পরবাসী – প্রশ্ন উত্তর | Porobashi Question Answer | Class 8 | Bengali

পড়া মনে রাখার সেরা উপায়! 👇

to-the-point-ebook
porobasi-class-8-question-answer
শ্রেণি – অষ্টম | বিভাগ – বাংলা | অধ্যায় – পরবাসী| Porobashi

এই পর্বে রইল অষ্টম শ্রেণির বাংলা বিভাগ থেকে বিষ্ণু দে রচিত পরবাসী থেকে সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। কোন গ্রন্থটি কবি বিষ্ণু দে রচিত – ক) চোরাবালি খ) চোখের বালি গ) মন্দির ঘ) শেষের
উত্তর – ক) চোরাবালি গ্রন্থটি কবি বিষ্ণু দে রচিত।

২। সিন্ধুমুনির পিতার নাম – ক) বিশ্বামিত্র মুনি খ) অন্ধমুনি গ) দুর্বাসা মুনি ঘ) শাঙ্কমুনি
উত্তর – সিন্ধুমুনির পিতার নাম – খ) অন্ধমুনি।

৩। ‘কথাকলি’ এক প্রকারের – ক) সংগীত খ) নৃত্য গ) কাহিনী ঘ) চিত্রকলা
উত্তর – ‘কথাকলি’ এক প্রকারের – খ) নৃত্য।


আরো পড়ো → ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা অধ্যায়ের প্রশ্ন উত্তর

৪। ময়ূর মরেছে – ক) বনভূমিতে খ) মরুভূমিতে গ) পণ্যে ঘ) মড়কে
উত্তর – ময়ূর মরেছে – গ) পণ্যে।

৫। দুই দিকে বন, মাঝে পথ – ক) চিকচিকে খ) আলোছায়া গ) ঝিকিমিকি ঘ) সোনার মতন
উত্তর – দুই দিকে বন, মাঝে পথ – গ) ঝিকিমিকি।

অতিসংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]
১। কবি বিষ্ণু দে রচিত একটি বিখ্যাত কাব্যের নাম লেখো।
উত্তর – কবি বিষ্ণু দে রচিত একটি বিখ্যাত কাব্যের নাম ‘উর্বশী ও আর্টেমিস’।

২। প্রান্তরে কার হাহাকার শোনা যাচ্ছে?
উত্তর – প্রান্তরে হাহাকার শোনা যায় শুকনো হাওয়ার।

৩। চিতা কিভাবে চলে যায়?
উত্তর – চিতা লুব্ধ হিংস্র ছন্দে চলে যায়।

৪। পথ কীসের সঙ্গে তাল মিলিয়ে চলে?
উত্তর – পথ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলে।

৫। কত্থক ও কথাকলি কোন শিল্পকলার দৃষ্টান্ত?
উত্তর – কত্থক ও কথাকলি নৃত্য শিল্পকলার দৃষ্টান্ত।


আরো পড়ো → পদার্থের প্রকৃতি অধ্যায়ের প্রশ্ন উত্তর

৬। ময়ূর কিভাবে মারা গেছে?
উত্তর – ভোগবাদী সমাজের পণ্যতে পরিণত হয়ে ময়ূর মারা গেছে।

৭। এদেশে কারা মৌন অসহায়?
উত্তর – এদেশে মানুষ মৌন অসহায়।

৮। চিতার চলে যাওয়ার ছন্দটি কেমন?
উত্তর – চিতার চলে যাওয়ার ছন্দটি হিংস্র লোলুপতাপূর্ণ।

৯। ‘চুপি চুপি আসে নদীর কিনারে’- কে বা কারা এমন করে?
উত্তর – হরিণ চুপি চুপি নদীর কিনারে আসে।

১০। বনময়ূরের কত্থক কবি কোথায় দেখেছেন?
উত্তর – নিটোল টিলার পলাশের ঝোপে কবি বনময়ূরের কত্থক নৃত্য দেখেছেন।


আরো পড়ো → একটি চড়ুই পাখি কবিতার প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel