ফরাসী বিপ্লব – প্রশ্ন উত্তর | অতি সংক্ষিপ্ত প্রশ্ন

বিনামূল্যে ইবুকের স্যাম্পল ডাউনলোড করো 👇

chapter-test-madhyamik-2025
class-9-History-ch-1-vsaqu
শ্রেণি – নবম | বিভাগ – ইতিহাস | অধ্যায় – ফরাসী বিপ্লব (Forashi Biplob)

এই পর্বে রইল নবম শ্রেণির ইতিহাসের প্রথম অধ্যায় ফরাসী বিপ্লব থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ) এবং সেগুলির উত্তর

একটি বাক্যে উত্তর দাও (VSAQ)

১। “আমিই রাষ্ট্র” – এটি কার উক্তি?
উত্তর – ফরাসী সম্রাট পঞ্চদশ লুই এই উক্তি করেছিলেন।

২। কোন রাজবংশের শাসনকালে ফরাসী বিপ্লব ঘটে?
অনুরূপ প্রশ্ন – ফরাসী বিপ্লবের সময়ে ফ্রান্সে কোন বংশের রাজত্ব ছিল?
উত্তর –  বুঁরবো রাজবংশের শাসনকালে ফ্রান্সে ‘ফরাসী বিপ্লব’ ঘটেছিল।

৩। ফরাসী বিপ্লবের আগের শাসনকালকে কে ‘রাজনৈতিক কারাগার’ বলে অভিহিত করেছিলেন?
উত্তর – দার্শনিক ভলতেয়ার ফরাসীবিপ্লবের আগের শাসনকালকে ‘রাজনৈতিক কারাগার’ বলে অভিহিত করেছিলেন।

৪। ফরাসী সমাজে সুবিধাভোগী শ্রেণি কাদের বলা হত?
উত্তর – প্রথম এবং দ্বিতীয় নাগরিক অর্থাৎ যাজক সম্প্রদায়, রাজকর্মচারী এবং অভিজাত মানুষদের সুবিধাভোগী শ্রেণি বলা হত।

৫। ফরাসী যাজকরা কটি শ্রেণিতে বিভক্ত ছিল?
উত্তর – ফরাসী যাজকরা দুটি শ্রেণিতে বিভক্ত ছিল যথা – উচ্চ যাজক এবং নিম্ন যাজক।

৬। ফরাসী বিপ্লব সময়কালের কয়েকটি করের নাম লেখ।
উত্তর – টেইল বা ভূমিকর, ক্যাপিটেশন বা উৎপাদন কর, গ্যাবেল বা লবণ কর প্রভৃতি ছিল প্রধান কর।

৭। ফরাসী জাতীয় সভার নাম কি?
উত্তর – ফরাসি জাতীয় সভার নাম স্টেটস জেনারেল।

৮। কবে টেনিস কোর্টের শপথ অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর –  ১৭৮৯ খ্রিস্টাব্দের ২০ জুন টেনিস কোর্টের শপথ অনুষ্ঠিত হয়েছিল।

৯। কারা টেনিস কোর্টের শপথ নিয়েছিলেন।
উত্তর -স্টেটস জেনারেল অধিবেশনে তৃতীয় শ্রেণির নির্বাচিত সদস্যরা টেনিস কোর্টের শপথে অংশ নিয়েছিলেন।

১০। কবে বাস্তিল দুর্গের পতন হয়?
উত্তর – ১৭৮৯ খ্রিষ্টাব্দে ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতন হয়।


ফরাসী বিপ্লব অধ্যায়ের MCQ টেস্ট ↓


১১। রাজা ষোড়শ লুইয়ের মৃত্যুদন্ড কবে হয়?
উত্তর – ২১শে জানুয়ারি, ১৭৯৩ খ্রিস্টাব্দে রাজা ষোড়শ লুই-এর মৃত্যুদণ্ড হয়।

১২। কোন যন্ত্রে ফরাসী রাজার শিরচ্ছেদ করা হয়?
উত্তর – গিলেটিন যন্ত্রে ফরাসী রাজা ষোড়শ লুই-এর শিরচ্ছেদ করা হয়।

১৩। জ্যাকবিন দলের তিনজন নেতার নাম লেখ।
উত্তর – জ্যাকবিন দলের তিনজন অন্যতম নেতা হলেন রোবসপিয়ার, দাঁতোঁ এবং হিবার্ট।

১৪। সাঁকুলোৎ কাদের বলা হত?
উত্তর – ফরাসী বিপ্লবের সময়ে যে সকল দরিদ্র মানুষ এক বিশেষ প্রকার ঢিলে প্যান্ট পরিধান করতো এবং ব্রিচেস ব্যবহার করতো না, তাদের সাঁকুলোৎ বলা হত।

১৫। ফরাসী বিপ্লবের তিনটি নীতি কি?
উত্তর – ফরাসী বিপ্লবের তিনটি নীতি হল – সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা।

নবম শ্রেণি থেকে →  ফরাসী বিপ্লব অধ্যায়ের প্রশ্ন – উত্তর আলোচনা

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel