নদীর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ – প্রশ্ন উত্তর | অতি সংক্ষিপ্ত প্রশ্ন | মাধ্যমিক ভূগোল

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
nodirkaj-proshno-uttor
শ্রেণি – দশম | বিভাগ – ভূগোল | উপঅধ্যায় – নদীর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ | Nodir Kaj – Chapter 1

এই পর্বে রইল দশম শ্রেণির ভূগোল বিভাগের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের নদীর কাজ উপঅধ্যায় থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ) এবং সেগুলির উত্তর।

একটি বাক্যে উত্তর দাও (VSAQ)

১। যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে কি বলা হয়?
উত্তর – যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে প্রথক করে তাকে জলবিভাজিকা বলা হয়।

২। পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা কোথায় অবস্থিত?
উত্তর – আন্দিজ পার্বত্যভূমি পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা।

৩। সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়ণের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে?
উত্তর – সুন্দরবনের নিউমুর দ্বীপ বিশ্ব উষ্ণায়ণের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে।

৪। ‘মিয়েন্ডার’ শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে?
উত্তর – ‘মিয়েন্ডার’ শব্দটি তুরস্কের মিয়েন্ডারেস নদীর নাম থেকে এসেছে।

৫। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?
উত্তর – ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত হল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত।


মাধ্যমিকে নম্বর বাড়াবার সেরা উপায় ↓

wbporashona-madhyamik-chapter-test-2025


৬। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?
উত্তর – কর্ণাটকে ভারহি নদীর উপর অবস্থিত কুঞ্ছিকল (বা কাঞ্চিকল) জলপ্রপাত হল ভারতের উচ্চতম জলপ্রপাত।

৭। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি?
উত্তর – পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম আমাজন নদী অববাহিকা।

৮। ভারতের বৃহত্তম নদী অববাহিকার নাম কি?
উত্তর – গঙ্গা নদী অববাহিকা ভারতের বৃহত্তম নদী অববাহিকার নাম।

৯। নদীর কোন গতিপথে সঞ্চয়কাজ হয় না?
উত্তর – নদীর উচ্চগতি বা পার্বত্যপ্রবাহে নদীর সঞ্চয়কাজ হয় না।

১০। নদীর মধ্যগতিতে কি কাজ করে?
উত্তর – মধ্যগতিতে নদী ক্ষয়, বহন এবং সঞ্চয় এই তিনটি কাজই করে।


পড়া মনে রাখার সেরা উপায়! ↓

wb-porashona-to-the-point-ebook


১১। আদর্শ নদী কাকে বলে?
উত্তর – যে নদীর গতিপথে উচ্চ, মধ্য এবং নিম্ন এই তিনটি গতি সুস্পষ্ট ভাবে লক্ষ্য করা যায়, তাকে আদর্শ নদী বলা হয়। যেমন গঙ্গা নদী ভারতের একটি আদর্শ নদী।

১২। লিভি কাকে বলে?
উত্তর – নদীর দুই তীরে পলি জমার ফলে যে উঁচু বাঁধের মতো ভূমিরূপ সৃষ্টি হয় তাকে লিভি বা স্বাভাবিক বাঁধ বলা হয়।

১৩। নদী যেখানে সাগরে মেশে সেই অংশকে কি বলা হয়?
উত্তর – নদী যেখানে সাগরে মেশে সেই অংশকে মোহনা বলা হয়।

১৪। ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি?
উত্তর – ব্রহ্মপুত্র নদের গতিপথে সৃষ্ট মাজুলী নদী – দ্বীপ ভারতের বৃহত্তম নদী দ্বীপ।

১৫। নদীর জলপ্রবাহ কোন এককে মাপা হয়?
উত্তর – নদীর জলপ্রবাহ মাপার একক কিউসেক বা কিউমেক।

আরো পড়ো  → নদীর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ | সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel