শ্রেণি – দশম | বিভাগ – ইতিহাস | অধ্যায় – ইতিহাসের ধারণা | Itihaser Dharona (Chapter 1)
এই পর্বে রইল দশম শ্রেণির ইতিহাস বিভাগের প্রথম অধ্যায় – ইতিহাসের ধারণা থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ) এবং সেগুলির উত্তর।
একটি বাক্যে উত্তর দাও (VSAQ)
১। সরকারী নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? [মাধ্যমিক ২০১৯]
উত্তর – সরকারী নথিপত্র মহাফেজখানা বা লেখ্যাগারে সংরক্ষণ করা হয়।
২। ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত?
উত্তর – ভারতের জাতীয় মহাফেজখানা দিল্লিতে অবস্থিত।
৩। বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কি? [মাধ্যমিক ২০২০]
উত্তর – বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম ‘সত্তর বৎসর’।
৪। History from Below – প্রবন্ধটি কার রচনা?
উত্তর – History from Below – প্রবন্ধটি ডেভিড হিচককের লেখা।
৫। জওহরলাল নেহেরুর ইন্দিরা গান্ধীকে লেখা চিঠির সংকলনের হিন্দি রূপান্তর কে করেন?
উত্তর – জওহরলাল নেহেরুর ইন্দিরা গান্ধীকে লেখা চিঠির সংকলনের হিন্দি রূপান্তরটি করেন প্রেমচাঁদ।
৬। ‘The silent spring’ কার রচিত?
উত্তর – ‘The silent spring’ গ্রন্থটি রেচেল কার্সন (Rachel Carson) দ্বারা রচিত।
৭। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকার নাম কি?
উত্তর – বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকার নাম ‘দিগদর্শন’।
৮। ‘বাঙালির বেশবাস‘ গ্রন্থটির লেখক কে?
উত্তর – ‘বাঙালির বেশবাস‘ গ্রন্থটির লেখক মলয় রায়।
৯। নবান্ন নাটকটি কার লেখা?
উত্তর – নবান্ন নাটকটি বিখ্যাত নাট্যব্যাক্তিত্ব বিজন ভট্টাচার্যের লেখা।
আরো পড়ো → পরিবেশের জন্য ভাবনা – অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা
১০। মোহনবাগান বাংলা ফুটবলে কবে শিল্ড জয় করে?
উত্তর – ১৯১১ খ্রিষ্টাব্দে মোহনবাগান, ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে পরাজিত করে শিল্ড জয় করে।
১১। কাকে ‘ভারতের বিপ্লবী চেতনার পথিকৃৎ’ বলা হয়?
উত্তর – বিপিনচন্দ্র পালকে ভারতের বিপ্লবী চেতনার পথিকৃৎ বলা হয়।
১২। সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি?
উত্তর – সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম জীবনের ঝরাপাতা।
পরীক্ষায় প্রতিটি অধ্যায়ে ভালো নম্বর পাওয়ার জন্য ↓
১৩। ‘বঙ্গদর্শন’ সাময়িকপত্র কে প্রবর্তন করেন?
উত্তর – ‘বঙ্গদর্শন’ সাময়িকপত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়।
১৪। রবীন্দ্রনাথ রচিত জীবনস্মৃতি কি ধরনের সাহিত্য?
উত্তর – রবীন্দ্রনাথ রচিত জীবনস্মৃতি হল একটি স্মৃতিকথা।
১৫। জীবনের ঝরাপাতা কোন প্রথম পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর – জীবনের ঝরাপাতা প্রথম সাপ্তাহিক ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত হয়।
আরো পড়ো → ইতিহাসের ধারণা – প্রশ্ন উত্তর | সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –
-
- ফলো করো → WhatsApp চ্যানেল
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।