জীবন ও তার বৈচিত্র্য – প্রশ্ন উত্তর | Jibon o tar boichitro Class 9 Question Answer| MCQ | VSAQ | SAQ

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wb porashona.com whatsapp channel
jibon-o-tar-boichitro-question-answer
শ্রেণি – নবম | বিভাগ – জীবনবিজ্ঞান | অধ্যায় – জীবন ও তার বৈচিত্র্য [Jibon o tar boichitro]

এই পর্বে রইল নবম শ্রেণির জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং সেগুলির উত্তর।

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১| পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছিল – ক) সমুদ্রে খ) মাটিতে গ) বায়ুতে ঘ) মহাকাশে
উত্তর – পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছিল ক) সমুদ্রে।

২| জীবনের একটি আদি বৈশিষ্ট্য হল – ক) মাইক্রোস্ফিয়ার খ) কোয়াসারভেট গ) হেটেরোট্রফ ঘ) নগ্ন DNA
উত্তর – জীবনের একটি আদি বৈশিষ্ট্য হল – গ) হেটেরোট্রফ।

৩| জীবনের উদ্ভবে সব থেকে গুরুত্বপূর্ণ জৈব যৌগ হল – ক) অ্যামিনো অ্যাসিড খ) প্রোটিন গ) নিউক্লিওসাইড ঘ) নিউক্লিওটাইড
উত্তর – জীবনের উদ্ভবে সব থেকে গুরুত্বপূর্ণ জৈব যৌগ হল – ঘ) নিউক্লিওটাইড।

৪| ‘হট ডাইলুট স্যুপ’ হল – ক) একপ্রকার পুষ্টিকর তরল খ) সব্জি মিশ্রিত গরম স্যুপ গ) সৃষ্টির প্রথম জৈব যৌগ মিশ্রিত তরল ঘ) বিভিন্ন লবণ মিশ্রিত তরল
উত্তর – ‘হট ডাইলুট স্যুপ’ হল – গ) সৃষ্টির প্রথম জৈব যৌগ মিশ্রিত তরল।

৫| ‘The Origin of Life on Earth’ পুস্তকটি লিখেছিলেন – ক) হ্যালডেন খ) ওপারিন গ) ডারউইন ঘ) সিডনি ফক্স
উত্তর – ‘The Origin of Life on Earth’ পুস্তকটি লিখেছিলেন খ) ওপারিন।


নবম শ্রেণি থেকে → গ্রহরূপে পৃথিবী অধ্যায়ের প্রশ্ন – উত্তর

৬| জীবের যে বৈশিষ্ট্য জড়েও দেখা যেতে পারে, সেটি হল – ক) উত্তেজিতা খ) শ্বসন গ) বৃদ্ধি ও গমন ঘ) রেচন
উত্তর – জীবের যে বৈশিষ্ট্য জড়েও দেখা যেতে পারে, সেটি হল গ) বৃদ্ধি ও গমন।

৭| মিলার ও উরের পরীক্ষায় যে গ্যাসটি ব্যবহার হয়নি, সেটি হল – ক) মিথেন খ) অক্সিজেন গ) হাইড্রোজেন ঘ) অ্যামোনিয়া
উত্তর – মিলার ও উরের পরীক্ষায় যে গ্যাসটি ব্যবহার হয়নি, সেটি হল – খ) অক্সিজেন।

৮| প্রোটিনবিহীন RNA যা প্রাথমিক কোশে জেনেটিক বস্তু ছিল তাকে বলে – ক) জিন খ) প্রোটিনয়েড গ) প্রোটোবায়োন্ট ঘ) নগ্ন জিন
উত্তর – প্রোটিনবিহীন RNA যা প্রাথমিক কোশে জেনেটিক বস্তু ছিল তাকে ঘ) নগ্ন জিন বলে।

৯| ‘বায়োডাইভার্সিটি (Biodiversity)’ কথাটি প্রথম ব্যবহার করেন – ক) জে বি হ্যালডেন খ) ক্যাসিমির ফাঙ্ক গ) ওয়াল্টার রোজেন ঘ) কোনোটিই নয়
উত্তর – ‘বায়োডাইভার্সিটি (Biodiversity)’ কথাটি প্রথম বিজ্ঞানী গ) ওয়াল্টার রোজেন ব্যবহার করেন।

১০| পৃথিবীতে প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড ছিল – ক) RNA খ) DNA গ) দুটিই ঘ) কোনোটিই নয়
উত্তর – পৃথিবীতে প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড ছিল – ক) RNA.


নবম শ্রেণি থেকে → কলিঙ্গদেশে ঝড়বৃষ্টি অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন – উত্তর

১১| মিলার ও উরের পরীক্ষা যে বিজ্ঞানী/বিজ্ঞানীদের তত্ত্বের সমর্থন করেছিলেন – ক) সিডনি ফক্স খ) হ্যালডেন ও ওপারিন গ) কার্ল সাগান ঘ) কোনোটিই নয়
উত্তর – মিলার ও উরের পরীক্ষা খ) হ্যালডেন ও ওপারিন বিজ্ঞানীদের তত্ত্বের সমর্থন করেছিলেন।

১২| যে বিপাকে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাকে বলে – ক) উপচিতি খ) সমিচিতি গ) অপচিতি ঘ) কোনোটিই নয়
উত্তর – যে বিপাকে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাকে ক) উপচিতি বলে।

১৩| ‘কোয়াসারভেট’ শব্দটি প্রথম ব্যবহার করেন – ক) বিজ্ঞানী হ্যালডেন খ) বিজ্ঞানী মিলার গ) বিজ্ঞানী ফক্স ঘ) বিজ্ঞানী ওপারিন
উত্তর – ‘কোয়াসারভেট’ শব্দটি প্রথম ব্যবহার করেন – ঘ) বিজ্ঞানী ওপারিন।

১৪| ‘অজৈব পদার্থ থেকে জীবনের উৎপত্তি ঘটেছে’ এই মতবাদটিকে বলা হয় – ক) বিশ্ব সৃষ্টির মতবাদ খ) কসমোজোয়িক মতবাদ গ) স্বতঃস্ফূর্ত মতবাদ ঘ) রাসায়নিক উৎপত্তির মতবাদ
উত্তর – ‘অজৈব পদার্থ থেকে জীবনের উৎপত্তি ঘটেছে’ এই মতবাদটিকে ঘ) রাসায়নিক উৎপত্তির মতবাদ বলা হয়।

১৫| পৃথিবীতে প্রাণ সৃষ্টি সম্পর্কে প্রথম ধারণা দেন – ক) বিজ্ঞানী ওপারিন-হ্যালডেন খ) বিজ্ঞানী ডারউইন গ) বিজ্ঞানী ফক্স ঘ) বিজ্ঞানী অ্যারিস্টটল
উত্তর – পৃথিবীতে প্রাণ সৃষ্টি সম্পর্কে প্রথম ধারণা দেন – ক) বিজ্ঞানী ওপারিন-হ্যালডেন।

১৬| উত্তেজনায় সাড়া দেওয়ার ক্ষমতা নেই – ক) পাথরের খ) গাছের গ) প্রাণীদের ঘ) ব্যাকটেরিয়ার
উত্তর – উত্তেজনায় সাড়া দেওয়ার ক্ষমতা ক) পাথরের নেই।

১৭| পৃথিবীতে প্রথম উৎপন্ন জীবের জেনেটিক বস্তু RNA প্রকৃতির ছিল, এই ধারণাকে বলা হয় – ক) RNA পৃথিবী প্রকল্প খ) কেমোজনি গ) RNA তত্ত্ব ঘ) প্রোটোভাইরাস ধারণা
উত্তর – পৃথিবীতে প্রথম উৎপন্ন জীবের জেনেটিক বস্তু RNA প্রকৃতির ছিল, এই ধারণাকে ক) RNA পৃথিবী প্রকল্প বলা হয়।

১৮| বিশ্বের প্রথম বায়ুমন্ডলের বেশির ভাগ যে গ্যাসটি উপস্থিত ছিল, সেটি হল – ক) অক্সিজেন খ) হাইড্রোজেন গ) ক্লোরিন ঘ) নাইট্রোজেন
উত্তর – বিশ্বের প্রথম বায়ুমন্ডলের বেশির ভাগ খ) হাইড্রোজেন গ্যাসটি উপস্থিত ছিল।

১৯| বিশ্ব জীববৈচিত্র্য দিবস হল – ক) 5 জুন খ) 6 জুন গ) 22 এপ্রিল ঘ) 22 মে
উত্তর – ঘ) 22 মে বিশ্ব জীববৈচিত্র্য দিবস।

২০| পৃথিবীতে অক্সিজেন গ্যাসের সৃষ্টি শুরু হয়েছিল – ক) সবুজ শৈবাল সৃষ্টির পর খ) কোয়াসারভেট সৃষ্টির পর গ) প্রোটোবায়োন্ট সৃষ্টির পর ঘ) সায়ানোব্যাকটর সৃষ্টির পর
উত্তর – ঘ) সায়ানোব্যাকটর সৃষ্টির পর পৃথিবীতে অক্সিজেন গ্যাসের সৃষ্টি শুরু হয়েছিল।


নবম শ্রেণি থেকে → পরিমাপ ও একক অধ্যায়ের প্রশ্ন – উত্তর

একটি বাক্যে উত্তর দাও (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। জীবনের দুটি বৈশিষ্ট্য কি?
উত্তর – জীবনের দুটি বৈশিষ্ট্য হল বৃদ্ধি ও জনন।

২। জীবনের ভৌত ভিত্তি কি?
উত্তর – হাক্সলের মতে জীবনের ভৌত ভিত্তি হল প্রোটোপ্লাজম।

৩। লজ্জাবতী গাছের পাতাকে স্পর্শ করলে পাতাগুলি বুজে যায়- এটি জীবের কোন ধর্মকে নির্দেশ করে?
উত্তর – লজ্জাবতী গাছের পাতাকে স্পর্শ করলে পাতাগুলি বুজে যায়- এটি জীবের উত্তেজনায় সাড়া দেওয়া বা উত্তেজিতা ধর্মকে নির্দেশ করে।

৪। পৃথিবী সৃষ্টি হয়েছিল কবে ?
উত্তর – পৃথিবী সৃষ্টি হয়েছিল প্রায় 400 কোটি থেকে 450 কোটি বছর আগে।

৫। পৃথিবী সৃষ্টির সময় বাতাসে কি কি গ্যাস ছিল?
পৃথিবী সৃষ্টির সময় বাতাসে মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প ছিল।
wb-porashona-to-the-point-ebook-class-nine-history-geography
৬। ওপারিনের লেখা বই এর নাম কি?
উত্তর – ওপারিনের লেখা বই এর নাম’ দি অরিজিন অফ লাইফ অন আর্থ’।

৭। কোন জার্নালে হ্যাল্ডেনের প্রাণের উৎপত্তি নিয়ে মতবাদ প্রকাশিত হয়?
উত্তর – রেশনালিস্ট অ্যানুয়াল নামক জার্নালে হ্যাল্ডেনের প্রাণের উৎপত্তি নিয়ে মতবাদ প্রকাশিত হয়।

৮। ওপারিন প্রকল্প কাকে বলে?
উত্তর – ওপারিন জীবনের উৎপত্তি সংক্রান্ত যে প্রকল্পটি প্রণয়ন করেন তাকে ওপারিন প্রকল্প বলে। তার এই প্রকল্পটি তিনি ‘ দি লাইফ অন আর্থ’ নামক বইয়ে প্রকাশিত করেন ।

৯। কোয়াসারভাস কথার অর্থ কি?
উত্তর – কোয়াসারভাস কথার অর্থ হল দলা বা পিন্ডি।

১০। কোন কোশকে পৃথিবীর আদি কোশ বলা হয়?
উত্তর – নগ্ন জিন যুক্ত অবায়ুজীবী ব্যাকটেরিয়া কে আদি কোশ বলা হয়।


নবম শ্রেণি থেকে → MCQ of Tales of Bhola Grandpa

১১। কেমোজেনি কাকে বলে?
উত্তর – সমুদ্রের উষ্ণ জলে মিথেন, কার্বন মনো অক্সাইড, অ্যামোনিয়া, সায়ানাইড ইত্যাদি সরল রাসায়নিক যৌগ গুলি উচ্চ তাপ ও অতি বেগুনী রশ্মির প্রভাবে একক শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড ও অন্যান্য জৈব যৌগ সৃষ্টি করে। সরল অজৈব যৌগ থেকে জৈব যৌগের উৎপত্তি কে ওপারিন রাসায়নিক বিবর্তন বা কেমোজেনি বলেন।

১২। হট ডাইলুট সুপ কি?
উত্তর – বিজ্ঞানী হ্যাল্ডেন গরম সমুদ্রের জল এবং জলে দ্রবীভূত বিভিন্ন খনিজ লবণ ও জৈব যৌগ গুলির মিশ্রণকে একত্রে বলেন ’গরম তরল স্যুপ’।

১৩। মাইক্রোস্ফিয়ার কাকে বলে?
উত্তর – অর্ধভেদ্য পর্দা দ্বারা বেষ্টিত স্ব-বিভাজনশীল প্রোটিনের একক গঠনকে মাইক্রস্ফিয়ার বলা হয়।

১৪। মাইক্রোস্ফিয়ারের কথা প্রথম কে বলেন?
উত্তরঃ সিডনি ফক্স মাইক্রোস্ফিয়ারের কথা প্রথম বলেন।

১৫। প্রোটোসেল কি?
উত্তর – কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে যে কোশ তৈরি হয়েছিল তাকে প্রথম আদি কোশ বা প্রোটোসেল বলে।


নবম শ্রেণি থেকে → বাস্তব সংখ্যা – গাণিতিক সমস্যার সমাধান 

১৬| মিউটেশন কি?
উত্তর – জীবকোশের জিনের আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বলা হয়।

১৭| ‘হট ডাইলিউট স্যুপ’-এর অপর নাম কি?
উত্তর – ‘হট ডাইলিউট স্যুপ’-এর অপর নাম ‘প্রাইমরডিয়াল স্যুপ’।

১৮| রাসায়নিক উপায়ে প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল কবে?
উত্তর – প্রায় 3.7 বিলিয়ন বছর আগে রাসায়নিক উপায়ে প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল।

১৯| প্রজাতির বিভিন্নতা সৃষ্টি হয় কেন?
উত্তর – সাধারণত জিনগত বৈচিত্র্যের কারণে প্রজাতির বিভিন্নতা সৃষ্টি হয়।

২০| প্রাচীন জিনের দুটি বৈশিষ্ট্য কি?
উত্তর – প্রাচীন জিনের দুটি বৈশিষ্ট্য হল –
ক) প্রাচীন জিন নগ্ন প্রকৃতির হয়,
খ) RNA দ্বারা প্রাচীন জিন গঠিত ছিল।


নবম শ্রেণি থেকে → ফরাসী বিপ্লব অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন – উত্তর

সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ২]

১| জীবের বৈচিত্র্যের উৎস কি?
উত্তর – জীবের বৈচিত্র্যের উৎসগুলি হল –
ক) জিনগত বৈচিত্র্য (জিন অর্থাৎ DNA নির্দিষ্ট অংশ।)
খ) প্রজাতিগত বৈচিত্র্য
গ) পরিবেশগত বৈচিত্র্য
ঘ) ভৌগলিক বৈচিত্র্য
ঙ) সম্প্রদায়ের (Community) বৈচিত্র্য।

wb-porashona-to-the-point-ebook-class-nine-history-geography

২| আরশোলা আর্থ্রোপডা পর্বের অন্তর্ভুক্তির স্বপক্ষে দুটি যুক্তি দাও।
উত্তর – আরশোলা আর্থ্রোপডা পর্বের অন্তর্ভুক্ত, কারণ –
ক) আরশোলার দেহ কাইটিন নির্মিত শক্ত কিউটিকল নির্মিত আবরণ দ্বারা আবৃত।
খ) এদের দেহে তিনজোড়া সন্ধিল উপাঙ্গযুক্ত পা রয়েছে।

৩| একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লেখ।
উত্তর –

৪| থ্যালোফাইটের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো।
উত্তর – থ্যালোফাইটের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য হল –
ক) থ্যালোফাইটের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভেজিত নয়। এদের দেহ সম্পূর্ণ একই সমাঙ্গদেহী।
খ) এদের দেহে সবুজ ক্লোরোফিল রঞ্জক, কখনও নীল বা বাদামী রঞ্জক উপস্থিত থাকে, এরা স্বভোজী।
গ) এদের কোশপ্রাচীর সেলুলোজ, পেকটিন ইত্যাদি দ্বারা গঠিত।

৫| সিউডোসিলোম যুক্ত একটি প্রাণীর নাম ও প্রাণীটি কোন পর্বের অন্তর্গত তার নাম লেখ।
উত্তর – সিউডোসিলোম যুক্ত একটি প্রাণী হল গোলকৃমি Ascaris lumbricoides.
গোলকৃমি নিমাটোডা পর্বের অন্তর্গত।


নবম শ্রেণি থেকে → জীবন সংগঠনের স্তর অধ্যায়ের প্রশ্ন – উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

পড়া মনে রাখার সেরা উপায় 👇

wb-porashona-to-the-point-ebook