একটি চড়ুই পাখি – প্রশ্ন উত্তর | Ekti Chorui Pakhi Kobitar Question Answer | Class 8 | Bengali

পড়া মনে রাখার সেরা উপায়! 👇

to-the-point-ebook
ekti-chorui-pakhi-kobita-question-answer
শ্রেণি – অষ্টম | বিভাগ – বাংলা | অধ্যায় – একটি চড়ুই পাখি | Ekti Chorui Pakhi

এই পর্বে রইল অষ্টম শ্রেণির বাংলা বিভাগ থেকে একটি চড়ুই পাখি কবিতার সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। ‘একটি চড়ুই পাখি’ কবিতাটি রচনা করেছেন – ক) হরিপদ রায় খ) তারাপদ রায় গ) সুকুমার রায় ঘ) সত্যজিৎ রায়
উত্তর – ‘একটি চড়ুই পাখি’ কবিতাটি রচনা করেছেন – খ) তারাপদ রায়।

২। চড়ুই পাখিটি ছড়ায় – ক) ধানের টুকরো খ) খড়ের টুকরো গ) খাবারের টুকরো ঘ) শব্দের টুকরো
উত্তর – চড়ুই পাখিটি ছড়ায় – ঘ) শব্দের টুকরো।

৩। কবিতায় চড়ুই পাখিটি বাসা বাঁধে – ক) কবির ছাদে খ) কবির ঘরে গ) কবির বাড়ির কার্নিশে ঘ) কবির ঘরের বারান্দায়
উত্তর – কবিতায় চড়ুই পাখিটি বাসা বাঁধে – গ) কবির বাড়ির কার্নিশে।

৪। ইচ্ছে হলেই চড়ুইটি চলে যেতে পারে – ক) পালেদের বাড়ি খ) বোসেদের বাড়ি গ) দাসেদের বাড়ি ঘ) পালেদের বোসেদের বাড়ি
উত্তর – ইচ্ছে হলেই চড়ুইটি চলে যেতে পারে – ঘ) পালেদের বোসেদের বাড়ি।

৫। ‘একটি চড়ুই পাখি’ কবিতার চড়ুই পাখিটি ছিল – ক) চতুর খ) বোকা গ) ধুরন্ধর ঘ) সাদাসিধে
উত্তর – ‘একটি চড়ুই পাখি’ কবিতার চড়ুই পাখিটি ছিল – ক) চতুর।

অতিসংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

১। ‘দারিদ্র্যরেখা’ কাব্যগ্রন্থের রচিয়তা কে?
উত্তর – ‘দারিদ্র্যরেখা’ কাব্যগ্রন্থের রচিয়তা হলেন সাহিত্যিক তারাপদ রায়।

২। ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে?
উত্তর – ইচ্ছে হলেই চড়ুই পাখি এপাড়ায়-ওপাড়ায় পালেদের বোসেদের বাড়ি চলে যেতে পারে।

৩। রাত্রির নির্জন ঘরে কে কে থাকে?
উত্তর – রাত্রির নির্জন ঘরে কবি আর চড়ুই পাখিটি থাকে।


আরো পড়ো → অষ্টম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

৪। ‘ঘর জুড়ে কিচিমিচি গান’- কে করে?
উত্তর – একটি চড়ুই পাখি ‘ঘর জুড়ে কিচিমিচি গান’ করে।

৫। কবিতায় চড়ুই পাখিটিকে কোথায় বাসা বাঁধতে দেখা যায়?
উত্তর – কবিতায় চড়ুই পাখিটিকে কবির ঘরেই বাসা বাঁধতে দেখা যায়।

৬। প্রতিদিন কিভাবে সন্ধ্যা আসে?
উত্তর – কবির দৃষ্টিতে অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা যেন প্রতিদিন ফিরে আসে এই পৃথিবীতে।

৭। ‘এতটুকু দয়া করে পাখি’- দয়াটি কি?
উত্তর – ‘একটি চড়ুই পাখি’ কবিতার চড়ুইটি দয়া করে কবির ঘরে বাসা বাঁধে এবং নির্জন রাত্রে সঙ্গীহীন কবির নিঃসঙ্গত দূর করে।


আরো পড়ো → পথচলতি কবিতার প্রশ্ন উত্তর

৮। কবির ঘরে কোন কোন জিনিস চড়ুই পাখিটির চোখে পড়ে?
উত্তর – কবির ঘরের জানালা-দরজা, টেবিলের ফুলদানি, বইখাতা চড়ুই পাখিটির চোখে পড়ে।

৯। ‘আমাকেই দেবেন বিধাতা।’- এমন আশা কে করে?
উত্তর – ‘আমাকেই দেবেন বিধাতা।’- এমন আশা করে একটি চড়ুই পাখি।

১০। চড়ুই পাখি এখান-সেখান থেকে কি সংগ্রহ করে আনে?
উত্তর – চড়ুই পাখি এখান-সেখান থেকে খড়কুটো, ধান সংগ্রহ করে আনে।


WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel