
শ্রেণি – নবম | বিভাগ – জীবন বিজ্ঞান | অধ্যায় – জীবন ও তার বৈচিত্র্য
এই পর্বে রইল নবম শ্রেণির জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন (VSAQ) এবং সেগুলির উত্তর।
একটি বাক্যে উত্তর দাও (VSAQ)
১। জীবনের দুটি বৈশিষ্ট্য কি?
উত্তর – জীবনের দুটি বৈশিষ্ট্য হল বৃদ্ধি ও জনন।
২। জীবনের ভৌত ভিত্তি কি?
উত্তর – হাক্সলের মতে জীবনের ভৌত ভিত্তি হল প্রোটোপ্লাজম।
৩। লজ্জাবতী গাছের পাতাকে স্পর্শ করলে পাতাগুলি বুজে যায়- এটি জীবের কোন ধর্মকে নির্দেশ করে?
উত্তর – লজ্জাবতী গাছের পাতাকে স্পর্শ করলে পাতাগুলি বুজে যায়- এটি জীবের উত্তেজনায় সাড়া দেওয়া বা উত্তেজিতা ধর্মকে নির্দেশ করে।
৪। পৃথিবী সৃষ্টি হয়েছিল কবে ?
উত্তর – পৃথিবী সৃষ্টি হয়েছিল প্রায় 400 কোটি থেকে 450 কোটি বছর আগে।
৫। পৃথিবী সৃষ্টির সময় বাতাসে কি কি গ্যাস ছিল?
পৃথিবী সৃষ্টির সময় বাতাসে মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প ছিল।
৬। ওপারিনের লেখা বই এর নাম কি?
উত্তর – ওপারিনের লেখা বই এর নাম’ দি অরিজিন অফ লাইফ অন আর্থ’।
৭। কোন জার্নালে হ্যাল্ডেনের প্রাণের উৎপত্তি নিয়ে মতবাদ প্রকাশিত হয়?
উত্তর – রেশনালিস্ট অ্যানুয়াল নামক জার্নালে হ্যাল্ডেনের প্রাণের উৎপত্তি নিয়ে মতবাদ প্রকাশিত হয়।
৮। ওপারিন প্রকল্প কাকে বলে?
উত্তর – ওপারিন জীবনের উৎপত্তি সংক্রান্ত যে প্রকল্পটি প্রণয়ন করেন তাকে ওপারিন প্রকল্প বলে। তার এই প্রকল্পটি তিনি ‘ দি লাইফ অন আর্থ’ নামক বইয়ে প্রকাশিত করেন ।
৯। কোয়াসারভাস কথার অর্থ কি?
উত্তর – কোয়াসারভাস কথার অর্থ হল দলা বা পিন্ডি।
১০। কোন কোশকে পৃথিবীর আদি কোশ বলা হয়?
উত্তর – নগ্ন জিন যুক্ত অবায়ুজীবী ব্যাকটেরিয়া কে আদি কোশ বলা হয়।
নবম শ্রেণি থেকে → MCQ of Tales of Bhola Grandpa
১১। কেমোজেনি কাকে বলে?
উত্তর – সমুদ্রের উষ্ণ জলে মিথেন, কার্বন মনো অক্সাইড, অ্যামোনিয়া, সায়ানাইড ইত্যাদি সরল রাসায়নিক যৌগ গুলি উচ্চ তাপ ও অতি বেগুনী রশ্মির প্রভাবে একক শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড ও অন্যান্য জৈব যৌগ সৃষ্টি করে। সরল অজৈব যৌগ থেকে জৈব যৌগের উৎপত্তি কে ওপারিন রাসায়নিক বিবর্তন বা কেমোজেনি বলেন।
১২। হট ডাইলুট সুপ কি?
উত্তর – বিজ্ঞানী হ্যাল্ডেন গরম সমুদ্রের জল এবং জলে দ্রবীভূত বিভিন্ন খনিজ লবণ ও জৈব যৌগ গুলির মিশ্রণকে একত্রে বলেন ’গরম তরল স্যুপ’।
১৩। মাইক্রোস্ফিয়ার কাকে বলে?
উত্তর – অর্ধভেদ্য পর্দা দ্বারা বেষ্টিত স্ব-বিভাজনশীল প্রোটিনের একক গঠনকে মাইক্রস্ফিয়ার বলা হয়।
১৪। মাইক্রোস্ফিয়ারের কথা প্রথম কে বলেন?
উত্তরঃ সিডনি ফক্স মাইক্রোস্ফিয়ারের কথা প্রথম বলেন।
১৫। প্রোটোসেল কি?
উত্তর – কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে যে কোশ তৈরি হয়েছিল তাকে প্রথম আদি কোশ বা প্রোটোসেল বলে।
নবম শ্রেণি থেকে → ফরাসী বিপ্লব অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন – উত্তর
WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাবার জন্য –
- সাবস্ক্রাইব করো → YouTube চ্যানেল
- লাইক করো → Facebook পেইজ
- সাবস্ক্রাইব করো → টেলিগ্রাম চ্যানেল
আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।