তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া প্রশ্ন উত্তর | Electricity and Chemical Reactions Question Answer WBBSE

পড়া মনে রাখার সেরা উপায়! 👇

to-the-point-ebook
toritprobaho-rasayonik-bikriya
শ্রেণি – দশম | বিভাগ – ভৌতবিজ্ঞান| অধ্যায় – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া – Electricity and Chemical Reactions | Torit Probaho O Rasayonik Bikriya (Chapter 8.3)

এই পর্বে রইল দশম শ্রেণির ভৌতবিজ্ঞান বিভাগের অষ্টম অধ্যায় – তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। Pt তড়িদ্দ্বা‌র ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয়
a) H_2 গ্যাস b) O_2 গ্যাস c) Cu^{2+} আয়ন d) Cu ধাতু

উত্তর- Pt তড়িদ্দ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয়- b) O_2 গ্যাস।

2। কোনটির ক্যাথোডে বিজারিত হওয়ার প্রবণতা বেশি?
a) Cu^{2+} b) Mg^{2+} c) H^+ d) K^+

উত্তর- কোনটির ক্যাথোডে বিজারিত হওয়ার প্রবণতা বেশি- a) Cu^{2+}

3। তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়?
a) ক্যাটায়নগুলি ক্যাথোডে বিজারিত হওয়ার চেষ্টা করে b) ক্যাটায়নগুলি ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে
c) অ্যানায়নগুলি অ্যানোডে বিজারিত হওয়ার চেষ্টা করে d) অ্যানায়নগুলি অ্যানোডে ইলেকট্রন বর্জন করে

উত্তর- তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে c) অ্যানায়নগুলি অ্যানোডে বিজারিত হওয়ার চেষ্টা করে এই বিবৃতিটি সঠিক নয়।


পড়া মনে রাখার সেরা উপায়! ↓

wb-porashona-to-the-point-ebook


4। কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ?-
a) NH_4OH এর জলীয় দ্রবণ b) লঘু HNO_3 এর দ্রবণ c) কার্বন টেট্রাক্লোরাইড d) গলিত সোডিয়াম ক্লোরাইড

উত্তর- c) কার্বন টেট্রাক্লোরাইড তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ।

5। টিনের প্রলেপনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ-
a) CuSO_4 b) SnCl_2 c) NiSO_4 d) Fe_2O_3

উত্তর- টিনের প্রলেপনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ- b) SnCl_2


chapter-test-physical-science-2025


6। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তা হল-
a) ভোল্টামিটার b) পোটেনসিওমিটার c) গ্যালভানোমিটার d) ভোল্টমিটার

উত্তর- যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তা হল d) ভোল্টামিটার।

7। প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য?
a) H_2CO_3 b) NH_4OH c) NaOH d) HCOOH

উত্তর- c) NaOH তীব্র তড়িৎ বিশ্লেষ্য।

8। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 22.4L গ্যাস উৎপন্ন হয়। একই সময়ে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন হল-
a) 11.2L b) 22.4L c) 44.8L d) 5.6L

উত্তর- জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 22.4L গ্যাস উৎপন্ন হয়। একই সময়ে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন হল- a) 11.2L.

9। যখন লোহার চামচের ওপর রুপোর প্রলেপ দেওয়া হয়, তখন তড়িৎ বিশ্লেষ্য রূপে প্রদত্ত কোন পদার্থের জলীয় দ্রবণ ব্যবহার করা হয়?
a) পটাশিয়াম সিলভার আইসোসাইয়ানাইড b) পটাশিয়াম আর্জেন্টা ক্লোরাইড
c) পটাশিয়াম ডাইসায়ানিডো আর্জেন্টো (I) d) সিলভার নাইট্রেট

উত্তর- যখন লোহার চামচের ওপর রুপোর প্রলেপ দেওয়া হয়, তখন তড়িৎ বিশ্লেষ্য রূপে c) পটাশিয়াম ডাইসায়ানিডো আর্জেন্টো (I) পদার্থের জলীয় দ্রবণ ব্যবহার করা হয়।


UPDATE:মাধ্যমিক পরীক্ষার ভীতি কাটাবার সেরা উপায়↓

wbporashona-madhyamik-chapter-test-2025


10। প্রদত্ত কোন ধাতু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না-
a) Na b) Zn c) AI d) K

উত্তর- b) Zn ধাতু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না।

আরো পড়ো → জিনগত রোগ প্রশ্ন – উত্তর

একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। তড়িদবিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী?
উত্তর: তড়িদবিশ্লেষণের সময় তড়িৎশক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী।

2। কোনো তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক কারা?
উত্তর: কোনো তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক হল আয়ন।

3। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎপ্রবাহ ব্যবহার করা হয়?
উত্তর: তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় সমতড়িৎপ্রবাহ (DC) ব্যবহার করা হয়।

4। Cu-তড়িদ্দ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়?
উত্তর: Cu-তড়িদ্দ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে Cu^{2+} আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়।

5। গলিত NaCl-এর তড়িদবিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয় লেখো।
উত্তর: গলিত NaCl-এর তড়িদবিশ্লেষণে ক্যাথোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হয়।

আরো পড়ো → ভেদ অধ্যায়ের প্রশ্ন – উত্তর

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (SAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2/3]

1। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? CH_{3}COOHCuSO_{4} এর আয়নীভবন কিভাবে ঘটে?
উত্তর: যে প্রক্রিয়ায় কোনো তড়িৎবিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করার ফলে ঐ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রাসায়নিকভাবে বিশ্লেষিত হয়ে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, সেই প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলে।
CH_{3}COOH এর আয়োনীভবন – CH_{3}COOH \rightarrow CH_3COO^- + H^+
CuSO_{4} এর জলীয় দ্রবণের আয়োনীভবন হয়, CuSO_{4} \rightarrow Cu^{++} এবং H_2O \rightarrow H^+ + OH^-

2। তড়িৎ বিশ্লেষণের একটি উদাহরণসহ অ্যানোড ও ক্যাথোডে জারণ ও বিজারণ ক্রিয়া ব্যাখ্যা করো।
উত্তর: তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে সংঘটিত বিক্রিয়া প্রকৃতপক্ষে জারণ-বিজারণ বিক্রিয়া। কারণ, গলিত বা দ্রবীভূত তড়িদবিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে, উৎপন্ন ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে নিস্তড়িৎ হয় এর ফলে আয়নটির বিজারণ ঘটে। অপরদিকে অ্যানায়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে নিস্তড়িৎ হয় এবং আয়নটির জারণ ঘটে। এক্ষেত্রে ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডে জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়।
উদাহরণ: অম্লায়িত জলের ক্ষেত্রে ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয়ে H^{+} এবং ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় এবং অপরদিকে OH^{-} আয়ন অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়ে অ্যানোডে ইলেকট্রন বর্জন করে জারিত হয়।
ক্যাথোড বিক্রিয়া: H^{+}+e \rightarrow H
অ্যানোড বিক্রিয়া: OH^{-} \rightarrow OH+e
4OH\rightarrow 2H_{2}O+O_{2}\uparrow

wbporashona-physical-science-ebook

3। তড়িদবিশ্লেষ্য বলতে কি বোঝায়? উদাহরণসহ ব্যাখ্যা করো।
উত্তর: যেসব যৌগিক পদার্থ উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত হয়ে অথবা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে সক্ষম এবং তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত হয়, সেইসব পদার্থকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে।
উদাহরণ- গলিত অবস্থায় NaCl বিয়োজিত হয়ে Na^+ ক্যাটায়ন এবং Cl^- অ্যানায়ন তৈরী করে। এই আয়নগুলির চলাচলের ফলেই তড়িৎ পরিবহন সম্ভব হয় এবং তড়িৎ পরিবহনের কারণেই এই আয়নগুলি রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত হয়। এক্ষেত্রে Na ও Cl_2 উৎপন্ন হয়।

4। অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ও অ্যানোডে কি কি বিক্রিয়া সংঘটিত হয়?
উত্তর: ক্যাথোড বিক্রিয়া- অম্লায়িত জলের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে উৎপন্ন হাইড্রোজেন আয়ন $latex(H^+)$ ক্যাথোডে এসে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন (H) পরমাণুতে পরিণত হয়। এরকম ভাবে দুটি হাইড্রোজেন (H) পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন $latex(H_2)$ অণু সৃষ্টি করে ও ক্যাথোড মুক্ত হয়।
H^+ + e \rightarrow H
H+H \rightarrow H_2
অ্যানোড বিক্রিয়া- অপরদিকে অম্লায়িত জলের হাইড্রোক্সিল (OH^-) আয়ন অ্যানোডে এসে ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোক্সিল (OH) পরমাণুতে পরিণত হয়। এরকম ভাবে চারটি হাইড্রোক্সিল (OH) পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে 2 অণু জল (H_2O) ও 1 অণু (O_2) অণুতে পরিণত হয় এবং O2 অ্যানোডে মুক্ত হয়।
OH^- \rightarrow OH+e
4OH \rightarrow 2H_2O+O_2 \uparrow

5। প্রদত্ত যৌগগুলি থেকে তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ চিহ্নিত করো: i) চিনির জলীয় দ্রবণ, ii) গলিত সোডিয়াম ক্লোরাইড, iii) তরল HCl, iv) পারদ, v) কেরোসিন, vi) গলিত পটাশিয়াম ক্লোরাইড, vii) গলিত কস্টিক পটাস, viii) গ্রাফাইট, ix) পেট্রোল, x) কস্টিক সোডার জলীয় দ্রবণ, xi) গ্লুকোজের জলীয় দ্রবণ
উত্তর: তড়িৎ বিশ্লেষ্য: ii) গলিত সোডিয়াম ক্লোরাইড, iii) তরল HCl, vi) গলিত পটাশিয়াম ক্লোরাইড, vii) গলিত কস্টিক পটাশ, x) কস্টিক সোডার জলীয় দ্রবণ।
তড়িৎ অবিশ্লেষ্য: i) চিনির জলীয় দ্রবণ, iv) পারদ, v) কেরোসিন, viii) গ্রাফাইট, ix) পেট্রোল, xi) গ্লুকোজের জলীয় দ্রবণ।


UPDATE:মাধ্যমিক পরীক্ষার ভীতি কাটাবার সেরা উপায়↓

wbporashona-madhyamik-chapter-test-2025


6। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাসনে তড়িৎ বিশ্লেষ্য, ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহার করা হয়?
উত্তর: তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাসনে বিশুদ্ধ অ্যালুমিনাকে Al_2O_3 গলিত ক্রায়োলাইট (Na_3AlF_6) ও ফ্লুওস্পার (CaF_2) এর সঙ্গে মিশিয়ে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয়। আয়রনের ট্যাংকের ভেতরের দেওয়ালে পুরু গ্যাস কার্বনের আস্তরণ থাকে যা ক্যাথোড হিসেবে কাজ করে এবং ট্যাংকের ওপরের দিক থেকে বেশ কয়েকটি গ্রাফাইট দণ্ড তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে আংশিকভাবে নিমজ্জিত থাকে। এই দণ্ডগুলিকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়।

7। অ্যানোড মাড কি?
উত্তর: কপারের তড়িৎ-পরিশোধনের সময় অবিশুদ্ধ কপারের সঙ্গে মিশে থাকা কিছু মূল্যবান ধাতু, যেমন – সোনা, রূপো, প্ল্যাটিনাম। এগুলি কাদার আকারে অ্যানোডের নিচে জমা হয়। একেই অ্যানোড মাড বা অ্যানোড কাদা বলে।

আরো পড়ো → আলো অধ্যায়ের প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel