরঙ্গম’ বলতে কোন প্রানী বোঝায়?
(ক) ব্যাঘ্র (খ) সিংহ (গ) ভালুক (ঘ) হরিণ

উত্তর- ‘কুরঙ্গম’ বলতে (ঘ) হরিণকে বোঝায়।

১৩। ‘চন্দ্রগুপ্ত’ নাট্যাংশে বর্ণিত কালটি কখন?
(ক) প্রভাত (খ) মধ্যাহ্ন (গ) অপরাহ্ণ (ঘ) সন্ধ্যা

উত্তর- ‘চন্দ্রগুপ্ত’ নাট্যাংশে বর্ণিত কালটি ছিল (ঘ) সন্ধ্যা।

১৪। সেকেন্দার সাহা প্রথম কোথায় বাধা পান?
(ক) সিন্ধুতীরে (খ) গঙ্গাতীরে (গ) ঝিলামের তীরে (ঘ) শতদ্রুর তীরে

উত্তর- সেকেন্দার সাহা প্রথম (ঘ) শতদ্রুর তীরে বাধা পান।

১৫। চন্দ্রগুপ্ত কার কাছ থেকে গ্রীক সামরিক শিক্ষা গ্রহণ করেছিলেন?
(ক) সেকেন্দার সাহ (খ) অ্যান্টিগোনস (গ) সেলুকসের কাছে

উত্তর- চন্দ্রগুপ্ত (গ) সেলুকসের কাছ থেকে গ্রীক সামরিক শিক্ষা গ্রহণ করেছিলেন।

১৬। গ্রিক রণকৌশল চন্দ্রগুপ্ত কোথায় লিখে নিচ্ছিল?
(ক) খাতায় (খ) পুস্তকে (গ) পত্রে (ঘ) মাটির ফলকে

উত্তর- গ্রিক রণকৌশল চন্দ্রগুপ্ত (গ) পত্রে লিখে নিচ্ছিল।

১৭। চন্দ্রগুপ্তের পিতার নাম কি?
(ক) ধননন্দ (খ) মহাপদ্মনন্দ (গ) মহাধননন্দ (ঘ) কুণাল

উত্তর- চন্দ্রগুপ্তের পিতার নাম (ক) ধননন্দ।

১৮। চন্দ্রগুপ্তের কি ইচ্ছা ছিল?
(ক) সারা ভারত জয় করার (খ) সেকেন্দার সাহার ক্ষতি সাধন করা (গ) হৃত রাজ্য পুনরুদ্ধার করা (ঘ) সম্পদ লুঠ

উত্তর- চন্দ্রগুপ্তের ইচ্ছা ছিল (গ) হৃত রাজ্য পুনরুদ্ধার করা।

১৯। সেকেন্দার সাহা অ্যান্টিগোনসকে _______ করলেন।
(ক) হত্যা করলেন (খ) বহিষ্কার করলেন (গ) পুরস্কৃত করলেন (ঘ) বন্দী করলেন।

উত্তর- সেকেন্দার সাহা অ্যান্টিগোনসকে (খ) বহিষ্কার করলেন।

২০। সেকেন্দারকে কাপুরুষ বলার সাহস দেখিয়েছিলেন –
(ক) সেলুকস (খ) চন্দ্রগুপ্ত (গ) ধননন্দ (ঘ) রাজা পুরু

উত্তর – সেকেন্দারকে কাপুরুষ বলার সাহস দেখিয়েছিলেন – (খ) চন্দ্রগুপ্ত।


আরো পড়ো → অদ্ভুত আতিথেয়তা  প্রশ্ন উত্তর আলোচনা

অতিসংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

১। চন্দ্রগুপ্ত নাট্যাংশটির ঘটনাস্থল সময় নির্দেশ করো?
উত্তর – চন্দ্রগুপ্ত নাট্যাংশটির ঘটনাস্থল সিন্ধু নদীর তীর এবং সূর্যাস্তের সময় এই নাট্যাংশে ফুটে উঠেছে।

২। চন্দ্রগুপ্ত নাট্যাংশে উল্লিখিত ‘হেলেন’ চরিত্রের পরিচয় দাও।
উত্তর – চন্দ্রগুপ্ত নাট্যাংশে উল্লিখিত চরিত্র ‘হেলেন’ ছিলেন সেকেন্দারের কন্যা।

৩। ‘রাজার প্রতি রাজার আচরণ’ – উদ্ধৃতাংশের বক্তা কে?
উত্তর – চন্দ্রগুপ্ত নাট্যাংশে সেকেন্দারের সাথে যুদ্ধে পরাজিত রাজা পুরু বন্দী অবস্থায় বলেছিলেন – ‘রাজার প্রতি রাজার আচরণ’।

৪। ‘জগতে একটা কীর্তি রেখে যেতে চাই’- বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান?
উত্তর – চন্দ্রগুপ্ত নাট্যাংশে সেকেন্দার দিগ্বিজয় অর্থাৎ বিশ্বজয়ের মাধ্যমে জগতে কীর্তি রেখে যাওয়ার কথা বলেছেন।

৫। ‘সত্য সেলুকস।’ – সেলুকস কে?
উত্তর- চন্দ্রগুপ্ত নাট্যাংশে সেলুকস হলেন গ্রিকবীর সেকেন্দার সাহার সেনাপতি।

৬। ‘সম্রাট, বধ না করে আমাকে বন্দী বানাতে পারবেন না’ – বক্তাকে বন্দী করার প্রসঙ্গ এসেছে কেন?
উত্তর – চন্দ্রগুপ্ত নাট্যাংশে বক্তব্যটির বক্তা চন্দ্রগুপ্ত, সেকেন্দার তাঁকে গুপ্তচর সন্দেহে বন্দী করতে চাইলে তিনি আলোচ্য উক্তিটি করেছিলেন।

৭। চন্দ্রগুপ্ত কী উদ্দেশ্যে সেলুকসের কাছে সামরিক শিক্ষার পাঠ নিতে গিয়েছিলেন?
উত্তর – চন্দ্রগুপ্ত তাঁর হৃত রাজ্য উদ্ধারের উদ্দেশ্যে সেলুকসের কাছে সামরিক শিক্ষার পাঠ নিতে গিয়েছিলেন।

৮। অ্যান্টিগোনস চন্দ্রগুপ্তকে সম্রাটের কাছে কেন ধরে এনেছিলেন?
উত্তর – অ্যান্টিগোনস চন্দ্রগুপ্তকে গুপ্তচর সন্দেহে সম্রাটের কাছে ধরে এনেছিলেন।

৯। চন্দ্রগুপ্তের পরিচয় কী?
উত্তর- চন্দ্রগুপ্ত হল মগধের যুবরাজ, তার পিতার নাম মহাপদ্ম।

১০। চন্দ্রগুপ্ত সম্পর্কে সেকেন্দার সাহা কী ভবিষ্যৎবাণী করেন?
উত্তর- চন্দ্রগুপ্ত সম্পর্কে সেকেন্দার সাহা ভবিষ্যৎবাণী করেন যে, চন্দ্রগুপ্ত হৃত রাজ্য উদ্ধার করবেন এবং দিগ্বিজয়ী হবেন।


আরো পড়ো → ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা

সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (SAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ২/৩]

১। ‘কি বিচিত্র এই দেশ!’, বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে?
উত্তর – বক্তা অর্থাৎ গ্রিকবীর সেকেন্দার তাঁর সেনাপতিকে বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষের সৌন্দর্যের বর্ণনা করেছেন। তিনি বলেছেন – দিনের বেলা তীব্র সূর্যের তাপ নীল আকাশ পুড়িয়ে দেয় আর রাত্রে চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্নায় আকাশ ভরে যায়। আবার অমাবস্যার রাতে যখন উজ্জ্বল নক্ষত্রের আলোয় আকাশ ঝলমল করে, বর্ষায় ঘন কালো মেঘ, বজ্রের গর্জনে আকাশ ভরে যায়, সেকেন্দার তখন বিস্ময়ে চেয়ে থাকেন। অভ্রভদী তুষার আবৃত পাহাড়ের স্থিরভাবে দাঁড়িয়ে থাকা, বিশাল নদ – নদীর ফেনিল উচ্ছ্বাস, মরুভূমির তপ্ত বালুরাশি, সুবিশাল বৃক্ষরাশি বিদেশী সেকেন্দারের মনকে গভীরভাবে ছুঁয়ে যায়।

২। ‘ভাবলাম – এ একটা জাতি বটে!’ – বক্তা কে? তাঁর এমন ভাবনার কারণ কি?
উত্তর – গ্রিকবীর কেবলমাত্র ভারতবর্ষের প্রাকৃতিক বৈচিত্র্য দেখেই অবাক হননি। ভারতবর্ষের মানুষের শৌর্য তাঁকে অবাক করেছে। তিনি ভারতবাসী সম্পর্কে বলেছেন – ‘এক সৌম্য়, গৌর, দীর্ঘ – কান্তি জাতি এই দেশ শাসন করছে, তাদের মুখে শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চক্ষে সূর্যের দীপ্তি, বক্ষে বাত্যার সাহস।’ সেকেন্দার এই সাহসের পরিচয় পান রাজা পুরুর কাছ থেকে। যুদ্ধে পরাজিত পুরু রাজাকে সেকেন্দার জিজ্ঞেস করেন – ‘আমার কাছে কীরুপ আচরণ প্রত্যাশা করো?’ এর উত্তরে রাজা পুরু বলেন ‘রাজার প্রতি রাজার আচরণ!’। এই উত্তরে তিনি চমকিত হন এবং এই জাতি সম্পর্কে তাঁর শ্রদ্ধা বৃদ্ধি পায়।

৩। ‘এ দিগ্‌বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট?’ – এ প্রশ্নের উত্তরে সম্রাট কি জানালেন?
উত্তর – সেকেন্দার তাঁর দিগ্‌বিজয় অসম্পূর্ণ রাখার কারণ হিসাবে আরো সৈন্যের প্রয়োজনীয়তার কথা বলেছেন। তিনি বলেছেন – সুদূর গ্রিক রাজ্য মাডিসন থেকে তিনি বিশ্বজয়ের উদ্দেশ্যে বেরিয়েছেন। অর্ধেক এশিয়া তিনি তাঁর পরাক্রমে পদানত করেছেন কিন্তু এই প্রথম তিনি বাধা পেয়েছেন। ভারতবর্ষের শতদ্রুতীরে তার বিজয় শকট বাধাপ্রাপ্ত হয়েছে। তাই বিজয়যাত্রা সম্পন্ন করার জন্য তাঁর আরো সৈন্যর প্রয়োজন।

৪। ‘ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনও শিখে নাই।‘ বক্তা কে? কোন সত্য সে উচ্চারণ করেছে?
উত্তর – আলোচ্য উক্তিটির বক্তা চন্দ্রগুপ্ত।
চন্দ্রগুপ্ত নাট্যাংশে আমরা দেখতে পাই যে গ্রিক সৈন্যধক্ষ্য অ্যান্টিগোনস, চন্দ্রগুপ্তকে গুপ্তচর সন্দেহে সম্রাট সেকেন্দারের কাছে নিয়ে আসে। সেকেন্দার আগন্তুকের সত্য পরিচয় জানতে চাইলে চন্দ্রগুপ্ত সেকেন্দারকে আলোচ্য উক্তিটি করেন। চন্দ্রগুপ্ত বলেন যে – সম্রাটের বাহিনী চালনা, বুহ্য রচনা, সামরিক নিয়ম ইত্যাদি যুদ্ধকৌশল তিনি শিখছিলেন। এরপর তিনি তাঁর পরিচয় দিয়ে বলেন যে তিনি মগধের রাজপুত্র, তাঁর বৈমাত্রেয় ভাই অন্যায়ভাবে তাঁকে রাজ্য থেকে নির্বাসিত করেছে, রাজ্য পুনরুদ্ধার করার উদ্দেশ্যে তিনি এই সকল যুদ্ধ কৌশল শিখছিলেন।

৫। ‘আমার ইচ্ছা হল যে দেখে আসি …’ – বক্তার মনে কোন ইচ্ছে জেগে উঠেছিল? তার পরিণতিই বা কি হয়েছিল?
উত্তর – আলোচ্য উক্তিটির বক্তা চন্দ্রগুপ্ত। তিনি মগধের রাজপুত্র হওয়া সত্ত্বেও রাজ্য থেকে নির্বাসিত হয়েছিলেন, রাজ্য পুনরায় ফিরে পাওয়ার উদ্দেশ্যে তিনি সামরিক কৌশল শেখার জন্য গ্রিক সম্রাট সেকেন্দারের শিবিরে আসেন।

সেকেন্দার সেনাসহ শিবির পরিত্যাগ করছেন তা জেনে চন্দ্রগুপ্ত তাঁর অর্জিত সামরিক কৌশল একটি তালপাতায় লিখে রাখেন। চন্দ্রগুপ্তকে লিখতে দেখে গ্রিক সৈন্যধক্ষ্য অ্যান্টিগোনস থেকে গ্রেফতার করে এবং গুপ্তচর ভেবে সম্রাটের সামনে পেশ করেন।


WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel