বর্জ্য ব্যবস্থাপনা প্রশ্ন উত্তর | Borjyo Bybosthapona Question Answer | মাধ্যমিক ভূগোল চতুর্থ অধ্যায়

বিনামূল্যে ইবুকের স্যাম্পল ডাউনলোড করো 👇

chapter-test-madhyamik-2025
Borjyo Bybosthapona Question Answer
শ্রেণি – দশম | বিভাগ – ভূগোল | অধ্যায় – বর্জ্য ব্যবস্থাপনা – প্রশ্ন উত্তর – Borjyo Bybosthapona Question Answer (Chapter 4)

এই পর্বে রইল দশম শ্রেণির ভূগোল বিভাগের চতুর্থ অধ্যায় – বর্জ্য ব্যবস্থাপনা থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। প্রদত্ত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য – ক) প্লাস্টিক বর্জ্য খ) কৃত্রিম রবার বর্জ্য গ) অ্যালুমিনিয়াম পাত ঘ) সবকটিই প্রযোজ্য
উত্তর – প্রদত্ত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য – ঘ) সবকটিই প্রযোজ্য।

2। সংগৃহীত পৌর বর্জ্য শহর থেকে দূরে মাটিতে পুঁতে দেওয়ার পদ্ধতি – ক) ল্যান্ডফিল খ) কম্পোস্টিং গ) নিষ্কাশন ঘ) স্ক্রাবার
উত্তর – সংগৃহীত পৌর বর্জ্য শহর থেকে দূরে মাটিতে পুঁতে দেওয়ার পদ্ধতি ক) ল্যান্ডফিল।

3। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল – ক) ল্যান্ডফিল খ) ওভারফিলিং গ) কম্পাউন্ডিং ঘ) কম্পোস্টিং
উত্তর – জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল – ঘ) কম্পোস্টিং

4। স্ক্রাবার যন্ত্রটি ব্যবহৃত হয় – ক) বায়ুদূষণ নিয়ন্ত্রণে খ) জলদূষণ নিয়ন্ত্রণে গ) মৃত্তিকাদূষণ নিয়ন্ত্রণে ঘ) তেজস্ক্রিয় দূষণ নিয়ন্ত্রণে
উত্তর – ক) বায়ুদূষণ নিয়ন্ত্রণে স্ক্রাবার যন্ত্রটি ব্যবহৃত হয়।

5। তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হল – ক) পারদ খ) সীসা গ) প্লাস্টিক ঘ) ইউরেনিয়াম
উত্তর – তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হল – ঘ) ইউরেনিয়াম।


পড়া মনে রাখার সেরা উপায়! ↓

wb-porashona-to-the-point-ebook


6। ভার্মি কম্পোস্ট সার তৈরিতে প্রধান ভূমিকা নেয় – ক) সাপ খ) কেঁচো গ) ইঁদুর ঘ) ব্যাকটেরিয়া
উত্তর – ভার্মি কম্পোস্ট সার তৈরিতে প্রধান ভূমিকা নেয় – খ) কেঁচো।

7। বর্জ্য সীসা দূষণে যে রোগ সৃষ্টি হয় – ক) ইটাই ইটাই খ) মিনামাটা গ) ফ্লুরোসিস ঘ) ডিসলেক্সিয়া
উত্তর – বর্জ্য সীসা দূষণে ঘ) ডিসলেক্সিয়া রোগ সৃষ্টি হয়।

8। ‘নমামি গঙ্গে’ পরিকল্পনা হল – ক) বঙ্গভূমি নদী পরিকল্পনা খ) গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা গ) গঙ্গানদী জলবিভাজিকা পরিকল্পনা ঘ) গঙ্গার গভীরতা বৃদ্ধির পরিকল্পনা
উত্তর – ‘নমামি গঙ্গে’ পরিকল্পনা হল – খ) গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা

9। জীববিশ্লেষ্য বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলে –
ক) কম্পোস্টিং খ) স্ক্রাবার গ) নিষ্কাশন ঘ) ভরাটকরণ

উত্তর – জীববিশ্লেষ্য বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে ক) কম্পোস্টিং বলে।

10। পুনর্নবীকরণযোগ্য একটি বর্জ্য হল – ক) প্লাস্টিকের বোতল খ) হাসপাতালের বর্জ্য গ) রাবিশ ঘ) স্প্রে ক্যান
উত্তর – পুনর্নবীকরণযোগ্য একটি বর্জ্য হল – ক) প্লাস্টিকের বোতল


আরো পড়ো → ভারতের জনসংখ্যা প্রশ্ন উত্তর

একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো।
উত্তর – একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম হল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ভারী জল।

2। পৌর বর্জ্য থেকে নির্গত প্রধান ল্যান্ডফিল গ্যাসের নাম করো।
উত্তর – পৌর বর্জ্য থেকে নির্গত প্রধান ল্যান্ডফিল গ্যাসের নাম হল মিথেন গ্যাস।

3। ‘ফ্লাই অ্যাশ’ থেকে তৈরি হয় এমন একটি ইমারবতি দ্রব্যের নাম লেখো।
উত্তর – ‘ফ্লাই অ্যাশ’ থেকে তৈরি হয় এমন একটি ইমারবতি দ্রব্য হল ইট।

4। প্লাস্টিক কোন ধরনের বর্জ্য?
উত্তর – প্লাস্টিক জৈব অভঙ্গুর বর্জ্য।

5। কোন ধাতুর প্রভাবে ব্ল্যাকফুট রোগ হয়?
উত্তর – আর্সেনিক ধাতুর প্রভাবে ব্ল্যাকফুট রোগ হয়।
wb porashona to the point geography

6। গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়?
উত্তর – গঙ্গা নদীর নিম্ন প্রবাহে অংশে সর্বাধিক দূষণ দেখা যায়।

7। জৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলে?
উত্তর – যেসব বর্জ্য পদার্থ বিয়োজক দ্বারা সহজে সরল উপাদানে ভেঙে যায় অর্থাৎ বিশ্লেষিত হয়, সেইসব বর্জ্যকে জৈব ভঙ্গুর বর্জ্য বলে।

8। ব্রংকাইটিস কোন বর্জ্যের কারণে হয়?
উত্তর – গ্যাসীয় বর্জ্যের কারণে ব্রংকাইটিস হয়।

9। শুকনো ফুল কি ধরনের বর্জ্য?
উত্তর – শুকনো ফুল বিষহীন বর্জ্য।

10। দু-ধরনের তরল বর্জ্যের নাম লেখো।
উত্তর – দু-ধরনের তরল বর্জ্যের নাম হল – সাবান ও ডিটারজেন্ট মিশ্রিত হল এবং বাড়িঘর, কলকারখানা নিঃসৃত নোংরা জল।


মাধ্যমিকে নম্বর বাড়াবার সেরা উপায় ↓

wbporashona-madhyamik-chapter-test-2025


সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর (SAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2]

1। বিষাক্ত বর্জ্য কাকে বলে?
উত্তর – যেসব বর্জ্য সমগ্র জীবজগত অর্থাৎ পরিবেশের ওপর খারাপ প্রতিক্রিয়া তৈরি করে, সেই সব বর্জ্যকে বিষাক্ত বর্জ্য বলে। বিষাক্ত বর্জ্য হল জীব অবিশ্লেষ্য বর্জ্য। উদাহরণ – কীটনাশক, DDT, প্লাস্টিক ইত্যাদি।

2। কম্পোস্টিং পদ্ধতি সম্পর্কে লেখো।
উত্তর – বিভিন্ন জৈব বর্জ্য যেগুলি কম ক্ষতি করে, সেই বর্জ্য থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া ও ছত্রাকের সাহায্যে জৈব বা কম্পোস্ট সার উৎপাদনের পদ্ধতিকে কম্পোস্টিং বলে।

দুটি পদ্ধতিতে কম্পোস্টিং করা হয়, যথা –
i. মাটিতে ট্রেঞ্চের মতো লম্বা গর্ত করে তার মধ্যে বিভিন্ন ধরণের জৈব বর্জ্য ফেলে ব্যাকটেরিয়া ও ছত্রাকের সাহায্যে বিয়োজন।
ii. যান্ত্রিক পদ্ধতিতে জৈব বর্জ্যগুলিকে চূর্ণবিচূর্ণ করে তার মধ্যে ব্যাকটেরিয়ার মিশিয়ে বিয়োজন।

3। প্লাস্টিক কি ধরণের বর্জ্য? এর মূল সমস্যা কি?
উত্তর – প্লাস্টিক হল অবিশ্লেষ্য বর্জ্য বা জৈব অভঙ্গুর বর্জ্য।
সমস্যা: প্লাস্টিক অবিশ্লেষ্য বর্জ্য হওয়ায় এর বিয়োজন হয় না অর্থাৎ প্রকৃতিতে সহজে মিশে যায় না। যার ফলে সহজে পচন ঘটে না, তাই বহুদিন পরিবেশে থেকে যায়। এরফলে জল, মাটিকে দূষিত করে। আর প্লাস্টিক পোড়ালেও বায়ুদূষণ হয়।

4। অবিষাক্ত বা বিষহীন বর্জ্য বলতে কি বোঝায়?
উত্তর – যেসব বর্জ্য সমগ্র জীবজগত অর্থাৎ পরিবেশের বিশেষ কোনো ক্ষতি করে না, সেই সব বর্জ্যকে অবিষাক্ত বা বিষহীন বর্জ্য বলে। অবিষাক্ত বর্জ্য হল জীব বিশ্লেষ্য বর্জ্য। উদাহরণ – কৃষিতে সৃষ্ট, বাড়িতে সৃষ্ট জৈব বর্জ্য ইত্যাদি।

5। বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে? এর প্রধান দিক কি কি?
উত্তর – বর্জ্য বস্তুর সংগ্রহ, অপসারণ, পরিবহণ, শোধন, ক্ষতিকর প্রভাব হ্রাস ও পুনরায় ব্যবহারের উপযোগী করা হয় যে কার্যকরী পদ্ধতির দ্বারা, তাকে বর্জ্য ব্যবস্থাপনা বলে।

এই বর্জ্য ব্যবস্থাপনার প্রধান দিকগুলি হল – i) বর্জ্যের পরিমাণ হ্রাস, ii) বর্জ্যের পুনর্ব্যবহার এবং iii) বর্জ্যের পুনর্নবীকরণ।


আরো পড়ো → বংশগতি অধ্যায়ের প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel