জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ – প্রশ্ন উত্তর | Jatiyotabader Prathomik Bikash – Question Answer | Chapter – 6 | অষ্টম শ্রেণী | History

পড়া মনে রাখার সেরা উপায়! 👇

to-the-point-ebook
jatiyotabader-prathomik-bikash-history-chapter-6-class-7-wbbse
শ্রেণি – অষ্টম | বিভাগ – ইতিহাস | অধ্যায় – জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ | atiyotabader Prathomik Bikash (Chapter 6)

এই পর্বে রইল অষ্টম শ্রেণির ইতিহাস বিভাগের ষষ্ঠ অধ্যায় – জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ থেকে রইল সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন কর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল – ক) পুনা শহরে খ) কলকাতা শহরে গ) বোম্বাই শহরে ঘ) মাদ্রাজ শহরে
উত্তর – ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল – গ) বোম্বাই শহরে।

২। চরমপন্থার প্রবক্তা ছিলেন না – ক) অরবিন্দ ঘোষ খ) বিপিনচন্দ্র পাল গ) গোপালকৃষ্ণ গোখলে ঘ) ব্রহ্মবান্ধব উপাধ্যায়
উত্তর – চরমপন্থার প্রবক্তা ছিলেন না – গ) গোপালকৃষ্ণ গোখলে।

৩। ভারতসভার প্রতিষ্ঠাতা ছিলেন – ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু খ) শিশির কুমার ঘোষ ও আনন্দমোহন বসু গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঘ) নবগোপাল মিত্র ও শিশির কুমার ঘোষ
উত্তর – ভারতসভার প্রতিষ্ঠাতা ছিলেন – ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু।

৪। ‘ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক’ বলা হয় – ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে খ) উমেশচন্দ্র দত্তকে গ) অ্যালান অক্টাভিয়ান হিউমকে ঘ) উইলিয়ম ওয়েডারবার্নকে
উত্তর – ‘ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক’ বলা হয় – গ) অ্যালান অক্টাভিয়ান হিউমকে।

৫। “স্বরাজ আমার জন্মগত অধিকার”- এই উক্তিটি করেন – ক) লালা লাজপত রাই খ) বাল গঙ্গাধর তিলক গ) বিপিনচন্দ্র পাল ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উত্তর – “স্বরাজ আমার জন্মগত অধিকার”- এই উক্তিটি করেন – খ) বাল গঙ্গাধর তিলক।


আরো পড়ো → গাছের কথা প্রবন্ধের প্রশ্ন উত্তর

৬। কোন কোন অঞ্চলকে কেন্দ্র করে চরমপন্থার বিকাশ ঘটে? ক) বাংলা, বোম্বাই ও মাদ্রাজ খ) বোম্বাই, পাঞ্জাব ও মহারাষ্ট্র গ) বাংলা, মহারাষ্ট্র ও পাঞ্জাব ঘ) মাদ্রাজ, বাংলা ও মহারাষ্ট্র
উত্তর – গ) বাংলা, মহারাষ্ট্র ও পাঞ্জাব অঞ্চলকে কেন্দ্র করে চরমপন্থার বিকাশ ঘটে।

৭। বঙ্গবিভাজনের উদ্যোগ নিয়েছিলেন – ক) লর্ড কার্জন খ) লর্ড ক্যানিং গ) লর্ড ডাফরিন ঘ) লর্ড অকল্যান্ড
উত্তর – বঙ্গবিভাজনের উদ্যোগ নিয়েছিলেন – ক) লর্ড কার্জন।

৮। বিংশ শতকের শুরুতে প্রতিষ্ঠিত একটি ‘স্বদেশী’ শিল্প প্রতিষ্ঠানের নাম হল – ক) আসাম টি কোম্পানি খ) কার-টেগোর কোম্পানি গ) বেঙ্গল কেমিক্যাল ঘ) সিন্ধিয়া স্টিম নেভিগেশন কোম্পানি
উত্তর – বিংশ শতকের শুরুতে প্রতিষ্ঠিত একটি ‘স্বদেশী’ শিল্প প্রতিষ্ঠানের নাম হল – গ) বেঙ্গল কেমিক্যাল।

৯। ‘অনুশীলন সমিতি’-র প্রতিষ্ঠা হয় – ক) ১৯০০ খ্রিস্টাব্দে খ) ১৯০২ খ্রিস্টাব্দে গ) ১৯০৪ খ্রিস্টাব্দে ঘ) ১৯০৬ খ্রিস্টাব্দে
উত্তর – ‘অনুশীলন সমিতি’-র প্রতিষ্ঠা হয় – খ) ১৯০২ খ্রিস্টাব্দে।

১০। ভারতের রাজধানী কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় – ক) পুনাতে খ) মাদ্রাজে গ) দিল্লিতে ঘ) বোম্বাইতে
উত্তর – ভারতের রাজধানী কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় – গ) দিল্লিতে।

অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। ভারতীয় জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর – ভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

২। জাতীয় কংগ্রেসের প্রথম সভার সভাপতি কে ছিলেন?
উত্তর – জাতীয় কংগ্রেসের প্রথম সভার সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

৩। কোন সময়কালকে ‘সভাসমিতির যুগ’ বলে অভিহিত করা হয়?
উত্তর – ১৮৫৭ থেকে ১৮৮৫ খ্রিস্টাব্দ সময়কালকে ‘সভাসমিতির যুগ’ বলে অভিহিত করা হয়।

৪। উনিশ শতকে ‘সভাসমিতির যুগ’ কে বলেছেন?
উত্তর – উনিশ শতকে ‘সভাসমিতির যুগ’ বলেছেন ঐতিহাসিক অনিল শীল।

৫। কত খ্রিস্টাব্দে ‘ইন্ডিয়ান লিগ’ প্রতিষ্ঠিত হয়?
উত্তর – ১৮৭৫ খ্রিস্টাব্দে ‘ইন্ডিয়ান লিগ’ প্রতিষ্ঠিত হয়।


 

আরো পড়ো → রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন উত্তর

৬। কত খ্রিস্টাব্দে ‘ভারতসভা’ গঠিত হয়?
উত্তর – ১৮৭৬ খ্রিস্টাব্দে ‘ভারতসভা’ গঠিত হয়।

৭। ‘ভারতের বৃদ্ধ মানুষ’ (The Grand Old Man) কাকে বলা হয়?
উত্তর – দাদাভাই নৌরজিকে ‘ভারতের বৃদ্ধ মানুষ’ (The Grand Old Man) বলা হয়।

৮। ‘Poverty and Unbritish Rule in India’ গ্রন্থের লেখক কে?
উত্তর – ‘Poverty and Unbritish Rule in India’ গ্রন্থের লেখক দাদাভাই নৌরজি।

৯। কে ‘নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন’ জারি করেন?
উত্তর – লর্ড নর্থব্রুক ১৮৭৬ খ্রিস্টাব্দে ‘নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন’ জারি করেন।

১০। কত খ্রিস্টাব্দে ‘দেশীয় মুদ্রণ আইন’ বাতিল করা হয়?
উত্তর – ১৮৮১ খ্রিস্টাব্দে ‘দেশীয় মুদ্রণ আইন’ বাতিল করা হয়।


আরো পড়ো → মেঘ – বৃষ্টি অধ্যায়ের প্রশ্ন উত্তর

১১। ‘অস্ত্র আইন’ কে জারি করেন?
উত্তর – ‘অস্ত্র আইন’ জারি করেন লর্ড লিটন।

১২। প্রতিষ্ঠার প্রথম দু-দশকের কার্যকলাপের নিরিখে বিচার করলে কংগ্রেসের আদিপর্বের নেতৃত্বকে কি বলা হয়?
উত্তর – প্রতিষ্ঠার প্রথম দু-দশকের কার্যকলাপের নিরিখে বিচার করলে কংগ্রেসের আদিপর্বের নেতৃত্বকে নরমপন্থী বলা হয়।

১৩। একজন অর্থনৈতিক জাতীয়তাবাদীর নাম লেখো।
উত্তর – একজন অর্থনৈতিক জাতীয়তাবাদীর নাম দাদাভাই নৌরজি।

১৪। কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ চরম আকার ধারণ করে?
উত্তর – সুরাট অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ চরম আকার ধারণ করে।

১৫। কবে সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করা হয়?
উত্তর – ১৯০৫ খ্রিস্টাব্দের ১৯ জুলাই সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করা হয়।


আরো পড়ো → অষ্টম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উত্তর

১৬। ‘ভারতমাতা’ চিত্রটি কার আঁকা?
উত্তর – ‘ভারতমাতা’ চিত্রটি অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা।

১৭। ‘ভারতের বিপ্লববাদের জনক’ কাকে বলা হয়?
উত্তর – বাসুদেও বলবন্ত ফাদকে-কে ‘ভারতের বিপ্লববাদের জনক’ বলা হয়।

১৮। ‘অনুশীলন সমিতি’ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর – ‘অনুশীলন সমিতি’ প্রতিষ্ঠা করেছিলেন সতীশচন্দ্র বসু।

১৯। কত খ্রিস্টাব্দে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারার উদ্যোগ নেন?
উত্তর – ১৯০৮ খ্রিস্টাব্দের ৩০ এপ্রিল ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারার উদ্যোগ নেন।

২০। কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়?
উত্তর – ১৯১১ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়।

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (SAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ২/৩]

১। ‘সভাসমিতির যুগ’ কাকে বলে?
উত্তর – ইংরেজ ঔপনিবেশিক শাসনে নতুন ভূমি বন্দোবস্ত, নতুন শিল্প-বাণিজ্য ও পাশ্চাত্য শিক্ষা ভারতীয় সমাজে পুঁজিবাদী উচ্চবিত্ত শ্রেণি গড়ে তোলে। তারা শ্রেণিস্বার্থ রক্ষার জন্য বিভিন্ন সভাসমিতি প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিলেন।
সভাসমিতিসমূহ: ১৮৩৬ খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠার মধ্য দিয়ে সূচনা এবং ১৮৫৫ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার মধ্য দিয়ে ‘সভাসমিতির যুগ’ শেষ হয়। এ যুগের উল্লেখযোগ্য সমিতিগুলি ছিল – ব্রিটিশ-ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, পুনা সার্বজনিক সভা, বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন, মাদ্রাজ মহাজন সভা, কলকাতায় ইন্ডিয়ান লিগ ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তারপর প্রতিষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতের প্রত্যেকটি প্রেসিডেন্সি শহর ও অন্যান্য শহরে এই সময়ে (১৮৫৭-১৮৮৫ খ্রি.) বহু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে অধ্যাপক অনিল শীল এই সময়কালকে সভাসমিতির যুগ বলে অভিহিত করেছেন।

২। ‘ইলবার্ট বিল’ কি?
উত্তর – ভারতের উদারপন্থী বড়োলাট লর্ড রিপন-এর নির্দেশে আইনসচিব স্যার কোর্টনি পেরিগ্রিন ইলবার্ট ইউরোপীয় ও ভারতীয় বিচারকদের বিচার ব্যবস্থার সমতা দানের উদ্দেশ্যে এই বিল বা খসড়া তৈরি করেন (১৮৮৩ খ্রি.)।
ইলবার্ট বিল: একজন ভারতীয় সেশন জজ একজন ইউরোপীয় সেশন জজ-এর সমমর্যাদার অধিকারী হলেও সমক্ষমতাসম্পন্ন ছিলেন না। একজন ভারতীয় জজ একজন ইউরোপীয় অপরাধীর বিচার করতে পারতেন না। ইলবার্ট বিল ভারতীয় সেশন জজদের সেই অধিকার প্রদান করে।
পরিণতি: এই বিল-এর বিরুদ্ধে ইউরোপীয়রা ডিফেন্স অ্যাসোসিয়েশন গঠন করে তুমুল আন্দোলন করে। শেষে ইউরোপীয়দের স্বার্থরক্ষার জন্য জুরিব্যবস্থা যুক্ত করে বিলটি পাস হওয়ায় বিলিটির প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হয়।


আরো পড়ো → কি করে বুঝবো প্রশ্ন উত্তর

৩। ‘Safety Valve’ তত্ত্ব কি?
উত্তর – জাতীয়তাবাদী ভারতীয়দের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠন হিসেবে ১৮৮৫ খ্রিস্টাব্দে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ভারতের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ঘটনা। ঐতিহাসিক রজনীপাম দত্ত জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার অন্যতম প্রধান উপাদান হিসেবে ‘সেফটি ভালভ’ তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছেন।
‘Safety Valve বা সেফটি ভালভ’ তত্ত্ব:
ক) ঐতিহাসিক রজনীপাম দত্ত দেখিয়েছেন যে, ভারতীয়দের জাতীয়তাবাদী আন্দোলন থেকে ব্রিটিশ শাসনকে রক্ষার উদ্দেশ্যে হিউম কংগ্রেস গঠনের পরিকল্পনা গ্রহণ করেছিলেন।
খ) ভারতবর্ষে ক্রমবর্ধমান ব্রিটিশ-বিরোধী অসন্তোষের প্রেক্ষাপটে হিউম ‘সেফটি ভালভ’ হিসেবে ভারতবাসী যাতে ব্রিটিশ বিরোধিতার পথে না গিয়ে আইনসম্মত পদ্ধতিতে তাদের অভাব অভিযোগ পেশ করতে পারে সে বিষয়ে সচেষ্ট হন।

৪। টীকা লেখো: নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন।
উত্তর – ঊনবিংশ শতকে নাটকের মাধ্যমে ভারতীয়দের জাতীয়তাবোধকে জাগিয়ে তোলার প্রয়াস দেখা যায়। ব্রিটিশদের অত্যাচার বিষয়ক বিভিন্ন নাটক, থিয়েটার ইত্যাদির মাধ্যমে জনমানসে তীব্র ব্রিটিশ বিরোধিতা জন্ম নেয়।
নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন: এমতাবস্থায় ব্রিটিশদের সুরক্ষা নিশ্চিত করতে বড়োলাট লর্ড নর্থব্রুক ১৮৭৬ খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেন।
উদ্দেশ্য: এই আইনের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী ভাবধারার নাটকগুলির প্রচার বন্ধ করা।
ভারতীয়দের প্রতিক্রিয়া: নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন-এর বিরুদ্ধে দেশ জুড়ে চরম অসন্তোষ ও তীব্র আন্দোলন শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান বিশেষত ভারতসভা এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

৫। বঙ্গভঙ্গের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য কি ছিল?
উত্তর – বাংলায় ব্রিটিশ শাসন বিরোধী রাজনৈতিক শক্তিগুলিকে দুর্বল করা এবং ব্রিটিশ সরকারের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে লর্ড কার্জন ১৯০৫ খ্রিস্টাব্দে ১৬ অক্টোবর বঙ্গভঙ্গের পরিকল্পনা কার্যকর করেন।
বঙ্গভঙ্গের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য: বঙ্গভঙ্গের পিছনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যগুলি হল –
ক) জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করাঃ ভারতবর্ষের রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রবিন্দু বাংলাকে দ্বিখণ্ডিত করার মধ্য দিয়ে লর্ড কার্জন প্রকৃতপক্ষে জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করে দিতে চেয়েছিলেন।
খ) হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টিঃ হিন্দু-মুসলমানের ঐক্যে ফাটল ধরিয়ে তাদের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ বপন করে ব্রিটিশদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করাই ছিল লর্ড কার্জনের অন্যতম উদ্দেশ্য।


WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel