ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা – প্রশ্ন উত্তর | Ouponibeshik kortitwo protisttha – Question Answer | WBBSE Class 8 Chapter 3

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wb porashona.com whatsapp channel
ouponibeshik-kortitwo-protisttha
শ্রেণি – অষ্টম | বিভাগ – ইতিহাস | অধ্যায় – ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা | Ouponibeshik kortitwo protisttha (Chapter 3)

এই পর্বে রইল অষ্টম শ্রেণির ইতিহাস বিভাগের তৃতীয় অধ্যায় – ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা – থেকে রইল সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

1। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় –
(ক) 1813 খ্রিস্টাব্দে (খ) 1833 খ্রিস্টাব্দে (গ) 1854 খ্রিস্টাব্দে (ঘ) 1857 খ্রিস্টাব্দে

উত্তর – কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – (ঘ) 1857 খ্রিস্টাব্দে।

2। ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন –
(ক) 1771 খ্রিস্টাব্দে (খ) 1775 খ্রিস্টাব্দে (গ) 1777 খ্রিস্টাব্দে (ঘ) 1781 খ্রিস্টাব্দে

উত্তর – ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন – (ঘ) 1781 খ্রিস্টাব্দে.

3। সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন –
(ক) ওয়ারেন হেস্টিংস (খ) উইলিয়াম কেরি (গ) স্যার এলিজা ইম্পে (ঘ) চার্লস উড

উত্তর – সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন – (গ) স্যার এলিজা ইম্পে।

4। ভারতের শিক্ষাব্যবস্থায় চুঁইয়ে পড়া নীতি’র প্রবক্তা ছিলেন –
(ক) টমাস মেকলে (খ) চার্লস উড (গ) লর্ড বেন্টিক (ঘ) ডেভিড হেয়ার

উত্তর – ভারতের শিক্ষাব্যবস্থায় চুঁইয়ে পড়া নীতি’র প্রবক্তা ছিলেন –(ক) টমাস মেকলে।

5। কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয় –
(ক) পিটের ভারত শাসন আইন (খ) রেগুলেটিং অ্যাক্ট (গ) চার্টার অ্যাক্ট (ঘ) সিভিল সার্ভিস অ্যাক্ট অনুসারে

কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয় – (খ) রেগুলেটিং অ্যাক্ট।


ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা অধ্যায়ের প্রশ্ন উত্তর ↓


6। 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করা হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল–
(ক) ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো (খ) সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ দেওয়া (গ) প্রাচ্য – পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধন ঘটানো (ঘ) প্রথাগত শিক্ষার উন্নতি ঘটানো

উত্তর – 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করা হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল – (খ) সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ দেওয়া।

7। ইজারাদারি ব্যবস্থা প্রবর্তিত হয় –
(ক) 1770 খ্রিস্টাব্দে (খ) 1771 খ্রিস্টাব্দে (গ) 1772 খ্রিস্টাব্দে (ঘ) 1773 খ্রিস্টাব্দে

উত্তর – ইজারাদারি ব্যবস্থা প্রবর্তিত হয় – (গ) 1772 খ্রিস্টাব্দে ।

8। সিভিল সার্ভিস ব্যবস্থা ভারতে প্রবর্তন করেন –
(ক) ওয়ারেন হেস্টিংস (খ) লর্ড কর্নওয়ালিশ (গ) লর্ড ক্লাইভ (ঘ) লর্ড ডালহৌসি

উত্তর – সিভিল সার্ভিস ব্যবস্থা ভারতে প্রবর্তন করেন – (খ) লর্ড কর্নওয়ালিশ।

9। A Code of Gentoo Law -এর রচয়িতা হলেন –
(ক) নাথানিয়েল হালেদ (খ) উইলিয়ম জোনস (গ) জন অ্যান্ড্রুজ (ঘ) উইলিয়ম কেরি

উত্তর – A Code of Gentoo Law -এর রচয়িতা হলেন (ক) নাথানিয়েল হালেদ।

10। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন –
(ক) লর্ড কর্নওয়ালিশ (খ) ওয়ারেন হেস্টিংস (গ) লর্ড ওয়েলেসলি (ঘ) লর্ড কার্জন

উত্তর – ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন (গ) লর্ড ওয়েলেসলি।

আরো পড়ো → শিলা অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা

অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

1। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
উত্তর- সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে।

2। কোন প্রেসিডেন্সিকে ‘সেন্ট জর্জ দূর্গ প্রেসিডেন্সি’ বলা হত?
উত্তর- মাদ্রাজ প্রেসিডেন্সিকে ‘সেন্ট জর্জ দূর্গ প্রেসিডেন্সি’ বলা হত।

3। বেথুন স্কুল কার উদ্যোগে তৈরি হয়?
উত্তর- জন এলিয়ট ড্রিংকওয়াটরের উদ্যোগে বেথুন স্কুল তৈরি হয়।

4। কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর- লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন।

5। বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও ত্রিপুরা অঞ্চল মিলে যে প্রেসিডেন্সি গড়ে উঠেছিল, তার নাম কী?
উত্তর- বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও ত্রিপুরা অঞ্চল মিলে বাংলা প্রেসিডেন্সি গড়ে উঠেছিল।

6। ভারতীয় সেনারা বিট্রিশ আমলে কী নামে পরিচিত ছিল?
উত্তর- ভারতীয় সেনারা বিট্রিশ আমলে সিপাহি নামে পরিচিত ছিল।

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (SAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ২]

1। কোম্পানি পরিচালিত আইনব্যবস্থাকে সুসংহত করার ক্ষেত্রে লর্ড কর্ণওয়ালিস কী ভূমিকা নিয়েছিলেন?
উত্তর- কোম্পানি পরিচালিত আইনব্যবস্থাকে সুসংহত করার ক্ষেত্রে লর্ড কর্ণওয়ালিসের ভূমিকা অনস্বিকার্য।
প্রথমত, জেলা থেকে সদর পর্যন্ত বিচারব্যবস্থা সুপরিকল্পিতভাবে সাজানো হয়।
দ্বিতীয়ত, তিনি আইনগুলিকে সাজিয়ে গুছিয়ে কোডের আকার দেন।
তৃতীয়ত, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে আবেদন করার অধিকার দেওয়া হয়।

2। ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের কারণ কি ছিল?
উত্তর- ভারত একটি বিশাল দেশ, অন্যদিকে ইংল্যান্ড একটি ছোট্ট দেশ। আয়তনে ভারত ইংল্যান্ডের প্রায় ১৩ গুণ। তাই ঐ ছোট্ট দেশের মোট জনসংখ্যার পক্ষেও সেইসময় ভারতে এসে ভারত শাসন করা এক কথায় প্রায় অসম্ভব ছিল। তাই ব্রিটিশরা ভারতীয়দের মধ্যে শিক্ষার প্রসার ঘটিয়ে মূলত একদল ভারতীয় অনুগত কর্মচারী শ্রেণী বানাতে চেয়েছিল, যাতে দেশ শাসনে তাদের সুবিধা হয়।

3। উইলিয়ম বেন্টিঙ্ক-এর যে কোনো দুটি সংস্কারকার্যের উল্লেখ করো।
উত্তর- উইলিয়ম বেন্টিঙ্ক-এর দুটি সংস্কারকার্য,
• বেন্টিঙ্ক কর্নেল স্লিম্যানের নেতৃত্বে উত্তর ও মধ্য ভারতের দুর্ধর্ষ দস্যু ‘ঠগী’ দের প্রতিহত করতে একটি দল গঠন করেন এবং খুব দ্রুতই সেই দস্যুদের তিনি চিরতরে প্রতিহত করতে সক্ষম হন।
• বেন্টিঙ্কের সময় ডেপুটি কালেক্টার ও ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে ভারতীয়দের নিয়োগ করা হত, এমনকি নিয়োগের ক্ষেত্রে কোনোভাবেই জাত, ধর্ম, বর্ণ বিভেদ করা হতনা।

4। এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়েছিল?
উত্তর- 1784 খ্রিঃ কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস। ভারতীয় সংস্কৃতি, ইতিহাস, সাহিত্য সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করার উদ্দেশ্যেই মূলত এটি গড়ে ওঠে।

আরো পড়ো → বোঝাপড়া গল্পের প্রশ্ন উত্তর আলোচনা

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

পড়া মনে রাখার সেরা উপায় 👇

wb-porashona-to-the-point-ebook