শ্রেণি – নবম | বিভাগ – নবম শ্রেণির প্রশ্ন উত্তর | অধ্যায় – ঊনবিংশ শতকের ইউরোপঃ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাত
শুরু হল নতুন বিভাগ – প্রশ্ন উত্তর। আজকের প্রশ্ন উত্তর আলোচনায় রইল নবম শ্রেণির ইতিহাস বিভাগ থেকে তৃতীয় অধ্যায়ের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা।
প্রশ্নঃ টিকা লেখ – মেটারনিখ ব্যবস্থা।
উত্তর – অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স ক্লেমেন্স মেটারনিখ তাঁর সমসাময়িক রাজনীতির উজ্জ্বল নক্ষত্র। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত মেটারনিখ ইউরোপের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেন। তাঁর এই সময়কালকে ঐতিহাসিক ফিসার ‘মেটারনিখের যুগ’ বলে চিহ্নিত করেছেন।
মেটারনিখের প্রধান রাজনৈতিক উদ্দেশ্য
- ইউরোপে ফরাসী বিপ্লব পূর্ববর্তী অবস্থা ফিরিয়ে আনা।
- উদারতান্ত্রিক জাতীয়তাবাদী ভাবধারা রোধকরে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করা।
- ইউরোপের রাজনীতিতে অস্ট্রিয়ার প্রাধান্য বৃদ্ধি করা।
মেটারনিখ তাঁর রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার উদ্দেশ্যে ইউরোপে যে দমনমূলক নীতি চালু করেছিলেন তা ‘মেটারনিখ ব্যবস্থা’ বা ‘মেটারনিখ সিস্টেম’ নামে পরিচিতি পায়।
মেটারনিখ ব্যবস্থার প্রয়োগ
- মেটারনিখ বাক্স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেন, সভাসমিতি নিষিদ্ধ করেন।
- শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিপ্লবী ভাবধারার প্রচার রোধের উদ্দেশ্যে ছাত্র – শিক্ষকদের গতিবিধি নিয়ন্ত্রণ করেন; জার্মানিতে কার্লসবার্ড ডিক্রির মত কঠোর নির্দেশ জারি করেন।
- দেশের কোন অংশে বিপ্লবী বা রাজতন্ত্র বিরোধী আন্দোলন শুরু হলে; মেটারনিখ তা কঠোর হাতে দমন করেন।
মেটারনিখ ব্যবস্থার পতন
- মেটারনিখ তাঁর সর্বাত্মক প্রচেষ্টা স্বত্বেও জাতীয়তাবাদের উত্থানকে রোধ করতে পারেননি।
- 1824 খ্রিস্টাব্দের গ্রিসের স্বাধীনতা আন্দোলন, 1830 খ্রিস্টাব্দের ফ্রান্সের জুলাই বিপ্লব, 1932 খ্রিস্টাব্দের বেলজিয়ামের স্বাধীনতা আন্দোলনের ফলে দেশে তাঁর বিরুদ্ধ জনমত গড়ে ওঠে।
- 1848 খ্রিষ্টাব্দে প্রবল জাতীয়তাবাদী অভ্যুথানের সম্মুখীন হয়ে মেটারনিখ পদত্যাগ করতে বাধ্য হন এবং ইউরপে মেটারনিখ যুগ সমাপ্ত হয়।
আরো পড়ো → ঊনবিংশ শতকের ইউরোপঃ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাত প্রশ্ন উত্তর
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।