
শ্রেণি – অষ্টম | বিভাগ – বিজ্ঞান | অধ্যায় – তাপ| Tap [Heat] (Chapter 1.3)
অষ্টম শ্রেণির বিজ্ঞান ও পরিবেশ বিভাগের তাপ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।
সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। 1 গ্রাম ভরের বস্তুর উষ্ণতা 1℃ বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ x হলে, 5 গ্রাম ভরের বস্তুর উষ্ণতা 2℃ বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ – ক) 5x খ) 2x গ) x ঘ) 10x
উত্তর – 1 গ্রাম ভরের বস্তুর উষ্ণতা 1℃ বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ x হলে, 5 গ্রাম ভরের বস্তুর উষ্ণতা 2℃ বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ – ঘ) 10x।
২। চাপ বাড়ালে জলের স্ফুটনাঙ্ক – ক) বাড়ে খ) কমে গ) স্থির থাকে ঘ) কখনও বাড়ে, কখনও কমে
উত্তর – চাপ বাড়ালে জলের স্ফুটনাঙ্ক – ক) বাড়ে।
৩। তাপের অধিকতম সুপরিবাহী ধাতুটি হল – ক) লোহা খ) তামা গ) রূপো ঘ) সোনা
উত্তর – তাপের অধিকতম সুপরিবাহী ধাতুটি হল – গ) রূপো।
৪। শিশির জমার উপযোগী আকাশ হল- ক) মেঘযুক্ত খ) মেঘাচ্ছন্ন গ) স্বল্প মেঘাচ্ছন্ন ঘ) মেঘহীন
উত্তর – শিশির জমার উপযোগী আকাশ হল- ঘ) মেঘহীন।
৫। বাষ্পায়নে তরলের তাপমাত্রা – ক) বাড়ে খ) কমে গ) একই থাকে ঘ) কোনোটিই নয়
উত্তর – বাষ্পায়নে তরলের তাপমাত্রা – খ) কমে।
আরো পড়ো → পদার্থের গঠন প্রশ্ন উত্তর
৬। লীন তাপ থার্মোমিটারের পাঠ – ক) পরিবর্তন করে না খ) পরিবর্তন করে গ) কখনও পরিবর্তন করে করে আবার কখনও করে না ঘ) কোনোটিই নয়
উত্তর – লীন তাপ থার্মোমিটারের পাঠ – ক) পরিবর্তন করে না।
৭। তাপের পরিচলন হয় – ক) যে-কোনো মাধ্যমে খ) কঠিন মাধ্যমে গ) তরল ও গ্যাসীয় মাধ্যমে ঘ) শূন্য মাধ্যমে
উত্তরঃ তাপের পরিচলন হয় – গ) তরল ও গ্যাসীয় মাধ্যমে।
৮। 0℃ উষ্ণতায় 1 গ্রাম বরফে একই উষ্ণতার জলের তুলনায় তাপ – ক) কম থাকে খ) বেশি থাকে গ) সমান থাকে ঘ) কোনোটিই নয়
উত্তর – 0℃ উষ্ণতায় 1 গ্রাম বরফে একই উষ্ণতার জলের তুলনায় তাপ – ক) কম থাকে।
৯। পরিবহণ পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় – ক) শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে খ) শুধুমাত্র তরল পদার্থের মধ্য দিয়ে গ) শুধুমাত্র গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে
ঘ) তরল, কঠিন, গ্যাসীয় সব পদার্থের মধ্য দিয়ে
উত্তর – পরিবহণ পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় – ঘ) তরল, কঠিন, গ্যাসীয় সব পদার্থের মধ্য দিয়ে।
১০। বরফ গলনের লীন তাপ – ক) 80 cal/g খ) 573 cal/g গ) 40 cal/g ঘ) কোনোটিই নয়
উত্তর – বরফ গলনের লীন তাপ – ক) 80 cal/g।
অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]
১। তাপের সংজ্ঞা দাও।
উত্তর – তাপ একপ্রকার শক্তি যা কোনো বস্তু গ্রহণ করলে উত্তপ্ত হয় এবং বর্জন করলে শীতল হয়।
২। নির্দিষ্ট হিমাঙ্ক বা গলনাঙ্ক নেই এমন কঠিন পদার্থের উদাহরণ দাও।
উত্তর – নির্দিষ্ট হিমাঙ্ক বা গলনাঙ্ক নেই এমন কঠিন পদার্থের উদাহরণ হল – কাচ, মাখন, চর্বি, মোম ইত্যাদি।
৩। থার্মোফ্লাস্কে কাচের দেয়াল দুটির মধ্যবর্তী অংশ বায়ুশূন্য হওয়ায় কোন পদ্ধতিতে তাপ সঞ্চালন রোধ করা যায়?
উত্তর – থার্মোফ্লাস্কে কাচের দেয়াল দুটির মধ্যবর্তী অংশ বায়ুশূন্য হওয়ায় পরিবহণ ও পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালন রোধ করা যায়।
৪। তরল মোম কঠিন মোমে পরিণত হলে আয়তনে বাড়ে না কমে?
উত্তর – তরল মোম কঠিন মোমে পরিণত হলে আয়তনে কমে।
৫। কোন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না?
উত্তর – বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না।
আরো পড়ো → পল্লীসমাজ প্রশ্ন উত্তর
৬। এক বায়ুমণ্ডলীয় চাপের সমান চাপ বাড়লে মোমের গলনাঙ্ক কি পরিমাণ পরিবর্তিত হয়?
উত্তর – এক বায়ুমণ্ডলীয় চাপের সমান চাপ বাড়লে মোমের গলনাঙ্ক প্রায় 0.04℃ বেড়ে যায়।
৭। সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে?
উত্তর – সূর্য থেকে পৃথিবীতে বিকিরণ পদ্ধতিতে তাপ আসে।
৮। হিমমিশ্রের একটি ব্যবহার লেখো।
উত্তর – মাছ সংরক্ষণে হিমমিশ্র ব্যবহার করা হয়।
৯। কোন জাতীয় তাপ সঞ্চালনে মাধ্যমের অণুগুলি স্থানচ্যুত হয়?
উত্তর – পরিচলন পদ্ধতি তাপ সঞ্চালনে মাধ্যমের অণুগুলি স্থানচ্যুত হয়।
১০। এক ক্যালোরির সংজ্ঞা দাও।
উত্তর – এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, তাকে এক ক্যালোরি (1 cal) বলা হয়।
আরো পড়ো → মেঘ ও বৃষ্টি প্রশ্ন উত্তর
১১। একটি তাপের সুপরিবাহী অধাতুর নাম লেখো।
উত্তর – একটি তাপের সুপরিবাহী অধাতু হল গ্রাফাইট।
১২। ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য কি?
উত্তর – ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য হল এটি উচ্চ রোধ ও কম গলনাঙ্কবিশিষ্ট।
১৩। ঘনীভবন কাকে বলে?
উত্তর – কোনো পদার্থের বাষ্প অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলে।
১৪। আপেক্ষিক তাপ কাকে বলে?
উত্তর – কোনো পদার্থের একক ভরের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে।
১৫। বাষ্পায়ন কাকে বলে?
উত্তর – যে-কোনো উষ্ণতায় কোনো তরল পদার্থের উপরিতল থেকে তরলের ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ায়কে বাষ্পায়ন বলে।
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।