শ্রেণি – অষ্টম | বিভাগ – ভূগোল | অধ্যায় – উত্তর আমেরিকা | Uttar America (Chapter – 9)
এই পর্বে রইল অষ্টম শ্রেণির ভূগোল বিভাগের নবম অধ্যায় – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক – থেকে সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
1। কোনো স্থানে বড়ো শিল্পকেন্দ্র গড়ে ওঠার জন্য কোনটি আবশ্যিক নয়?
(ক) বিদ্যুতের পর্যাপ্ত যোগান (খ) কাঁচামালের প্রাপ্যতা (গ) উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ঘ) নদী তীরবর্তী অবস্থান
উত্তর – কোনো স্থানে বড়ো শিল্পকেন্দ্র গড়ে ওঠার জন্য (ঘ) নদী তীরবর্তী অবস্থান
আবশ্যিক নয়।
2। প্রাচীন শিলাখণ্ড দ্বারা গঠিত উচ্চ মালভূমি যা হাডসন উপসাগরকে কেন্দ্র করে অবস্থিত তা হল –
(ক) নিউ ইংল্যান্ড উচ্চভূমি (খ) কানাডীয় শিল্ড অঞ্চল (গ) ব্রাজিল উচ্চভূমি অঞ্চল (ঘ) গিয়ানা উচ্চভূমি অঞ্চল
উত্তর – প্রাচীন শিলাখণ্ড দ্বারা গঠিত উচ্চ মালভূমি যা হাডসন উপসাগরকে কেন্দ্র করে অবস্থিত তা হল (খ) কানাডীয় শিল্ড অঞ্চল।
3। উত্তর আমেরিকা মহাদেশের কোন্ পর্বতশৃঙ্গটি আলাস্কা পর্বতে অবস্থিত এই মহাদেশের সর্বোচ্চ স্থান –
(ক) মাউন্ট লোগান (খ) মাউন্ট ম্যাককিনলে (গ) মাউন্ট এলবার্ট (ঘ) ব্ল্যাঙ্ক পিক
উত্তর – উত্তর আমেরিকা মহাদেশের (খ) মাউন্ট ম্যাককিনলে পর্বতশৃঙ্গটি আলাস্কা পর্বতে অবস্থিত।
4। উত্তর আমেরিকা 1501 খ্রিস্টাব্দে আবিস্কার করেন –
(ক) ভাস্কো- দা – গামা (খ) কলম্বাস (গ) আমেরিগো ভেসপুচি (ঘ) ওয়াশিংটন
উত্তর – উত্তর আমেরিকা 1501 খ্রিস্টাব্দে আবিস্কার করেন – (গ) আমেরিগো ভেসপুচি।
5। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে সংযুক্ত করে রেখেছিল যে সংকীর্ণ ভূখণ্ড তা হল –
(ক) বেরিং প্রণালী (খ) পানামা যোজক (গ) পানামা খাল (ঘ) পানামা সিটি
উত্তর – উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে (গ) পানামা খাল সংযুক্ত করে রেখেছিল।
আরো পড়ো → বোঝাপড়া গল্পের প্রশ্ন উত্তর আলোচনা
6। কোনো স্থানে বড়ো শিল্পকেন্দ্র গড়ে ওঠার জন্য কোনটি আবশ্যিক নয়?
(ক) বিদ্যুতের পর্যাপ্ত যোগান (খ) কাঁচামালের প্রাপ্যতা (গ) উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা (ঘ) নদী তীরবর্তী অবস্থান
উত্তর – কোনো স্থানে বড়ো শিল্পকেন্দ্র গড়ে ওঠার জন্য (ঘ) নদী তীরবর্তী অবস্থান
আবশ্যিক নয় ।
7। তুন্দ্রা অঞ্চলের দক্ষিণে প্রবল তুষারপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তৈগা জলবায়ুর উদ্ভিদগুলি-
(ক) নরম ধরনের (খ) শঙ্কু আকৃতির (গ) চাঁদোয়া সৃষ্টি করে (ঘ) কাঁটাযুক্ত হয়ে থাকে
উত্তর – তুন্দ্রা অঞ্চলের দক্ষিণে প্রবল তুষারপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তৈগা জলবায়ুর উদ্ভিদগুলি (খ) শঙ্কু আকৃতির।
8। পঞ্চহ্রদের মধ্যে বৃহত্তম মিষ্টিজলের হ্রদ হল –
(ক) মিশিগান (খ) হুরন (গ) সুপিরিয়র (ঘ) অন্টারিও
উত্তর – পঞ্চহ্রদের মধ্যে বৃহত্তম মিষ্টিজলের হ্রদ হল (গ) সুপিরিয়র।
9। যে নদী উত্তর আমেরিকার দক্ষিণ দিকে পাখির পায়ের ন্যায় বদ্বীপ সমভূমি সৃষ্টি করেছে তা হল –
(ক) মিসিসিপি – মিসৌরি (খ) সেন্ট লরেন্স (গ) টেনেসি (ঘ) কলোরাডো
উত্তর – যে নদী উত্তর আমেরিকার দক্ষিণ দিকে পাখির পায়ের ন্যায় বদ্বীপ সমভূমি সৃষ্টি করেছে তা হল (ক) মিসিসিপি – মিসৌরি।
10। উত্তর আমেরিকা মহাদেশটির পশ্চিমদিকে থাকা পর্বতগুলির মধ্যে কোনটি সবচেয়ে দক্ষিণে অবস্থিত?
(ক) আলাস্কা রেঞ্জ (খ) কোস্ট পর্বত (গ) ব্রুকস রেঞ্জ (ঘ) সিয়েরানেভাদা পর্বত
উত্তর – উত্তর আমেরিকা মহাদেশটির পশ্চিমদিকে থাকা পর্বতগুলির মধ্যে (ঘ) সিয়েরানেভাদা পর্বত সবচেয়ে দক্ষিণে অবস্থিত।
11। ‘আমি উত্তর আমেরিকার সূদীর্ঘ মরু পথে অবস্থিত। আমার দৈর্ঘ্য 446 মিটার, আমি 1600 মিটারের অধিক গভীরতা যুক্ত পৃথিবীর গভীরতম গিরিখাত” – আমি কে?
(ক) মৃত্যু উপত্যকা (খ) গ্র্যান্ড ক্যানিয়ন (গ) কর্ডিলেরা (ঘ) মরু সাগর
উত্তর – ‘আমি উত্তর আমেরিকার সূদীর্ঘ মরু পথে অবস্থিত। আমার দৈর্ঘ্য 446 মিটার, আমি 1600 মিটারের অধিক গভীরতা যুক্ত পৃথিবীর গভীরতম গিরিখাত” – আমি (খ) গ্র্যান্ড ক্যানিয়ন
12। পঞ্চহ্রদ অঞ্চলের যে নদীটি অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চল ও লরেন্সীয় মালভূমি অঞ্চলকে আলাদা করে দিয়েছে তা হল –
(ক) মিসিসিপি – মিসৌরি (খ) কলোরাডো (গ) সেন্ট লরেন্স (ঘ) ম্যাকেঞ্জি
উত্তর – পঞ্চহ্রদ অঞ্চলের যে নদীটি অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চল ও লরেন্সীয় মালভূমি অঞ্চলকে আলাদা করে দিয়েছে তা হল (গ) সেন্ট লরেন্স।
আরো পড়ো → ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা
অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
1। উত্তর আমেরিকার কোন তৃণভূমি ও জলবায়ুতে আলফা – আলফা ঘাসের প্রাধ্যান্য দেখা যায়?
উত্তর – উত্তর আমেরিকার প্রেইরি তৃণভূমি ও জলবায়ুতে আলফা – আলফা ঘাসের প্রাধ্যান্য দেখা যায়।
2। আকৃতি অনুসারে উত্তর আমেরিকাকে দেখতে কিসের মতো লাগে?
উত্তর – আকৃতি অনুসারে উত্তর আমেরিকাকে দেখতে অল্টানো ত্রিভুজের মতো লাগে।
3। উত্তর আমেরিকার একটি পশ্চিমবাহিনী নদীর নাম লেখো যা প্রশান্ত মহাসাগরে পতিত হয়েছে?
উত্তর – উত্তর আমেরিকার একটি পশ্চিমবাহিনী নদীর নাম হল কলোরাডো যা প্রশান্ত মহাসাগরে পতিত হয়েছে।
4। কাকে ‘বরফ খাদক’ বলা হয়?
উত্তর – চিনুককে বরফ খাদক বলে।
5। যোজক কী?
উত্তর – যোজক হল দুটি মহাদেশকে সংযুক্ত করে যে সংকীর্ণ ভূভাগ।
আরো পড়ো → মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা
6। বিশ্বের বৃহত্তম নদী উপত্যাকা পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তর – বিশ্বের বৃহত্তম নদী উপত্যাকা পরিকল্পনার নাম টেনেসি নদীর উপর গড়ে উঠেছে।
7। পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি?
উত্তর- পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ সুপিরিয়র।
8। উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম লেখ।
উত্তর – উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম ম্যাককিনলে।
9। মৃত্যু উপত্যাকা কোথায় অবস্থিত?
উত্তর – উত্তর আমেরিকার পশ্চিমের পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়া দক্ষিণ-পূর্ব মৃত্যু উপত্যাকা অবস্থিত। এই অঞ্চলটি অত্যন্ত নিচু এর জল লবণাক্ত হওয়ায় কোনো প্রাণী এখানে বেঁচে থাকতে পারেনা। তাই এটি মৃত্যু উপত্যাকা নামে খ্যাত।
10। ‘পৃথিবীর কসাইখানা’ কাকে বলা হয়?
উত্তর – ‘পৃথিবীর কসাইখানা’ শিকাগোকে বলা হয়।
আরো পড়ো → দক্ষিণ আমেরিকা অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।