চাপবলয় ও বায়ুপ্রবাহ – প্রশ্ন উত্তর | Chapboloy o bayuprobaho – Question Answer

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
capboloy-bayuprobaho-question-answer
শ্রেণি – অষ্টম | বিভাগ – ভূগোল | অধ্যায় – চাপবলয় ও বায়ুপ্রবাহ | Chapboloy o bayuprobaho (Chapter – 4)

এই পর্বে রইল অষ্টম শ্রেণির ভূগোল বিভাগের চতুর্থ অধ্যায় – চাপবলয় ও বায়ুপ্রবাহ – থেকে সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

1। আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে যে দুটি নিয়ত বায়ু মিলিত হয় তা হল –
(ক) দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু
(খ) উত্তর-পূর্ব মেরু বায়ু ও দক্ষিণ -পূর্ব মেরু বায়ু
(গ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু
(ঘ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ -পূর্ব মেরু বায়ু

উত্তর – আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে যে দুটি নিয়ত বায়ু মিলিত হয় তা হল (গ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু।

2। দক্ষিণ- পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর- পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয় –
(ক) সুমেরু উচ্চচাপ বলয় থেকে (খ) মকরীয় উচ্চচাপ বলয় থেকে (গ) কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে (ঘ) কুমেরু উচ্চচাপ বলয় থেকে

উত্তর – দক্ষিণ- পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর- পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয় (গ) কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে।

3। পৃথিবীর সমস্ত প্রাকৃতিক চালিকা শক্তি হল –
(ক) চন্দ্র (খ) সূর্য (গ) শুক্র (ঘ) মঙ্গল

উত্তর – পৃথিবীর সমস্ত প্রাকৃতিক চালিকা শক্তি হল – (খ) সূর্য।

4। ‘অশ্ব অক্ষাংশ’ নামে পরিচিত –
(ক) 25°-35° (খ) 35°-45 (গ) 45°-55° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ

উত্তর – ‘অশ্ব অক্ষাংশ’ নামে পরিচিত (ক) 25°-35° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ।

5। ভূপৃষ্ঠের ওপর মোট বায়ুচাপ বলয় আছে –
(ক) 3টি (খ) 5টি (গ) 7টি (ঘ) 9টি

উত্তর – ভূপৃষ্ঠের ওপর মোট বায়ুচাপ বলয় আছে (গ) 7টি।

6। আয়ন বায়ু অপর নাম কি?
(ক) পশ্চিমা বায়ু (খ) বাণিজ্য বায়ু (গ) শীতল বায়ু (ঘ) কোনোটিই নয়

উত্তর- আয়ন বায়ুর অপর নাম (খ) বাণিজ্য বায়ু।

7। কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হল –
(ক) দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু
(খ) উত্তর-পূর্ব আয়ন বায়ু
(গ) দক্ষিণ – পশ্চিম পশ্চিমা বায়ু
(ঘ) উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু

উত্তর – কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হল (খ) উত্তর-পূর্ব আয়ন বায়ু।

8। অ্যানাবেটিক বায়ু একটি –
(ক) নিয়ত বায়ু (খ) সাময়িক বায়ু (গ) স্থানীয় বায়ু (ঘ) আকস্মিক বায়ু

উত্তর – অ্যানাবেটিক বায়ু একটি (খ) সাময়িক বায়ু।

9। ‘ডোলড্রামস-এর’ অর্থ –
(ক) উত্তাল সমুদ্র (খ) শীতল বায়ু (গ) শান্তাবস্থা (ঘ) গেলুসাকের সূত্র

উত্তর – বায়ুচাপ ও বায়ুপ্রবাহের মধ্যে সম্পর্ক ব্যাখা করে (গ) শান্তাবস্থা।

10। আয়ন বায়ু প্রবাহিত হয় –
(ক) 5°-25° উত্তর (খ) 25°-50° উত্তর (গ) 5°-25° উত্তর ও দক্ষিণ (ঘ) 30°-60° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে

উত্তর – আয়ন বায়ু প্রবাহিত হয় (গ) 5°-25° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে।

আরো পড়ো → চন্দ্রগুপ্ত গল্পের প্রশ্ন উত্তর আলোচনা

অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

1। মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে বায়ুর চাপ সাধারণত কেমন থাকে?
উত্তর – মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে বায়ুর চাপ সাধারণত নিম্নচাপ থাকে।

2। নিয়ত বায়ু কয় প্রকার ও কি কি?
উত্তর – নিয়ত বায়ু তিন প্রকার, যথা – আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু।

3। ITCZ কি?
উত্তর – উত্তর-পূর্ব ও দক্ষিণ পূর্ব নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয়। এই অঞ্চলই আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ITCZ.

4। মিস্ট্রাল কোন প্রকার বায়ু?
উত্তর – মিস্ট্রাল একটি স্থানীয় প্রকার বায়ু।

5। কোন অঞ্চলে সর্বদা উচ্চচাপ বিরাজ করে?
উত্তর – মেরু অঞ্চলে সর্বদা উচ্চচাপ বিরাজ করে।

আরো পড়ো → শিলা অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel