পদার্থের গঠন প্রশ্ন উত্তর | Podarther Gothon Question Answer | WBBSE Class 8 Science Chapter 2.2

পড়া মনে রাখার সেরা উপায়! 👇

to-the-point-ebook
podarther-gothon-class-8-question-answer
শ্রেণি – অষ্টম | বিভাগ – বিজ্ঞান | অধ্যায় – পদার্থের গঠন | Podarther Gothon (Chapter 2.2)

অষ্টম শ্রেণির বিজ্ঞান বিভাগের পদার্থের গঠন অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। ডালটনের পরমাণুবাদের ত্রুটি সংশোধন করেন – ক) নিউটন খ) গ্যালিলিও গ) অ্যাভোগ্রাড্রো ঘ) ফ্যারাডে
উত্তর – ডালটনের পরমাণুবাদের ত্রুটি সংশোধন করেন – গ) অ্যাভোগ্রাড্রো।

২। গ্যাসের নির্দিষ্ট আকার বা আকৃতি নেই, কারণ – ক) অণুগুলির স্থির অবস্থা খ) অণুগুলির কম্পন গ) অণুগুলির অবিশ্রান্ত গতি ঘ) অণুগুলির আকার নির্দিষ্ট নয়
উত্তর – গ্যাসের নির্দিষ্ট আকার বা আকৃতি নেই, কারণ – গ) অণুগুলির অবিশ্রান্ত গতি।

৩। আয়নীয় যৌগের জলীয় দ্রবণ তড়িতের – ক) সুপরিবাহী খ) কুপরিবাহী গ) অপরিবাহী ঘ) অর্ধপরিবাহী
উত্তর – আয়নীয় যৌগের জলীয় দ্রবণ তড়িতের – ক) সুপরিবাহী।

৪। নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক চার্জযুক্ত প্রোটনগুলি একসঙ্গে থাকতে পারে যে বলের জন্য সেটি হল – ক) মহাকর্ষ বল খ) অভিকর্ষ বল গ) নিউক্লীয় বল ঘ) ঘর্ষণ বল
উত্তর – নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক চার্জযুক্ত প্রোটনগুলি একসঙ্গে থাকতে পারে যে বলের জন্য সেটি হল – গ) নিউক্লীয় বল।

৫। কঠিনের নিজস্ব – ক) আয়তন আছে খ) আকৃতি আছে গ) ক) ও খ) উভয়ই সত্য ঘ) ক) ও খ) কোনোটিই সত্য নয়
উত্তর – কঠিনের নিজস্ব – গ) ক) ও খ) উভয়ই সত্য।


আরো পড়ো → ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক প্রশ্ন উত্তর

৬। ভরসংখ্যা হল – ক) নিউট্রন + ইলেকট্রন খ) ইলেকট্রন + প্রোটন গ) নিউট্রন + প্রোটন ঘ) নিউট্রন – প্রোটন
উত্তর – ভরসংখ্যা হল – গ) নিউট্রন + প্রোটন।

৭। জলে ক-টি সমযোজী বন্ধন আছে? ক) 3 টি খ) 2 টি গ) 1 টি ঘ) 4 টি
উত্তর – জলে খ) 2 টি সমযোজী বন্ধন আছে।

৮। গ্যাসের অণুগুলি – ক) নির্দিষ্ট দিকে গতিশীল খ) এলোমেলোভাবে গতিশীল গ) স্থির ঘ) কেবল কম্পনশীল
উত্তর – গ্যাসের অণুগুলি – খ) এলোমেলোভাবে গতিশীল।

৯। হাইড্রোজেনের নিউট্রন-বিহীন আইসোটোপটির নাম হল – ক) প্রোটিয়াম খ) ডয়টেরিয়াম গ) ট্রিটিয়াম ঘ) কোনোটিই নয়
উত্তর – হাইড্রোজেনের নিউট্রন-বিহীন আইসোটোপটির নাম হল – ক) প্রোটিয়াম।

১০। ঊর্ধ্বপাতিত হয় না এমন পদার্থ হল – ক) কর্পূর খ) আয়োডিন গ) ন্যাপথালিন ঘ) বরফ
উত্তর – ঊর্ধ্বপাতিত হয় না এমন পদার্থ হল – ঘ) বরফ।


আরো পড়ো → অষ্টম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর

১১। নিউক্লিয়াসে উপস্থিত আধানবিহীন কণাটি হল – ক) প্রোটন খ) নিউট্রন গ) ইলেকট্রন ঘ) কোনোটিই নয়
উত্তর – নিউক্লিয়াসে উপস্থিত আধানবিহীন কণাটি হল – খ) নিউট্রন।

১২। কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার পদ্ধতি হল – ক) স্ফুটন খ) বাষ্পায়ন গ) ঊর্ধ্বপাতন ঘ) গলন
উত্তর – কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার পদ্ধতি হল – গ) ঊর্ধ্বপাতন।

অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। পারমাণবিক কণাগুলির মধ্যে কোনটি মৌলের আইসোটোপ উৎপন্ন হওয়ার জন্য দায়ী?
উত্তর – পারমাণবিক কণাগুলির মধ্যে নিউট্রন কণা মৌলের আইসোটোপ উৎপন্ন হওয়ার জন্য দায়ী।

২। গলন কাকে বলে?
উত্তর – একটি নির্দিষ্ট উষ্ণতায় কঠিন গলে তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে।

৩। কার্বনের যোজ্যতা কত?
উত্তর – কার্বনের যোজ্যতা 4।

৪। নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক আধানযুক্ত কণাকে কি বলে।
উত্তর – নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক আধানযুক্ত কণাকে প্রোটন বলে।

৫। কোনো কঠিনকে খোলা হওয়ায় উত্তপ্ত করলে তরল অবস্থা পাওয়া যাচ্ছে না, এমন দুটি উদাহরণ দাও।
উত্তর – কোনো কঠিনকে খোলা হওয়ায় উত্তপ্ত করলে তরল অবস্থা পাওয়া যাচ্ছে না, এমন দুটি উদাহরণ হল আয়োডিন, নিশাদল।


আরো পড়ো → পরবাসী কবিতার প্রশ্ন উত্তর আলোচনা

৬। গলিত NaCl-এর মধ্যে কিভাবে তড়িৎ পরিবহণ হয়?
উত্তর – গলিত NaCl-এর মধ্যে Na+ ও Cl- আয়ন তড়িৎ পরিবহণ করে।

৭। নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা বৃদ্ধি পেলে কি ঘটে?
উত্তর – নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা বৃদ্ধি পেলে পরমাণুর ভর বৃদ্ধি পায়।

৮। স্ফুটন কাকে বলে?
উত্তর – একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে অতি দ্রুত বাষ্পীভবনের প্রক্রিয়াকে স্ফুটন বলা হয়।

৯। কোন প্রকার রাসায়নিক বন্ধনে ইলেকট্রন আদানপ্রদান হয়?
উত্তর – আয়নীয় বন্ধনে ইলেকট্রন আদানপ্রদান হয়।

১০। পরমাণুর মধ্যে ধনাত্মক আধানযুক্ত কণা কোনটি?
উত্তর – পরমাণুর মধ্যে ধনাত্মক আধানযুক্ত কণা প্রোটন।


আরো পড়ো → An April Dey Question Answer Solution

১১। উষ্ণতা বৃদ্ধি করলে পদার্থের অণুর গতিশক্তির কি পরিবর্তন ঘটে?
উত্তর- উষ্ণতা বৃদ্ধি করলে পদার্থের অণুর গতিশক্তি বৃদ্ধি পায়।

১২। আয়ন কি কি প্রকারের হয়?
উত্তর – আয়ন দুই প্রকারের, যথা – ক্যাটায়ন (ধনাত্মক আধানযুক্ত) ও অ্যানায়ন (ঋণাত্মক আধানযুক্ত)।

১৩। রাদারফোর্ডের পরমাণু মডেলটির উন্নততর রূপ প্রস্তুত করেন কোন বিজ্ঞানী?
উত্তর – রাদারফোর্ডের পরমাণু মডেলটির উন্নততর রূপ প্রস্তুত করেন বিজ্ঞানী নীলস বোর।

১৪। আয়নীয় যৌগ কোন অবস্থায় তড়িৎ পরিবহণ করতে পারে?
উত্তর – আয়নীয় যৌগ গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহণ করতে পারে।

১৫। ঊর্ধ্বপাতন কাকে বলে?
উত্তর – তাপ প্রয়োগের ফলে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে ঊর্ধ্বপাতন বলে।


আরো পড়ো → পদার্থের প্রকৃতি প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel