
শ্রেণি – অষ্টম | বিভাগ – বিজ্ঞান | অধ্যায় – পদার্থের প্রকৃতি | Podarther Prokriti (Chapter 2.1)
অষ্টম শ্রেণির বিজ্ঞান বিভাগের পদার্থের প্রকৃতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। হাইড্রোজেনের গন্ধ – ক) নেই খ) ঝাঁঝালো গ) মিষ্টি ঘ) পচা ডিমের মতো
উত্তর – হাইড্রোজেনের গন্ধ – ক) নেই।
২। একটি অধাতব পরিবাহী পদার্থ হল – ক) তামা খ) অ্যালুমিনিয়াম গ) গ্রাফাইট ঘ) লোহা
উত্তর – একটি অধাতব পরিবাহী পদার্থ হল – গ) গ্রাফাইট।
৩। উভধর্মী অক্সাইডটি হল – ক) কার্বন ডাইঅক্সাইড খ) ক্যালশিয়াম অক্সাইড গ) জিংক অক্সাইড ঘ) সালফার ডাইঅক্সাইড
উত্তর – উভধর্মী অক্সাইডটি হল – গ) জিংক অক্সাইড।
৪. লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিংকের বিক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয় তা হল – ক) অক্সিজেন খ) কার্বন ডাইঅক্সাইড গ) হাইড্রোজেন ঘ) নাইট্রোজেন
উত্তর – লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিংকের বিক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয় তা হল – গ) হাইড্রোজেন।
৫। পেশির উত্তেজিতা নিয়ন্ত্রণের ক্ষেত্রে নীচের কোন আয়নটির কোনো ভূমিকা নেই? ক) Zn2+ খ) Mg2+ গ) Na+ ঘ) K+
উত্তর – পেশির উত্তেজিতা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ক) Zn2+ আয়নটির কোনো ভূমিকা নেই।
আরো পড়ো → স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল প্রশ্ন উত্তর
৬। তামার যে ধর্মের জন্য বৈদ্যুতিক তার প্রস্তুতিতে এর ব্যবহার হয় তা হল – ক) কাঠিন্য খ) নমনীয়তা গ) উজ্জ্বলতা ঘ) তড়িতের সুপরিবাহী
উত্তর – তামার যে ধর্মের জন্য বৈদ্যুতিক তার প্রস্তুতিতে এর ব্যবহার হয় তা হল – ঘ) তড়িতের সুপরিবাহী।
৭। একটি টেস্টটিউবে জিংক ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হল যা শব্দসহ নীল শিখায় জ্বলে উঠে নিভে যায়। গ্যাসটি হল – ক) অক্সিজেন খ) নাইট্রোজেন গ) কার্বন ডাইঅক্সাইড ঘ) হাইড্রোজেন
উত্তর – একটি টেস্টটিউবে জিংক ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হল যা শব্দসহ নীল শিখায় জ্বলে উঠে নিভে যায়। গ্যাসটি হল – ঘ) হাইড্রোজেন।
৮। মানবদেহে হিমোগ্লোবিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে – ক) কপার খ) আয়রন গ) কোবাল্ট ঘ) ক্যালশিয়াম
উত্তর – মানবদেহে হিমোগ্লোবিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে – গ) কোবাল্ট।
৯। নীচের কোন পদার্থটি তড়িতের সুপরিবাহী নয়? ক) কাঠ খ) তামা গ) লোহা ঘ) গ্রাফাইট
উত্তর – ক) কাঠ তড়িতের সুপরিবাহী নয়।
১০। কোন গ্যাসটি পচা ডিমের গন্ধযুক্ত? ক) হাইড্রোজেন সালফাইড খ) অ্যামোনিয়া গ) হাইড্রোজেন ঘ) ক্লোরিন
উত্তর – ক) হাইড্রোজেন সালফাইড গ্যাসটি পচা ডিমের গন্ধযুক্ত।
অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। যে ধর্মের জন্য পদার্থ তার গতিশীল বা স্থিতিশীল অবস্থার পরিবর্তনে বাধা দেয় তাকে কি বলে?
উত্তর – যে ধর্মের জন্য পদার্থ তার গতিশীল বা স্থিতিশীল অবস্থার পরিবর্তনে বাধা দেয় তাকে পদার্থের জাড্য ধর্ম বলে।
২। পটাশিয়াম ডাইক্রোমেট ও পটাশিয়াম পারম্যাঙ্গানেট-এর বর্ণ কীরূপ?
উত্তর – পটাশিয়াম ডাইক্রোমেট ও পটাশিয়াম পারম্যাঙ্গানেট-এর বর্ণ যথাক্রমে কমলা ও গাঢ় বেগুনি।
৩। একটি পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় তিনটি অবস্থার মধ্যে কোনটিতে আণবিক শৃঙ্খলা সবচেয়ে বেশি? কোনটিতে অণুদের মধ্যে গড় দূরত্ব সর্বাধিক?
উত্তর – পদার্থের কঠিন অবস্থায় আণবিক শৃঙ্খলা সবচেয়ে বেশি এবং গ্যাসীয় অবস্থায় অণুদের মধ্যে গড় দূরত্ব সর্বাধিক।
৪। কোনো কঠিনকে খোলা হাওয়ায় উত্তপ্ত করলে তরল অবস্থা পাওয়া যাচ্ছে না এমন দুটি উদাহরণ দাও।
উত্তর – কোনো কঠিনকে খোলা হাওয়ায় উত্তপ্ত করলে তরল অবস্থা পাওয়া যাচ্ছে না এমন দুটি উদাহরণ হল – কর্পূর, ন্যাপথালিন।
৫। সালফারকে বাতাসে পোড়ানোর ফলে ঝাঁঝালো গন্ধযুক্ত কোন গ্যাস উৎপন্ন হয়?
উত্তর – সালফারকে বাতাসে পোড়ানোর ফলে ঝাঁঝালো গন্ধযুক্ত সালফার ডাইঅক্সাইড (SO2) গ্যাস উৎপন্ন হয়।
বিক্রিয়াঃ S + O2 ® SO2
আরো পড়ো → ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা প্রশ্ন উত্তর
৬। প্রস্রাবাগারে যে ঝাঁঝালো গন্ধটি পাওয়া যায় সেটি কোন গ্যাসের গন্ধ?
উত্তর – প্রস্রাবাগারে যে ঝাঁঝালো গন্ধটি পাওয়া যায় সেটি অ্যামোনিয়া গ্যাসের গন্ধ।
৭। PVC-এর পুরো নাম লেখো।
উত্তর – PVC-এর পুরো নাম পলিভিনাইল ক্লোরাইড (Polyvinyl chloride)।
৮। সাধারণত অধাতুগুলি তড়িতের কুপরিবাহী হয় – এটির একটি ব্যতিক্রম উল্লেখ করো।
উত্তর – সাধারণত অধাতুগুলি তড়িতের কুপরিবাহী হয় – এটির একটি ব্যতিক্রম হল কার্বনের রূপভেদ গ্রাফাইট, তড়িৎ ও তাপের সুপরিবাহী।
৯। ব্যাটারির তড়িদ্দ্বার প্রস্তুতিতে কোন অধাতু ব্যবহার করা হয়?
উত্তর – ব্যাটারির তড়িদ্দ্বার প্রস্তুতিতে গ্রাফাইট অধাতু ব্যবহার করা হয়।
১০। Fe, Na, Cu ধাতুগুলির মধ্যে কোনটি শীতল জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে?
উত্তর – Fe, Na, Cu ধাতুগুলির মধ্যে Na (সোডিয়াম) শীতল জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে।
আরো পড়ো → দাঁড়াও কবিতার প্রশ্ন উত্তর
১১। Ca, Fe, Cu ও Zn-কে ক্রমহ্রাসমান সক্রিয়তা অনুসারে সাজাও।
উত্তর – Ca, Fe, Cu ও Zn-কে ক্রমহ্রাসমান সক্রিয়তা অনুসারে সাজিয়ে পাই – Ca > Zn > Fe > Cu.
১২। রক্ত জমাট বাঁধতে কোন ধাতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
উত্তর – রক্ত জমাট বাঁধতে কোন ধাতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১৩। স্নায়ুকোশে আবেগ পরিবহণ নিয়ন্ত্রণ করে কোন আয়ন?
উত্তর – স্নায়ুকোশে আবেগ পরিবহণ নিয়ন্ত্রণ করে ক্যালশিয়াম (Ca2+) আয়ন।
১৪। একটি ধাতু ও একটি অধাতুর চিহ্ন লেখো যাদের যৌগ মানুষের দেহে বিষক্রিয়া সৃষ্টি করে।
উত্তর – Pb (লেড) ধাতু ও F2 (ফ্লুওরিন) অধাতু-ঘটিত যৌগসমূহ যদি মানবদেহে অতিরিক্ত মাত্রায় প্রবেশ করে তাহলে দেহে বিষক্রিয়া সৃষ্টি করে।
১৫। সিগারেটের ধোঁয়া থেকে কোন কোন ধাতু মানবদেহে প্রবেশ করে?
উত্তর – সিগারেটের ধোঁয়া থেকে ক্যাডমিয়াম ও নিকেল ধাতু মানবদেহে প্রবেশ করে।
আরো পড়ো → জলবায়ু অঞ্চল প্রশ্ন উত্তর
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।