শ্রেণি – নবম | বিভাগ – বাংলা | নোঙর – প্রশ্ন উত্তর – Nongor Question Answer
এই পর্বে রইল নবম শ্রেণির বাংলা বিভাগের নোঙর কবিতা থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]
১। পাড়ি দিতে দূর সিন্ধুপারে / নোঙর গিয়েছে পড়ে … ক) সমুদ্রের গভীরে খ) বালিয়াড়িতে গ) তটের কিনারে ঘ) সমুদ্র সৈকত
উত্তর- পাড়ি দিতে দূর সিন্ধুপারে / নোঙর গিয়েছে পড়ে … গ) তটের কিনারে।
২। ‘নোঙর’ কিসের প্রতীক? ক) গতিহীনতার খ) গতির গ) নতুনত্বের ঘ) চিরাচরিতের
উত্তর- ‘নোঙর’ ক) গতিহীনতার প্রতীক
৩। স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দাঁড়ের – ক) টানে খ) নিক্ষেপে গ) গতিতে ঘ) শব্দে
উত্তর- স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দাঁড়ের – খ) নিক্ষেপে।
৪। ‘নোঙর’ কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হল- ক) ছায়ার কল্পনা খ) শাদা মেঘ কালো পাহাড় গ) কুসুমের মাস ঘ) নষ্ট চাঁদ
উত্তর- ‘নোঙর’ কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হল- খ) শাদা মেঘ কালো পাহাড়।
৫। সারারাত মিছে – ক) ঢেউগুলি খ) জল তুলি গ) পাল তুলি ঘ) দাঁড় টানি
উত্তর – সারারাত মিছে দাঁড় টানি।
৬। “… বাঁধা তবু এ নৌকা চিরকাল” – নৌকা বাঁধা আছে – ক) নদীতটে খ) কাছিতে গ) নোঙরের কাছিতে ঘ) নোঙরে
উত্তর – নৌকা বাঁধা আছে গ) নোঙরের কাছিতে
৭। ‘তারার দিকে চেয়ে’ – কবি কিসের নিশানা করেন – ক) গন্তব্যের খ) দিকের গ) জীবনের ঘ) ভবিষ্যতের
উত্তর) কবি তারার দিকে চেয়ে খ) দিকের নিশানা করেন।
৮। “আমার বাণিজ্য-তরী বাঁধা পড়ে আছে” – বাণিজ্য তরী যেখানে বাঁধা আছে – ক) তটের কাছে খ) সমুদ্রের কাছে গ) নোঙরের কাছে ঘ) নদীর কাছে
উত্তর – নোঙর বাঁধা আছে ক) তটের কাছে।
৯। “তারপর ভাঁটার শোষণ” – ভাঁটার শোষণ কি করে? ক) তরিকে দুলিয়ে দেয় খ) তরিকে দূরে নিয়ে যায় গ) স্রোতের প্রবল প্রাণ আহরণ করে ঘ) সমুদ্রের হাওয়া
উত্তর – ভাঁটার শোষণ গ) স্রোতের প্রবল প্রাণ আহরণ করে।
১০। ‘তরী ভরা পণ্য’ নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চেয়েছিলেন – ক) নতুন দেশে খ) সপ্তসিন্ধুপারে গ) অজানা সমুদ্রে ঘ) দুরের বন্দরে।
উত্তর – ‘তরী ভরা পণ্য’ নিয়ে কবি খ) সপ্তসিন্ধুপারে পাড়ি দিতে চেয়েছিলেন।
আরো পড়ো → হিমালয় দর্শন প্রশ্ন উত্তর
একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]
১। ‘নোঙর’ কবিতাটি কোন মূলগ্রন্থের অন্তর্গত?
উত্তর – ‘নোঙর’ কবিতাটি কবি অজিত দত্তের লেখা “শাদা মেঘ কালো পাহাড়” মূলগ্রন্থের অন্তর্গত।
২। ‘তারপর ভাঁটার শোষণ’ – ভাঁটার শোষণ কি করে?
উত্তর – ভাঁটার শোষণ স্রোতের প্রবল প্রাণ আহরণ করে এর অর্থ স্রোতের প্রবল গতিকে স্তিমিত করে।
৩। কেন কবির সপ্তসিন্ধুপারে পাড়ি দেওয়ার সংকল্প পূরণ হয় না?
উত্তর – কবির সপ্তসিন্ধুপারে পাড়ি দেওয়ার সংকল্প পূরণ হয় না কারণ তটের কিনারে নোঙর পড়ে যাওয়ায় কবির নৌকা বাঁধা পড়ে যায়।
৪। ‘সারারাত তবু দাঁড় টানি’ – কবি কেন ‘তবু’ শব্দটি ব্যবহার করেছেন?
উত্তর – কবির নৌকা তটের কিনারে নোঙরে পড়ে গেলেও যেহেতু দাঁড় টানা থামেনি, সেহেতু সেই বিরামহীনতাকে বোঝানো জন্য কবি ‘তবু’ শব্দটি ব্যবহার করেছেন।
৫। ‘নোঙর গিয়ে পড়ে…’ – নোঙর কোথায় পড়ে গিয়েছে?
উত্তর – নোঙর তটের কিনারায় পড়ে গিয়েছে।
৬। ‘নোঙর’ কবিতায় ‘নোঙর’ ও ‘নৌকা’ কীসের প্রতীক?
উত্তর – ‘নোঙর’ কবিতায় ‘নোঙর’ বন্ধন বা স্থিতির প্রতীক ও ‘নৌকা’ গতির প্রতীক?
৭। ‘তারার দিকে’ চেয়ে কবি কি করেন?
উত্তর – ‘তারার দিকে’ চেয়ে কবি দিকের নিশানা করেন।
৮। ‘সারারাত মিছে দাঁড় টানি’ – কি করে সারারাতের দাঁড় টানা মিছে হয়ে যায়?
উত্তর – কবির নৌকা তটের কিনারে নোঙরে বাঁধা পড়েছে, যার ফলে দাঁড় টেনে এগানো যায় না। তাই সারারাতের দাঁড় টানা মিছে হয়ে গেল।
৯। কখন কবি স্রোতের বিদ্রূপ শোনেন?
উত্তর – যখনই কবি স্রোতের মধ্য দিয়ে দাঁড় টানেন তখনই কবি স্রোতের বিদ্রূপ শোনেন।
১০। ‘আমার বাণিজ্য-তরী বাঁধা পড়ে আছে।’ – কবির বাণিজ্য-তরী কিভাবে কোথায় বাঁধা পড়ে আছে?
উত্তর – কবির বাণিজ্য-তরী জোয়ারভাটায় বাঁধা তটের কাছে নোঙরে বাঁধা পড়ে আছে।
আরো পড়ো → খেয়া প্রশ্ন উত্তর
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।