বংশগতি প্রশ্ন উত্তর | Bongshogoti – Question Answer | Class 10

বিনামূল্যে ইবুকের স্যাম্পল ডাউনলোড করো 👇

chapter-test-madhyamik-2025
bongsogoti
শ্রেণি – দশম | বিভাগ – জীবনবিজ্ঞান | অধ্যায় – বংশগতি প্রশ্ন উত্তর | bongshogoti (Chapter 10)

এই পর্বে রইল দশম শ্রেণির জীবন বিজ্ঞান বিভাগের নবম অধ্যায় – বংশগতি থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। জীবদেহের প্রধান জেনেটিক পদার্থ হল –
ক) DNA খ) RNA গ) উভয়ই ঘ) DNA অথবা RNA

উত্তর- জীবদেহের প্রধান জেনেটিক পদার্থ হল – ক) DNA

2। জিনের গঠনগত স্থায়ী পরিবর্তনকে বলে –
ক) অ্যালিল খ) অভিব্যক্তি গ) অভিযোজন ঘ) পরিব্যক্তি

উত্তর- জিনের গঠনগত স্থায়ী পরিবর্তনকে বলে – ঘ) পরিব্যক্তি।

3। মটরফুলে স্বপরাগ যোগ ঘটা সম্ভব, কারণ ফুলটি –
ক) পুংলিঙ্গ খ) স্ত্রীলিঙ্গ গ) একলিঙ্গ ঘ) উভলিঙ্গ

উত্তর- মটর ফুলে স্বপরাগ যোগ ঘটা সম্ভব, কারণ ফুলটি – ঘ) উভলিঙ্গ।

4। Tt জিনোটাইপকে কীভাবে প্রকাশ করা যায়?
ক) বিশুদ্ধ লম্বা খ) সংকর লম্বা গ) বিশুদ্ধ বেঁটে ঘ) কোনোটিই নয়

উত্তর- Tt জিনোটাইপকে খ) সংকর লম্বা ভাবে প্রকাশ করা যায়।

5। খর্ব মটর গাছ সব সময়ই হয় –
ক) হোমোজাইগাস খ) হেটেরোজাইগাস গ) সংকর দীর্ঘ ঘ) কোনোটিই নয়

উত্তর- খর্ব মটর গাছ সব সময়ই – ক) হোমোজাইগাস হয়।


wb-porashona-to-the-point-ebook

6। একটি খাঁটি সাদা (প্রচ্ছন্ন) ফুলের মটর গাছের সঙ্গে একটি খাঁটি বেগুনি (প্রকট) ফুলের মটর গাছের সংকরায়ন ঘটানো হল। এক্ষেত্রে প্রথম অপত্য বংশে প্রাপ্ত ফুলের বৈশিষ্ট্য হবে –
ক) 100% সাদা খ) সমস্তই বেগুনি গ) 50% সাদা এবং 50% বেগুনি ঘ) 75% বেগুনি এবং 25% সাদা

উত্তর- একটি খাঁটি সাদা (প্রচ্ছন্ন) ফুলের মটর গাছের সঙ্গে একটি খাঁটি বেগুনি (প্রকট) ফুলের মটর গাছের সংকরায়ন ঘটানো হল। এক্ষেত্রে প্রথম অপত্য বংশে প্রাপ্ত ফুলের বৈশিষ্ট্য হবে – খ) সমস্তই বেগুনি।

7। মেন্ডেলের একসংকর জননের F2 জনুতে প্রাপ্ত 1 : 2 : 1 অনুপাতটি হল –
ক) ফিনোটাইপিক খ) জিনোটাইপিক গ) হোমোজাইগোটিক ঘ) হেটেরোজাইগোটিক

উত্তর- মেন্ডেলের একসংকর জননের F2 জনুতে প্রাপ্ত 1 : 2 : 1 অনুপাতটি হল – খ) জিনোটাইপিক।

8। দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্য জনুতে কতগুলি সংকর কালো গিনিপিগ হবে?
ক) 25% খ) 100% গ) 75% ঘ) 50%

উত্তর- দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটানো হলে প্রথম অপত্য জনুতে ঘ) 50% সংকর কালো গিনিপিগ হবে।

9। কোন বিজ্ঞানী প্রজনন পরীক্ষা ব্যবহার করে বংশগতির সূত্র আবিষ্কার করেন? – ক) স্ট্যানলি মিলার খ) জাঁ ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক গ) চার্লস ডারউইন ঘ) গ্রেগর জোহান মেন্ডেল
উত্তর- বিজ্ঞানী ঘ) গ্রেগর জোহান মেন্ডেল প্রজনন পরীক্ষা ব্যবহার করে বংশগতির সূত্র আবিষ্কার করে।

10। প্রদত্ত কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো – ক) বীজপত্রের বর্ণ – হলুদ খ) ফুলের বর্ণ – সাদা গ) বীজের আকার – কুঞ্চিত ঘ) কান্ডের দৈর্ঘ্য – বেঁটে
উত্তর- প্রকট গুণটি হল ক) বীজপত্রের বর্ণ – হলুদ।


chapter-test-Life-science-2025


11। একটি সংকর লম্বা (Tt) মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা (TT) মটর গাছের সংকরায়ণ করা হলে F1 জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা – ক) 25% খ) 50% গ) 75% ঘ) 100%
উত্তর- একটি সংকর লম্বা (Tt) মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা (TT) মটর গাছের সংকরায়ণ করা হলে F1 জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা – ঘ) 100%।

12। কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন, তা লেখ – ক) ফুলের বর্ণ – বেগুনী, ফুলের অবস্থান – কাক্ষিক খ) কাণ্ডের দৈর্ঘ্য – খর্ব, পরিণত বীজের আকার – কুঞ্চিত গ) পরিণত বীজের আকার – গোল, বীজের বর্ণ – হলুদ ঘ) ফুলের অবস্থান – কাক্ষিক, কাণ্ডের দৈর্ঘ্য – লম্বা
উত্তর- যে দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন, তা হল – খ) কাণ্ডের দৈর্ঘ্য – খর্ব, পরিণত বীজের আকার – কুঞ্চিত।

13। কোন দুটিকে মেন্ডেল প্রকট বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন, তা লেখ – ক) কাণ্ডের দৈর্ঘ্য – লম্বা, বীজের আকার – গোল খ) ফুলের অবস্থান – শীর্ষ, ফুলের বর্ণ – সাদা গ) বীজপত্রের বর্ণ – সবুজ, বীজের আকার – কুঞ্চিত ঘ) কাণ্ডের দৈর্ঘ্য – খর্ব, পরিণত বীজের আকার – কুঞ্চিত
উত্তর- যে দুটিকে মেন্ডেল প্রকট বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন, তা হল – ক) কাণ্ডের দৈর্ঘ্য – লম্বা, বীজের আকার – গোল।

14। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একসংকরায়ণ পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত কি হতে পারে? – ক) 3:1 খ) 2:1:1 গ) 9:3:3:1 ঘ) 1:2:1
উত্তর- অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একসংকরায়ণ পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত হল – ঘ) 1:2:1।

15। মানুষের ক্ষেত্রে সঠিক জোড়টি নির্বাচন করো – ক) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস – 22A + XX খ) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস – 22A + Y গ) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস – 22A + X ঘ) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস – 22A + XY
উত্তর- মানুষের ক্ষেত্রে সঠিক জোড়টি হল – গ) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস – 22A + X।


UPDATE:মাধ্যমিক পরীক্ষার ভীতি কাটাবার সেরা উপায়↓

wbporashona-madhyamik-chapter-test-2025


16। দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত মেন্ডেলের সূত্রটি হল –
ক) পৃথকীভবন সূত্র খ) অসম্পূর্ণ প্রকটতার সূত্র গ) প্রকটতার সূত্র ঘ) স্বাধীন বিন্যাস সূত্র

উত্তর- দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত মেন্ডেলের সূত্রটি হল – ঘ) স্বাধীন বিন্যাস সূত্র।

17। যে প্রক্রিয়ায় পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য সন্তান- সন্ততিতে সঞ্চারিত হয়, তাকে বলে –
ক) অভিব্যক্তি খ) বংশগতি গ) অভিযোজন ঘ) জিনোম

উত্তর- যে প্রক্রিয়ায় পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য সন্তান- সন্ততিতে সঞ্চারিত হয়, তাকে বলে – খ) বংশগতি।


আরো পড়ো → My own true family – Question Answer

একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1। কন্যা সন্তান সৃষ্টিতে পিতার কোন প্রকার ক্রোমোজোম দরকার?
উত্তর- কন্যা সন্তান সৃষ্টিতে পিতার থেকে X ক্রোমোজোম দরকার।

2। একটি শুক্রাণু 22A + Y হলে ডিম্বাণুর সাথে নিষেকের পর ভ্রূণের লিঙ্গ কি হবে?
উত্তর- একটি শুক্রাণু 22A + Y হলে ডিম্বাণুর সাথে নিষেকের পর ভ্রূণের পুংলিঙ্গ হবে, কারণ ডিম্বাণু 22A + X হয়।

3। স্বাধীনবিন্যাস সূত্রটি প্রবর্তন করতে মেন্ডেল কি ধরনের পরীক্ষা করেছিলেন?
উত্তর- স্বাধীনবিন্যাস সূত্রটি প্রবর্তন করতে মেন্ডেল মটর গাছের দ্বিসংকর জনন পরীক্ষা করেছিলেন।


পড়া মনে রাখার সেরা উপায়! ↓

wb-porashona-to-the-point-ebook


4। মাল্টিপল অ্যালিলের একটি উদাহরণ দাও।
উত্তর- মাল্টিপল অ্যালিলের একটি উদাহরণ হল- মানুষের ত্বকের বর্ণ বা ABO রক্তশ্রেণি।

5। মটর গাছের ফলের আকৃতির প্রকট বৈশিষ্ট্যটি লেখো।
উত্তর- মটর গাছের ফলের আকৃতির প্রকট বৈশিষ্ট্যটি হল গোলাকার ফল।

6। মিউটাজেন কি? উদাহরণ দাও।
উত্তর- ক্রোমোজোমাল মিউটশনের জন্য দায়ী পদার্থ হল মিউটাজেন। উদাহরণ- X-রশ্মি।


আরো পড়ো → অভিষেক কবিতার প্রশ্ন উত্তর

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (SAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2/3]

1। হোমোজাইগাস ও হেটারোজাইগাস বলতে কি বোঝো?
উত্তর-হোমো কথার অর্থ হল ‘সম’। যে জীবের দেহে কোন বৈশিষ্ট্য নিয়ন্ত্রনকারী জিনদুটি (যা সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত) একই হয় তাকে হোমোজাইগাস জীব (AA) বলে।
যে জীবের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যের জন্য জিনের দুটি ভিন্নরূপ (যা সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত) উপস্থিত থাকে তাকে হেটারোজাইগাস জীব বলা হয় (Aa) বলে। ‘হেটারো’ কথার অর্থ ‘ভিন্ন’, তাই এই প্রকার জীবকে হেটারোজাইগাস জীব বা সংকর জীব বলে।

2। সকল টেস্ট ক্রসই ব্যাক ক্রস— ব্যাখ্যা করো।
উত্তর- ব্যাক ক্রস হল F1 জনুতে প্রাপ্ত অপত্যের সঙ্গে জনিতৃ জনু বিশুদ্ধ প্রকট অ্যালিল অথবা বিশুদ্ধ প্রচ্ছন্ন অ্যালিলের সঙ্গে সংকরায়ন ঘটানো।
টেস্ট ক্রস হল F1 জনুতে প্রাপ্ত অপত্যের সঙ্গে জনিতৃ জনু বিশুদ্ধ প্রচ্ছন্ন অ্যালিলের সঙ্গে সংকরায়ন ঘটানো। সুতরাং,সকল টেস্ট ক্রসই ব্যাক ক্রস।

3। মেন্ডেলের দ্বি সংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি লেখ।
উত্তর- মেন্ডেলের দ্বি সংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি হল স্বাধীন সঞ্চারণ সূত্র।
সূত্রটি হল –
দুই বা ততোধিক বিপরীত বৈশিষ্ট্য যুক্ত জীবের সংকরায়নের ফলে বিপরীত বৈশিষ্ট্যগুলি জনিতৃ জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হবার সময়ে একত্রিত হলেও গ্যামেট গঠনকালে এরা যে শুধু পৃথক হয় তাই নয়, পরবর্তী জনুতে যাবার সময় প্রত্যেক বৈশিষ্ট্য স্বাধীন ভাবে যেকোন বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হতে পারে।

wb-porashona-to-the-point-ebook

4। নিম্নলিখিতগুলির ক্ষেত্রে কীরূপ ফলাফল দেখা যায়—
(i) একটি স্বাভাবিক মহিলা ও বর্ণান্ধ পুরুষের মধ্যে বিবাহ হলে।
(ii) স্বাভাবিক বর্ণান্ধতা বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে।

উত্তর-(i) একটি স্বাভাবিক মহিলা ও বর্ণান্ধ পুরুষের মধ্যে বিবাহ হলে তাদের পুত্ররা সবাই স্বাভাবিক এবং কন্যারা সবাই বাহক হবে।
(ii) স্বাভাবিক বর্ণান্ধতা বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে পুত্র সন্তানদের মধ্যে 50% পুত্র স্বাভাবিক এবং 50% বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভাবনা এবং কন্যা সন্তানদের মধ্যে 50% স্বাভাবিক এবং 50% বর্ণান্ধ বাহক কন্যা হওয়ার সম্ভাবনা দেখা যায়।

5। গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকরায়নের ফলে উৎপন্ন প্রদত্ত জিনোটাইপগুলির ফিনোটাইপ নির্ধারণ করো- (a) Bbrr (b) bbRr (c ) BbRR (d) BBrr
উত্তর- গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকরায়নের ফলে উৎপন্ন প্রদত্ত জিনোটাইপগুলির ফিনোটাইপ হল –
(a) Bbrr – কালো ও মসৃণ রোমযুক্ত গিনিপিগ
(b) bbRr – সাদা ও কর্কশ রোমযুক্ত গিনিপিগ
(c ) BbRR – কালো ও কর্কশ রোমযুক্ত গিনিপিগ
(d) BBrr – কালো ও মসৃণ রোমযুক্ত গিনিপিগ


আরো পড়ুন → বৃদ্ধি ও বিকাশ অধ্যায়ের প্রশ্ন ও উত্তর

দীর্ঘভিত্তিক প্রশ্নউত্তর (LA)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ৫]

1। কন্যা সন্তান জন্মানোর বিষয়ে পিতা ও মাতার ভূমিকা একটি ছকের মাধ্যমে উপস্থাপন করো। সহপ্রকটতা কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর-

দেখা যাচ্ছে কন্যা সন্তান মাতার কাছ থেকে একটি X ক্রোমোজোম ও পিতার কাছ থেকে আর একটি X ক্রোমোজোম লাভ করে। কন্যা সন্তান জন্মানোর বিষয়ে পিতা ও মাতা উভয়েরই ভূমিকা রয়েছে।
যখন কোনো সংকর জীবে দুটি বৈশিষ্ট্যই বাহ্যিকভাবে প্রকাশিত হয় অর্থাৎ দুটি বিপরীত বৈশিষ্ট্যই সমভাবে একই সঙ্গে প্রকাশিত হয়, তাকে সহপ্রকটতা বলে। উদাহরণ – মানুষের রক্তের MN ও ABO ব্লাড গ্রুপ।

আরো পড়ো → বিকল্প চিন্তা উদ্যোগ অধ্যায়ের প্রশ্ন ও উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel