শব্দ প্রশ্ন উত্তর | ভৌতবিজ্ঞান | Sound Question Answer | Class 9 | WBBSE

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
Sound Question Answer
শ্রেণি – নবম | বিভাগ – ভৌতবিজ্ঞান | অধ্যায় – শব্দ – প্রশ্ন উত্তর – Sobdo Question Answer (Chapter 5)

এই পর্বে রইল নবম শ্রেণির ভৌতবিজ্ঞান বিভাগের অধ্যায় – শব্দ থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। শব্দ নীচের কোন মাধ্যমের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি বেগে বিস্তার লাভ করে? (ক) গ্যাসীয় মাধ্যম (খ) তরল মাধ্যম (গ) কঠিন মাধ্যম (ঘ) শূন্যস্থান
উত্তর – শব্দ (গ) কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি বেগে বিস্তার লাভ করে।

2। শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের পাল্লা হল – (ক) 40 Hz – 40K Hz (খ) 20 Hz – 20K Hz (গ) 20 Hz – 10K Hz (ঘ) 40 Hz – 20K Hz
উত্তর – শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের পাল্লা হল – (খ) 20 Hz – 20K Hz

3। একটি জেট প্লেন সুপারসনিক বেগে চলছে। এর ম্যাক সংখ্যা- (ক) 1-এর চেয়ে বেশি (খ) 100-এর সমান (গ) 1 অপেক্ষা কম (ঘ) 1-এর সমান
উত্তর –

4। ভূমিকম্প উৎপন্ন করে – (ক) শ্রবণযোগ্য শব্দ (খ) শব্দোত্তর শব্দ (গ) শব্দেতর শব্দ (ঘ) কোনোটিই নয়
উত্তর – ভূমিকম্প উৎপন্ন করে – (গ) শব্দেতর শব্দ।

5। সুরবর্জিত শব্দ হল – (ক) বেহালার শব্দ (খ) পটাকার শব্দ (গ) হারমোনিয়ামের শব্দ (ঘ) গিটারের শব্দ
উত্তর – সুরবর্জিত শব্দ হল – (খ) পটাকার শব্দ।

6। বাদুড় তার গতিপথ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করে – (ক) শব্দোত্তর শব্দ (খ) শব্দেতর শব্দ (গ) শ্রুতিগোচর (ঘ) কোনোটিই নয়
উত্তর – বাদুড় তার গতিপথ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করে – (ক) শব্দোত্তর শব্দ।

7। মানুষ 1 s সময়ে যতগুলি পদাংশ সর্বাধিক উচ্চারণ করতে পারে তা হল (ক) 4 (খ) 10 (গ) 6 (ঘ) 5
উত্তর – মানুষ 1 s সময়ে যতগুলি পদাংশ সর্বাধিক উচ্চারণ করতে পারে তা হল (ঘ) 5।

8। যে রাশিটি পরিমাপযোগ্য সেটি হল (ক) প্রাবল্য (খ) গুণ (গ) তীব্রতা (ঘ) তীক্ষ্ণতা
উত্তর – যে রাশিটি পরিমাপযোগ্য সেটি হল (গ) তীব্রতা।

9। শব্দ সঞ্চালিত হতে পারে – (ক) কঠিন, তরল ও গ্যাসীয় মাধ্যমে (খ) শূন্যস্থানে (গ) শুধুমাত্র গ্যাসীয় মাধ্যমে (ঘ) শুধুমাত্র কঠিন ও তরল মাধ্যমে
উত্তর – শব্দ সঞ্চালিত হতে পারে – (ক) কঠিন, তরল ও গ্যাসীয় মাধ্যমে।

10। শব্দ উৎসের কম্পাঙ্ক বৃদ্ধির সঙ্গে শব্দের তীক্ষ্ণতা – (ক) কমে (খ) বাড়ে (গ) প্রথমে বাড়ে, পরে কমে (ঘ) একই থাকে
উত্তর – শব্দ উৎসের কম্পাঙ্ক বৃদ্ধির সঙ্গে শব্দের তীক্ষ্ণতা – (খ) বাড়ে।


আরো পড়ো → তাপ অধ্যায়ের প্রশ্ন উত্তর

11। 2 m তরঙ্গদৈর্ঘ্যের একটি শব্দতরঙ্গের গতিবেগ 350 m/s। শব্দতরঙ্গের কম্পাঙ্ক হল – (ক) 700 Hz (খ) 170 Hz (গ) 350 Hz (ঘ) 175 Hz
উত্তর – 2 m তরঙ্গদৈর্ঘ্যের একটি শব্দতরঙ্গের গতিবেগ 350 m/s। শব্দতরঙ্গের কম্পাঙ্ক হল -(ঘ) 175 Hz।

12। আল্ট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত হয় – (ক) শব্দোত্তর তরঙ্গ (খ) শব্দেতর তরঙ্গ (গ) শ্রুতিগোচর শব্দ (ঘ) আলোকতরঙ্গ
উত্তর – ।

13। ডেসিবেল এককে পরিমাপ করা হয় – (ক) পর্যায়কাল (খ) তীব্রতা লেভেলের পার্থক্য (গ) তরঙ্গদৈর্ঘ্য (ঘ) কম্পাঙ্ক
উত্তর – ডেসিবেল এককে পরিমাপ করা হয় – (খ) তীব্রতা লেভেলের পার্থক্য।

14। প্রাবল্য নির্ভর করে – (ক) স্বনকের আকারের ওপর (খ) শব্দের কম্পাঙ্কের ওপর (গ) উপসুরের ওপর (ঘ) শব্দের বেগের ওপর
উত্তর – প্রাবল্য নির্ভর করে – (ক) স্বনকের আকারের ওপর।

15। শব্দের প্রতিফলনের ফলে – (ক) তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তিত হয় (খ) শক্তি পরিবর্তিত হয় (গ) কম্পাঙ্ক পরিবর্তিত হয় (ঘ) কোনোটিই নয়
উত্তর – শব্দের প্রতিফলনের ফলে – (খ) শক্তি পরিবর্তিত হয়।
wb-porashona-to-the-point-ebook-class-nine-history-geography

একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। ম্যাক সংখ্যা কি?
উত্তর – কোনো বস্তুর বেগ ও ওই মাধ্যমে শব্দের বেগের অনুপাতকে বস্তুটির ম্যাক সংখ্যা বলে।

2। শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের পাল্লা কত?
উত্তর – শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের পাল্লা হল 20 Hz থেকে 2000 Hz।

3। কম্পাঙ্কের একক কি?
উত্তর – কম্পাঙ্কের একক হল হার্জ (Hertz).

4। বাঁশিতে কীভাবে শব্দ উৎপন্ন হয়?
উত্তর – বাঁশিতে বায়ুর কণাগুলির কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়।

5। অনুদৈর্ঘ্য তরঙ্গের একটি উদাহরণ দাও।
উত্তর – অনুদৈর্ঘ্য তরঙ্গের একটি উদাহরণ হল বায়ু মাধ্যমে সঞ্চালিত শব্দ।

6। জড় মাধ্যম ছাড়া শব্দ বিস্তার লাভ করতে পারে না কেন?
উত্তর – শব্দতরঙ্গ হল স্থিতিস্থাপক তরঙ্গ। আর স্থিতিস্থাপক তরঙ্গের বিস্তার লাভের জন্য জড় মাধ্যমের প্রয়োজন। তাই জড় মাধ্যম ছাড়া শব্দ বিস্তার লাভ করতে পারে না।

7। চিকিৎসাক্ষেত্রে শব্দোত্তর শব্দতরঙ্গের একটি ব্যবহারিক প্রয়োগ লেখ।
উত্তর – চিকিৎসাক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি করতে শব্দোত্তর শব্দতরঙ্গ ব্যবহার করা হয়।

8। শব্দ জলের মধ্যে দিয়ে যেতে পারে কি?
উত্তর – হ্যাঁ, শব্দ জলের মধ্যে দিয়ে যেতে পারে।

9। বেল বা ডেসিবেল কোন রাশির একক?
উত্তর – শব্দের তীব্রতা লেভেলের পার্থক্যের একক হল বেল বা ডেসিবেল।

10। ময়লা জামাকাপড় পরিষ্কার করতে কোন ধরণের শব্দতরঙ্গ ব্যবহার করা হয়?
উত্তর – ময়লা জামাকাপড় পরিষ্কার করতে শব্দোত্তর শব্দতরঙ্গ ব্যবহার করা হয়।


আরো পড়ো → জল অধ্যায়ের প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel