আমরা কবিতার প্রশ্ন উত্তর | Amra Kobita Question Answer | WBBSE Class 9

বিনামূল্যে ইবুকের স্যাম্পল ডাউনলোড করো 👇

chapter-test-madhyamik-2025
amra-kobita-question-answer-class9
শ্রেণি – নবম | বিভাগ – বাংলা | অধ্যায় – আমরা (Amra Question Answer)

এই পর্বে রইল নবম শ্রেণির বাংলা বিভাগ থেকে সত্যেন্দ্রনাথ দত্ত রচিত আমরা কবিতা থেকে সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। ‘আমরা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? (ক) তীর্থরেণু (খ) তীর্থসলিল (গ) কুহু ও কেকা (ঘ) সায়ন্তিকা
উত্তর – ‘আমরা’ কবিতাটি গ) কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া।

২। বরভূধর অবস্থিত – (ক) শ্যামদেশে (খ) মালয়েশিয়ায় (গ) ভিয়েতনামে (ঘ) ইন্দোনেশিয়ায়
উত্তর – বরভূধর অবস্থিত – ঘ) ইন্দোনেশিয়ায়।

৩।“আমরা বাঙালি বাস করি…………” –বাঙালি বাস করে – (ক) বাঞ্ছিত ভূমি বঙ্গে (খ) কোল-ভরা কনক ধান্যে (গ) মুক্ত বেণীর তীরে (ঘ) পঞ্চবটীর বনে
উত্তর – “আমরা বাঙালি বাস করি…………” –বাঙালি বাস করে – ক) বাঞ্ছিত ভূমি বঙ্গে।

৪। “বাঙালির কবি গাহিছে জগতে মহামিলনের গান”- এই বাঙালি কবি হলেন – (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) বুদ্ধদেব বসু (গ) জীবনানন্দ দাশ (ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর – “বাঙালির কবি গাহিছে জগতে মহামিলনের গান”- এই বাঙালি কবি হলেন – ক) রবীন্দ্রনাথ ঠাকুর।

৫। বঙ্গভূমি-র কপালে শোভা পায় – (ক) কাঞ্চন-শৃঙ্গ মুকুট (খ) কনক ধান্য (গ) অপরাজিতা (ঘ) পদ্ম
উত্তর – বঙ্গভূমি-র কপালে শোভা পায় – ক) কাঞ্চন-শৃঙ্গ মুকুট।

৬। দীপঙ্কর জ্ঞানের দীপ জ্বেলেছিলেন – (ক) নেপালে (খ) চিনে (গ) তিব্বতে (ঘ) ভুটানে
উত্তর – দীপঙ্কর জ্ঞানের দীপ জ্বেলেছিলেন – গ) তিব্বতে।

৭। “একহাতে মোরা মগেরে রুখেছি”- ‘মগ’ বলা হয় যাদের – (ক) ব্রহ্মদেশ বা আরাকানের অধিবাসীদের (খ) অসমের অধিবাসীদের (গ) পূর্ববঙ্গের অধিবাসীদের (ঘ) বিহারের অধিবাসীদের।
উত্তর – “একহাতে মোরা মগেরে রুখেছি”- ক) ব্রহ্মদেশ বা আরাকানের অধিবাসীদের ‘মগ’ বলা হয়।

৮। ‘সাঙ্খ্যকার’ বলে অভিহিত করা হয় – (ক) জৈমিনিমুনিকে (খ) কাশ্যপমুনিকে (গ) কপিলমুনিকে (ঘ) বিশ্বামিত্রমুনিকে
উত্তর – গ) কপিলমুনিকে ‘সাঙ্খ্যকার’ বলে অভিহিত করা হয়।

৯। বঙ্গমাতার চরণে যে ফুলের কথা কবি বলেছেন – (ক) পদ্ম (খ) গোলাপ (গ) জবা (ঘ) চাঁপা
উত্তর – বঙ্গমাতার চরণে ক) পদ্ম ফুলের কথা কবি বলেছেন।

10| ‘বাঙালি সাধক জড়ের পেয়েছে সাড়া’- বাঙালি সাধক হলেন – (ক) রামকৃষ্ণদেব (খ) রামপ্রসাদ (গ) মেঘনাদ সাহা (ঘ) জগদীশচন্দ্র বসু
উত্তর – ‘বাঙালি সাধক জড়ের পেয়েছে সাড়া’- বাঙালি সাধক হলেন – ঘ) জগদীশচন্দ্র বসু।

wb-porashona-to-the-point-ebook-class-nine-history-geography

১১| আমাদের যে ছেলে লঙ্কা জয় করেছিলেন – (ক) অজয়সিংহ (খ) বিজয়সিংহ (গ) সুজয়সিংহ (ঘ) জয়সিংহ
উত্তর – . আমাদের যে ছেলে লঙ্কা জয় করেছিলেন, সে হল – খ) বিজয়সিংহ।

১২। বিট্‌পাল ও ধীমান যে শিল্পকর্মের সঙ্গে যুক্ত – (ক) ভাস্কর্য (খ) স্থাপত্য (গ) চিত্র (ঘ) কাব্য
উত্তর – বিট্‌পাল ও ধীমান ক) ভাস্কর্য শিল্পকর্মের সঙ্গে যুক্ত।

১৩। “………… রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়য়।”-যেভাবে তা রাখা হয়েছে – (ক) সিংহল নামের মধ্য দিয়ে (খ) দিল্লিনাথকে হঠিয়ে (গ) দশাননকে জয় করে (ঘ) মগদের রুখে গিয়ে
উত্তর – “………… রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়য়।”- ক) সিংহল নামের মধ্য দিয়ে তা রাখা হয়েছে।

১৪। যে গানে আমরা মনের ‘নিভৃত ভুবনে দ্বার’ খুলেছি – (ক) ভাটিয়াল (খ) কীর্তন গান (গ) কীর্তন বাউল গান (ঘ) বাউল গান
উত্তর – যে গানে আমরা মনের ‘নিভৃত ভুবনে দ্বার’ খুলেছি, সেটি হল – গ) কীর্তন বাউল গান।

১৬। “একহাতে মোরা মগেরে রুখেছি”- অন্য হাতে কাদের রুখে দেওয়া হয়েছিল? (ক) ফরাসিদের (খ) মোগলেরে (গ) ইংরেজদের (ঘ) ওলন্দাজদের
উত্তর – “একহাতে মোরা মগেরে রুখেছি”- অন্য হাতে খ) মোগলেরে রুখে দেওয়া হয়েছিল।


আরো পড়ো → দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর প্রশ্ন উত্তর 

অতিসংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। কবি জয়দেব রচিত গ্রন্থটির নাম লেখো।
উত্তর – কবি জয়দেব রচিত গ্রন্থটির নাম ‘গীতগোবিন্দ’।

২। চতুরঙ্গ কি?
উত্তর – হাতি, ঘোড়া, রথ ও পদাতিক – এই চারটি শাখাবিশিষ্ট সেনাবাহিনীকে চতুরঙ্গ বলে।

৩। পঞ্চবটী কোন কোন বৃক্ষের সমাহার?
উত্তর – পঞ্চবটী বট, বেল, অশ্বত্থ, অশোক ও আমলকী এই পাঁচটি বৃক্ষের সমাহার।

৪। বাংলা মায়ের দেহ কোন কোন ফুলে ভূষিত?
উত্তর – বাংলা মায়ের দেহ অতসী ও অপরাজিত ফুলে ভূষিত। তাঁর বামহাতে কমলার ফুল আর চরণে পদ্ম শোভা পায়।

৫। কোন বাঙালি লঙ্কা জয় করেছিলেন?
উত্তর – রাঢ় বাংলার সিংহপুরের রাজপুত্র বিজয়সিংহ লঙ্কাদ্বীপ জয় করে সেখানে রাজত্ব ও রাজবংশ প্রতিষ্ঠা করেন।

৬। আমরা কিভাবে ‘দেব-ঋণে’ মুক্ত হবো?
উত্তর – সারা পৃথিবীর মানুষকে মিলনের মহামন্ত্রে দীক্ষিত করে আমরা বাঙালিরা ‘দেব-ঋণে’ মুক্ত হবো।

৭। তিব্বতে জ্ঞানের দ্বীপ কে জ্বেলেছিলেন?
উত্তর – বাঙালি পণ্ডিত অতীশ দীপঙ্কর বা দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতে জ্ঞানের দ্বীপ জ্বেলেছিলেন।

৮। “কিরণে ভুবন আলা”- বাক্যটিতে কি বোঝানো হয়েছে?
উত্তর – সূর্যের উজ্জ্বল আলোয় বাংলাদেশ আলোকিত হয় এ কথাই বাক্যটিতে বোঝানো হয়েছে।

9। বাঙালি কোন গানে তার হৃদয়ের গোপন দ্বার খুলে দিয়েছে?
উত্তর – বাঙালি তার একান্ত নিজস্ব কীর্তন ও বাউল গানে হৃদয়ের গোপন দ্বার খুলে দিয়েছে।

10. কবির মতে কাদের হুকুমে দিল্লিনাথকে হটতে হয়েছিল?
উত্তর – কবির মতে বাংলার বিখ্যাত বারো ভুঁইয়ার অন্যতম চাঁদ রায় ও প্রতাপাদিত্যের হুকুমে দিল্লিনাথকে হটতে হয়েছিল।


আরো পড়ো → নিরুদ্দেশ প্রশ্ন উত্তর আলোচনা

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel