কার্য, ক্ষমতা ও শক্তি প্রশ্ন উত্তর | Karjo Khomota Sokti Question Answer | WBBSE Class 9 | ভৌতবিজ্ঞান

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
Karjo-Khomota-Sokti-Question-Answer
শ্রেণি – নবম | বিভাগ – ভৌতবিজ্ঞান | অধ্যায় – শক্তির ক্রিয়া – কার্য, ক্ষমতা ও শক্তি – প্রশ্ন উত্তর -Karjo Khomota Sokti Question Answer (Chapter 5)

এই পর্বে রইল নবম শ্রেণির ভৌতবিজ্ঞান বিভাগের অধ্যায় – শক্তির ক্রিয়া – কার্য, ক্ষমতা ও শক্তি থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল F নিউটন এবং প্রযুক্ত বলের অভিমুখে বস্তুটির সরণ শূন্য হলে কার্যের পরিমাণ – (ক) F (খ) 2F (গ) শূন্য (ঘ) কোনোটিই নয়
উত্তর – কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল F নিউটন এবং প্রযুক্ত বলের অভিমুখে বস্তুটির সরণ শূন্য হলে কার্যের পরিমাণ – (গ) শূন্য।

2। সময় সাপেক্ষে কার্য করার হারকে বলে – (ক) শক্তি (খ) ক্ষমতা (গ) বেগ (ঘ) কার্য
উত্তর – সময় সাপেক্ষে কার্য করার হারকে বলে – (খ) ক্ষমতা।

3। নেগেটিভ কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল ও সরণের অন্তর্বর্তী কোণ – (ক) 0° (খ) 45° (গ) 90° (ঘ) 180°
উত্তর – নেগেটিভ কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল ও সরণের অন্তর্বর্তী কোণ – (ঘ) 180°।

4। কার্য (W) ও ক্ষমতা (P)-এর মধ্যে সম্পর্ক হল – (ক) P = W.t (খ) P = \(\frac{W}{t}\) (গ) P = \(\frac{W}{t^2}\) (ঘ) P = \(\sqrt{W.t}\)
উত্তর – কার্য (W) ও ক্ষমতা (P)-এর মধ্যে সম্পর্ক হল – (খ) P = \(\frac{W}{t}\)

5। শক্তির মাত্রীয় সংকেত – (ক) \(ML^2T^{-2}\) (খ) \(ML^2T^{-1}\) (গ) \(ML^2T^{-1}\) (ঘ) \(MLT^{-2}\)
উত্তর –

6। একটি বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি হয় – (ক) চারগুণ (খ) অর্ধেক (গ) দশগুণ (ঘ) আটগুণ
উত্তর – একটি বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি হয় – (ঘ) আটগুণ।

7। জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কি? – (ক) 1 J = 10 erg (খ) 1 J = 1010 erg (গ) 1 J = 107 erg (ঘ) 1 J = 105 erg
উত্তর – জুল ও আর্গের মধ্যে সম্পর্ক হল – (গ) 1 J = 107 erg

8। m ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 2h গভীরতায় রাখা হলে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুর স্থিতিশক্তি – (ক) -mgh (খ) mgh (গ) 2mgh (ঘ) -2mgh
উত্তর – m ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 2h গভীরতায় রাখা হলে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুর স্থিতিশক্তি – (ঘ) -2mgh.

9। 100 g ভরের একটি বস্তুকণার বেগ 1 m/s হলে বস্তুর গতিশক্তি হবে – (ক) 100 J (খ) 0.05 J (গ) 0.5 J (ঘ) 5 J
উত্তর – 100 g ভরের একটি বস্তুকণার বেগ 1 m/s হলে বস্তুর গতিশক্তি হবে – 0.05 J.

10। কোনো বস্তুর গতিশক্তি নির্ভর করে – (ক) শুধুমাত্র বস্তুর ভরের ওপর (খ) শুধুমাত্র গতিবেগের ওপর (গ) বস্তুর ভর ও গতিবেগের ওপর (ঘ) বস্তুর ভরও নয়, গতিবেগও নয়
উত্তর – কোনো বস্তুর গতিশক্তি নির্ভর করে – (গ) বস্তুর ভর ও গতিবেগের ওপর।


আরো পড়ো → অ্যাসিড, ক্ষার ও লবণ প্রশ্ন উত্তর

11। Z = কার্য/ক্ষমতা হলে, Z কোন রাশি? – (ক) সময় (খ) রৈখিক ভরবেগ (গ) গতিশক্তি (ঘ) স্থিতিশক্তি
উত্তর – Z = কার্য/ক্ষমতা হলে, Z হল – (ক) সময়।

12। 10g ভরের একটি বুলেটের বেগ 400 m/s হলে বুলেটটির গতিশক্তি হবে – (ক) 100 J (খ) 400 J (গ) 800 J (ঘ) 200 J
উত্তর – 10g ভরের একটি বুলেটের বেগ 400 m/s হলে বুলেটটির গতিশক্তি হবে – (গ) 800 J।

13। কোনো বস্তুর গতিশক্তি 4 গুণ হলে অন্তিম ও প্রাথমিক ভরবেগের অনুপাত হবে – (ক) 2 : 1 (খ) 4 : 1 (গ) 1 : 2 (ঘ) 1 : 4
উত্তর – কোনো বস্তুর গতিশক্তি 4 গুণ হলে অন্তিম ও প্রাথমিক ভরবেগের অনুপাত হবে – (ক) 2 : 1.

14। ঊর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তুর যান্ত্রিক শক্তি – (ক) সর্বোচ্চ বিন্দুতে সর্বাধিক (খ) সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন (গ) ভূমি স্পর্শ করার মুহূর্তে সর্বাধিক (ঘ) সকল বিন্দুতে সমান
উত্তর – ঊর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তুর যান্ত্রিক শক্তি – (ঘ) সকল বিন্দুতে সমান।

15। একটি গাড়ি অমসৃণ অনুভূমিক রাস্তা দিয়ে 15 m/s বেগে চলছে। রাস্তার ঘর্ষণ 500 N হলে ইঞ্জিনের ক্ষমতা – (ক) 2.5 kW (খ) 7.5 kW (গ) 5 kW (ঘ) 10 kW
উত্তর –


আরো পড়ো → জৈবনিক প্রক্রিয়া প্রশ্ন উত্তর

একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। একটি পাম্পের ক্ষমতা 1.2 kW বলতে কি বোঝ?
উত্তর – একটি পাম্পের ক্ষমতা 1.2 kW বলতে বোঝায় যে পাম্পটি 1 সেকেন্ডে 1.2 kJ বা 1200 J কার্য করতে পারে।

2। কার্যহীন বলের ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত?
উত্তর – কার্যহীন বলের ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণের মান 90°।

3। অশ্বক্ষমতা কিসের একক?
উত্তর – FPS পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক হল অশ্বক্ষমতা।

4। বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে?
উত্তর – বাঁধের জলে অভিকর্ষীয় স্থিতিশক্তি সঞ্চিত থাকে।

5। যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতির প্রযোজ্য হওয়ার শর্ত কি?
উত্তর – যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতির প্রযোজ্য হওয়ার শর্ত – কোনো শক্তি অপচয়কারী বল উপস্থিত থাকবে না।

6। কোন ধরণের যান্ত্রিক শক্তির মান ঋণাত্মক হতে পারে?
উত্তর – স্থিতিশক্তির মান ঋণাত্মক হতে পারে।

7। SI ও CGS পদ্ধতিতে কার্যের পরম একক কি?
উত্তর – SI পদ্ধতিতে কার্যের পরম একক জুল (J) ও CGS পদ্ধতিতে কার্যের পরম একক আর্গ (erg)।

8। একটি ইঞ্জিনের ক্ষমতা 5 অশ্বক্ষমতা বলতে কি বোঝো?
উত্তর – 1 অশ্বক্ষমতা = 746 ওয়াট,
সুতরাং 5 অশ্বক্ষমতা = 746 × 5 = 3730 ওয়াট।

9। দুটি ভেক্টর রাশির গুণফল ও স্কেলার রাশি-এমন একটি উদাহরণ দাও।
উত্তর – দুটি ভেক্টর রাশি – বল ও সরণ, এদের গুণফল কার্য হল স্কেলার রাশি।

10। ধনুক থেকে তির ছোড়া হল – এক্ষেত্রে শক্তির রূপান্তরটি কীরূপ?
উত্তর – ধনুকের ছিলার আকৃতি পরিবর্তনের জন্য ধনুকে সঞ্চিত স্থিতিশক্তি, তিরটির গতিশক্তিতে রূপান্তরিত হয়।


আরো পড়ো → দ্রবণ প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel