শ্রেণি – নবম | বিভাগ – জীবন বিজ্ঞান | দ্বিতীয় অধ্যায় – জীবন সংগঠনের স্তর [Jibon Songothoner Stor]
নবম শ্রেণির জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর থেকে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।
Table of Contents
বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ)
[প্রতিটি প্রশ্নের প্রশ্ন মান 1]
1। নীচের কোনটি বৃহৎ জৈব অণু নয়?
ক) DNA খ) RNA গ) নিউক্লিওটাইড ঘ) প্রোটিন
উত্তর – ঘ) প্রোটিন বৃহৎ জৈব অণু নয়।
2। মানবদেহে একটি অতিমাত্রিক মৌল হল – ক) Zn খ) Cu গ) Ca ঘ) Cr
উত্তর – মানবদেহে একটি অতিমাত্রিক মৌল হল গ) Ca।
3। RNA থেকে DNA তৈরিকে বলে – ক) ট্রান্সলেশন খ) রিভারস ট্রান্সক্রিপ্সশন গ) ট্রান্সক্রিপ্সশন ঘ) রেপ্লিকেশন
উত্তর – RNA থেকে DNA তৈরিকে খ) রিভারস ট্রান্সক্রিপ্সশন বলে।
4। কোন খনিজটি প্রানীদেহে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে?
ক) ক্যালশিয়াম খ) পটাশিয়াম গ) ম্যাগনেসিয়াম ঘ) আয়রন
উত্তর – ঘ) আয়রন প্রানীদেহে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে।
5। নীচে কোনটি লব্ধ প্রোটিন?
ক) হিমোগ্লোবিন খ) অ্যালবুমিন গ) গ্লোবিউলিন ঘ) পেপটোজ
উত্তর – ঘ) পেপটোজ হল লব্ধ প্রোটিন।
6। কোশের শক্তিঘর হল – ক) মাইটোকনড্রিয়া খ) নিউক্লিয়াস গ) গলগি বস্তু ঘ) সেন্ট্রোজোম
উত্তর – কোশের শক্তিঘর হল ক) মাইটোকনড্রিয়া
7। আলুর বর্ণ সাদা হয় যে অঙ্গানুর জন্য – ক) ক্রোমোপ্লাস্টিড খ) ক্লোরোপ্লাস্টিড গ) মাইক্রোটিবিউল ঘ) লিউকোপ্লাস্টিড
উত্তর – আলুর বর্ণ সাদা হয় ঘ) লিউকোপ্লাস্টিডের জন্য।
8। সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা কোন অঙ্গাণুর কাজ?
ক) মাইটোকনড্রিয়া খ) এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম গ) রাইবোজোম ঘ) লাইসোজোম
উত্তর – সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা খ) এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের কাজ।
9। রক্তের RBC মানবদেহের কোন অঙ্গে ধ্বংস হয়?
ক) যকৃৎ খ) বৃক্ক গ) ফুসফুস ঘ) প্লীহা
উত্তর – রক্তের RBC মানবদেহের ঘ) প্লীহাতে ধ্বংস হয়।
10। রাইবোজোমের নামকরণ করেছিলেন –
ক) বেন্ডা খ) ব্রাউন গ) হেকেল ঘ) প্যালাডে
উত্তর – রাইবোজোমের নামকরণ করেছিলেন বিজ্ঞানী ঘ) প্যালাডে।
11। ন্যাসপাতির কঠিন অংশটি গঠিত হয় কোন প্রকার কোশ দ্বারা?
ক) ট্রাকিড খ) স্ক্লেরাইড গ) সঙ্গীকোশ ঘ) কোলেনকাইমা
উত্তর – ন্যাসপাতির কঠিন অংশটি গঠিত হয় খ) স্ক্লেরাইড কোশ দ্বারা।
12। কোন কলার সবগুলি কোশ মৃত – ক) প্যারেনকাইমা খ) কোলেনকাইমা গ) জাইলেম ঘ) ক্লোরেনকাইমা
উত্তর – খ) কোলেনকাইমা কলার সবগুলি কোশ মৃত।
13। কোনটি সিনসিটিয়াম?
ক) ভাউকেরিয়া খ) সরেখ পেশিকোশ গ) মিউকর ঘ) রাইজোপাস
উত্তর – সিনসিটিয়াম হল খ) সরেখ পেশিকোশ ।
14। লিগামেন্ট ও টেনডন দেখা যায় যে কলার গঠনে – ক) আবরণী কলা খ) পেশীকলা গ) তরুণস্থি ঘ) যোগকলা
উত্তর – লিগামেন্ট ও টেনডন দেখা যায় ঘ) যোগকলার গঠনে।
15। সোয়ানকোশের সঙ্গে সম্পর্কযুক্ত অংশটি হল – ক) ডেনড্রাইট খ) অ্যাক্সন গ) প্রান্ত বুরুশ ঘ) স্নায়ুসন্নিধি
উত্তর – সোয়ানকোশের সঙ্গে সম্পর্কযুক্ত অংশটি হল খ) অ্যাক্সন।
আরো পড়ো → নব নব সৃষ্টি প্রশ্ন উত্তর আলোচনা
16। মানবদেহে কোন অঙ্গে HCl ক্ষরিত হয়?
ক) পাকস্থলী খ) যকৃৎ গ) অগ্ন্যাশয় ঘ) বৃহদন্ত্র
উত্তর – মানবদেহে ক) পাকস্থলী থেকে HCl ক্ষরিত হয়।
17। মানুষের রক্তের পরিশোধন ঘটায় যে অঙ্গটি – ক) বৃক্ক খ) পাকস্থলী গ) হৃৎপিণ্ড ঘ) ত্বক
উত্তর – মানুষের রক্তের পরিশোধন ঘটায় ক) বৃক্ক।
18। কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়?
ক) প্লিহা খ) ফুসফুস গ) যকৃৎ ঘ) বৃক্ক
উত্তর – গ) যকৃৎ এ ইউরিয়া উৎপন্ন হয়।
19। মানুষের দেহের কোন অঙ্গে অরনিথিন চক্র সম্পাদিত হয়?
ক) যকৃৎ খ) বৃক্ক গ) অগ্ন্যাশয় ঘ) ক্ষুদ্রান্ত্র
উত্তর – মানুষের দেহের ক) যকৃৎ এ অরনিথিন চক্র সম্পাদিত হয়।
20। আগুনে হাত লাগলে আমরা হাত সরিয়ে নিই। এই কাজটি নিয়ন্ত্রণ করে
ক) মতিষ্ক খ) সুষুম্নাকান্ড গ) হাত ঘ) ত্বক
উত্তর – আগুনে হাত লাগলে আমরা হাত সরিয়ে নিই। এই কাজটি নিয়ন্ত্রণ করে খ) সুষুম্নাকান্ড।
আরো পড়ো → আকাশে সাতটি তারা কবিতার প্রশ্ন উত্তর আলোচনা
একটি বাক্যে উত্তর দাও (VSAQ)
1। একটি করে অ্যাল্ডোজ ও কিটোজ শর্করার উদাহরণ দাও।
উত্তর – একটি অ্যাল্ডোজ শর্করা হল গ্লুকোজ এবং একটি কিটোজ শর্করা হল ফ্রুকটোজ।
2। কার্বোহাইড্রেটে কোন উপাদানটি থাকে না, যা প্রোটিনে থাকে?
উত্তর – কার্বোহাইড্রেটে নাইট্রোজেন থাকে না, যা প্রোটিনে থাকে।
3। জলে দ্রাব্য ভিটামিনগুলির নাম লেখো।
উত্তর – জলে দ্রাব্য ভিটামিনগুলি হল ভিটামিন B কমপ্লেক্স এবং ভিটামিন C।
4। আয়োডিনের অভাবে শিশুদের কী রোগ হয়?
উত্তর – আয়োডিনের অভাবে শিশুদের ক্রেটিনিজিম রোগ হয়।
5। মানুষের দেহে সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি খনিজ মৌলের সাম্যতা বজায় রাখতে কোন অঙ্গ সাহায্য করে?
উত্তর – দেহে সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি খনিজ মৌলের সাম্যতা বজায় রাখতে সাহায্য করে বৃক্ক।
6। নিউক্লিওপ্লাজমের অবস্থান লেখো।
উত্তর – নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজমের অবস্থান।
7। অক্সিজোম দানা কোথায় থাকে?
উত্তর – অক্সিজোম দানা মাইটোকন্ড্রিয়ায় থাকে।
8। প্রাণী কোশ বিভাজনে বেম গঠন করে কোন অঙ্গাণু?
উত্তর – প্রাণী কোশ বিভাজনে বেম গঠন করে সেন্ট্রোজোম।
9। সিলিয়া ও অ্যাক্রোজোম গঠনকারী কোশ অঙ্গাণু দুটির নাম কী?
উত্তর – সিলিয়া ও অ্যাক্রোজোম গঠনকারী কোশ অঙ্গাণু দুটি হল সেন্ট্রিওল ও গলগি বডি।
10। সাইটোপ্লাজমে উপস্থিত একটি ম্যাক্রো ও মাইক্রো উপাদানের নাম লেখো।
উত্তর – সাইটোপ্লাজমে উপস্থিত একটি ম্যাক্রো উপাদান হল স্টার্চ ও মাইক্রো উপাদান হল গ্লুকোজ।
11। সারকোলেমা কী?
উত্তর – পেশীকোশের আবরণীকে বলা হয় সারকোলেমা।
12। পেশীকলার সারকোপ্লাজমে যে দুই ধরণের প্রোটিন থাকে তাদের নাম লেখো।
উত্তর – পেশীকলার সারকোপ্লাজমে যে দুই ধরণের প্রোটিন থাকে তাদের নাম হল অ্যাকটিন ও মায়োসিন।
13। পেয়ারার ত্বক শক্ত হয় কেন?
উত্তর – স্ক্লেরেনকাইমার উপস্থিতির জন্য পেয়ারার ত্বক শক্ত হয়।
14। বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমাকে কি বলে?
উত্তর – বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমাকে এয়ারেনকাইমা বলে।
15। ক্যাস্পেরিয়ান পট্টি কোথায় দেখা যায়?
উত্তর – ক্যাস্পেরিয়ান পট্টি দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তস্ত্বকে দেখা যায়।
16। পরিণত মানুষের মতিষ্কের ওজন কত?
উত্তর – পরিণত মানুষের মতিষ্কের ওজন 1336 গ্রাম (পুরুষের ক্ষেত্রে)।
17। শুক্রাশয় নির্গত হরমোন কোন কোশ থেকে ক্ষরিত হয়?
উত্তর – শুক্রাশয় নির্গত হরমোন লেডিগ কোশ থেকে ক্ষরিত হয়।
18। ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোনের নাম লেখো।
উত্তর – ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোন হল ইস্ট্রোজেন।
19। ট্রিপসিন কোন পরিপাক গ্রন্থি থেকে বের হয়?
উত্তর – ট্রিপসিন অগ্ন্যাশয় পরিপাক গ্রন্থি থেকে বের হয়।
20। ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়?
উত্তর – ইনসুলিন হরমোন অগ্ন্যাশয় গ্রন্থির ল্যাঙ্গার হ্যানসের বিটা কোশ থেকে ক্ষরিত হয়।
নবম শ্রেণি থেকে → ফরাসী বিপ্লব অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন – উত্তর
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।