
শ্রেণি – অষ্টম | বিভাগ – বিজ্ঞান | অধ্যায় – অণুজীবের জগৎ | Onujiber Jogot (Chapter 7)
অষ্টম শ্রেণির বিজ্ঞান ও পরিবেশ বিভাগের অণুজীবের জগৎ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। জীবাণুদের দ্রুত বৃদ্ধি ও ভালোভাবে বেঁচে থাকার জন্য উপযুক্ত তাপমাত্রা হল – ক) 20°C থেকে 30°C খ) 25°C থেকে 38°C গ) 40°C থেকে 50°C ঘ) 55°C থেকে 65°C
উত্তর – জীবাণুদের দ্রুত বৃদ্ধি ও ভালোভাবে বেঁচে থাকার জন্য উপযুক্ত তাপমাত্রা হল খ) 25°C থেকে 38°C।
২। জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন – ক) রবার্ট কখ খ) লুই পাস্তুর গ) এরেনবার্গ ঘ) এডওয়ার্ড জেনার
উত্তর – জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন – খ) লুই পাস্তুর।
৩। ‘ব্যাকটেরিয়া’ শব্দটি প্রথম প্রচলন করেন – ক) এরেনবার্গ খ) লুই পাস্তুর গ) আলেকজান্ডার ফ্লেমিং ঘ) ল্যামার্ক
উত্তর – ‘ব্যাকটেরিয়া’ শব্দটি প্রথম প্রচলন করেন – ক) এরেনবার্গ।
৪। অ্যামিবার গমনাঙ্গ হল – ক) টিউব ফিট খ) ক্ষণপদ গ) সিলিয়া ঘ) ফ্ল্যাজেলা
উত্তর – অ্যামিবার গমনাঙ্গ হল খ) ক্ষণপদ।
৫। বসন্ত রোগ সম্পর্কে গবেষণা করেন – ক) এরেনবার্গ খ) লুই পাস্তুর গ) এডওয়ার্ড জেনার ঘ) লিভেনহিক
উত্তর – বসন্ত রোগ সম্পর্কে গবেষণা করেন – গ) এডওয়ার্ড জেনার।
৬। অ্যালার্জি একটি – ক) আদ্যপ্রাণীঘটিত রোগ খ) ছত্রাকঘটিত রোগ গ) ব্যাকটেরিয়াঘটিত রোগ ঘ) ভাইরাসঘটিত রোগ
উত্তর – অ্যালার্জি একটি – খ) ছত্রাকঘটিত রোগ।
৭। ইনফ্লুয়েঞ্জা একটি – ক) ভাইরাসঘটিত রোগ খ) ব্যাকটেরিয়াঘটিত রোগ গ) ছত্রাকঘটিত রোগ
উত্তর – ইনফ্লুয়েঞ্জা একটি – ক) ভাইরাসঘটিত রোগ।
৮। ছত্রাকঘটিত রোগ কোনটি – ক) ম্যালেরিয়া খ) দাদ গ) পক্স ঘ) টাইফয়েড
উত্তর – ছত্রাকঘটিত রোগ হল খ) দাদ।
৯। বায়োফার্টিলাইজার হিসেবে ব্যবহৃত হয় – ক) এশ্চেরিচিয়া কোলাই খ) লাইকেন গ) ঈস্ট ঘ) অ্যাজোটোব্যাকটর
উত্তর – ঘ) অ্যাজোটোব্যাকটর বায়োফার্টিলাইজার হিসেবে ব্যবহৃত হয়।
১০। মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহের নাইট্রোজেনযুক্ত যৌগ ভেঙে অ্যামোনিয়া তৈরি করতে সাহায্য করে ক) রাইজোবিয়াম খ) নাইট্রোসোমোনাস গ) ক্লসট্রিডিয়াম ঘ) এশ্চেরিচিয়া কোলাই
উত্তর – মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহের নাইট্রোজেনযুক্ত যৌগ ভেঙে অ্যামোনিয়া তৈরি করতে সাহায্য করে – গ) ক্লসট্রিডিয়াম।
অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। ব্যাকটেরিয়ার কোশের যে-কোনো একটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর – ব্যাকটেরিয়ার কোশে প্রকৃত নিউক্লিয়াস থাকে না, পরিবর্তে প্যাচানো DNA থাকে।
২। হাইফি কি?
উত্তর – বহুকোশী ছত্রাকের দেহ যে অসংখ্য সরু সুতোর মতো অংশ দিয়ে তৈরি হয়, তার নাম হাইফি।
৩। একটি এককোশী শৈবালের উদাহরণ দাও।
উত্তর – একটি এককোশী শৈবালের উদাহরণ হল ক্ল্যামাইডোমোনাস।
৪। ভাইরাসকে ‘অকোশীয়’ বলা হয় কেন?
উত্তর – ভাইরাস-এর দেহে কোনো কোশ আবরনী, সাইটোপ্লাজম বা নিউক্লিয়াস না থাকার কারণে ভাইরাসকে ‘অকোশীয়’ বলা হয়।
৫। একটি ভাইরাসঘটিত রোগের নাম লেখ।
উত্তর – হেপাটাইটিস একটি ভাইরাসঘটিত রোগ।
৬। একটি আদ্যপ্রাণীঘটিত রোগের নাম লেখ।
উত্তর – অ্যামিবিয়াসিস হল একটি আদ্যপ্রাণীঘটিত রোগ।
৭। হাঁচি কাশির সময় সঙ্ক্রমিত বায়ুর শ্বাসগ্রহণের মাধ্যমে ঘটা একটি রোগের নাম লেখ।
উত্তর – যক্ষ্মা বা টিউবারকিউলোসিস হাঁচি কাশির সময় সঙ্ক্রমিত বায়ুর শ্বাসগ্রহণের মাধ্যমে ছড়ায়।
৮। নির্দিষ্ট পোষক ও অণুজীবের মধ্যে গড়ে ওঠা আন্তঃসম্পর্ককে কি বলা হয়?
উত্তর – নির্দিষ্ট পোষক ও অণুজীবের মধ্যে গড়ে ওঠা আন্তঃসম্পর্ককে পরজীবিতা বলা হয়।
৯। শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া থাকে?
উত্তর – রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে থাকে।
১০। রাইজোবিয়াম-এর কাজ কি?
উত্তর – রাইজোবিয়াম বায়ুর নাইট্রোজেন টেনে নিয়ে যৌগ তৈরি করে মটর, সিম ও অন্যান্য ডালজাতীয় গাছের বৃদ্ধিতে সাহায্য করে।
আরো পড়ো → আদাব গল্পের প্রশ্ন উত্তর
১১। নাইট্রোজেনস্থিতিকারী একটি মিথোজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো।
উত্তর – রাইজোবিয়াম লেগুমিনোসরাম একটি মিথোজীবী ব্যাকটেরিয়ার।
১২। কোন অণুজীব পাটকে জলে চুবিয়ে রাখলে পাটের কান্ডের পেকটিন নষ্ট করে দেয়।
উত্তর – ব্যাকটেরিয়া পাটকে জলে চুবিয়ে রাখলে পাটের কান্ডের পেকটিন নষ্ট করে দেয়।
১৩। খাদ্যসংরক্ষণ কাকে বলে?
উত্তর – বৈজ্ঞানিক প্রযুক্তির সাহায্যে পুষ্টিমূল্য বজায় রেখে খাদ্যবস্তুকে দীর্ঘদিন গ্রহণোপযোগী অবস্থায় রাখাকেই খাদ্য সংরক্ষণ বলা হয়।
১৪। মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিকের নাম লেখ।
উত্তর – পেনিসিলিন মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক।
১৫। জৈব আবর্জনা থেকে জীবাণুর ক্রিয়ার প্রস্তুত বায়োগ্যাসের মুখ্য উপাদান কি?
উত্তর – মিথেন বায়োগ্যাসে প্রস্তুতের মুখ্য উপাদান।
আরো পড়ো → রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের প্রশ্ন উত্তর
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।