শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ প্রশ্ন উত্তর |Shilpo Biplob | 4th Chapter Question Answer | Class 9 History WBBSE

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
histroy-calss-9-history-4th-chapter
শ্রেণি – নবম | বিভাগ – ইতিহাস | অধ্যায় – শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ (shilpo biplob, uponibeshbad o samrajjobad )

নবম শ্রেণির ইতিহাস বিভাগ থেকে শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বা চতুর্থে অধ্যায় থেকে সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। ‘শিল্পবিপ্লব’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন- (ক) অগাস্ত ব্লঙ্কি (খ) লুই ব্লাঁ (গ) আর্নল্ড টয়েনবি (ঘ) ফিলিস ডিন
উত্তর- ‘শিল্পবিপ্লব’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন- (ক) অগাস্ত ব্লঙ্কি।

২। ইংল্যাণ্ডে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার স্বীকৃত হয়? (ক) ১৮৬১ খ্রিস্টাব্দে (খ) ১৮৬৭ খ্রিস্টাব্দে (গ) ১৮৭১ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৭ খ্রিস্টাব্দে
উত্তর- ইংল্যাণ্ডে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার স্বীকৃত হয়- (গ) ১৮৭১ খ্রিস্টাব্দে।

৩। ‘ফ্যাক্টরি প্রথা’ বলতে বোঝায় –
(ক) ঔপনিবেশিক বাজার দখল (খ) শ্রমবিভজান (গ) বৃহৎ কলকারখানার প্রতিষ্ঠা (ঘ) মূলধন বিনিয়োগ

উত্তর- ‘ফ্যাক্টরি প্রথা’ বলতে বোঝায়- (গ) বৃহৎ কলকারখানার প্রতিষ্ঠা।

৪। শ্রমিকসহ ইংল্যাণ্ডের অধিকাংশ মানুষ ভোটাধিকার লাভ করে – (ক) ১৮৬১ খ্রিস্টাব্দে (খ) ১৮৬৭ খ্রিস্টাব্দে (গ) ১৮৭১ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৭ খ্রিস্টাব্দে
উত্তর- শ্রমিকসহ ইংল্যাণ্ডের অধিকাংশ মানুষ ভোটাধিকার লাভ করে-(খ) ১৮৬৭ খ্রিস্টাব্দে।

৫। ‘জাতীয় কর্মশালা’ বা ন্যাশনাল ওয়ার্কশপ প্রতিষ্ঠিত হয়- (ক) ফ্রান্সে (খ) জার্মানিতে (গ) ইংল্যাণ্ডে (ঘ) বেলজিয়ামে
উত্তর- ‘জাতীয় কর্মশালা’ বা ন্যাশনাল ওয়ার্কশপ প্রতিষ্ঠিত হয়- (ক) ফ্রান্সে।

৬। ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক হলেন- (ক) শার্ল ফুরিয়ের (খ) রবার্ট ওয়েন (গ) সাঁ সিমোঁ (ঘ) আর্নল্ড টয়েনবি
উত্তর- ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক হলেন-(খ) রবার্ট ওয়েন।

৭। কোন ঘটনাকে কেন্দ্র করে ১৯১৪ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও সার্বিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়? (ক) বলকান সংকট (খ) মরক্কো সংকট (গ) সেরাজেভোর হত্যাকাণ্ড (ঘ) সেডানের যুদ্ধ
উত্তর- কোন ঘটনাকে কেন্দ্র করে ১৯১৪ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও সার্বিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়- (গ) সেরাজেভোর হত্যাকাণ্ড।

৮। সুয়েজ খাল খনন করে- (ক) স্পেন (খ) ইংল্যান্ড (গ) ফ্রান্স (ঘ) জার্মানি
উত্তর- সুয়েজ খাল খনন করে-(গ) ফ্রান্স।

৯। ‘কঙ্গো ফ্রি স্টেট’ গঠন করে- (ক) জার্মানি (খ) ফ্রান্স (গ) ইংল্যান্ড (ঘ) বেলজিয়াম
উত্তর- ‘কঙ্গো ফ্রি স্টেট’ গঠন করে-(ঘ) বেলজিয়াম।

১০। হবসনের ‘সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা’ গ্রন্থটি প্রকাশিত হয় – (ক) ১৯০২ খ্রিস্টাব্দে (খ) ১৯১২ খ্রিস্টাব্দে (গ) ১৯১৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২২ খ্রিস্টাব্দে
উত্তর- হবসনের ‘সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা’ গ্রন্থটি প্রকাশিত হয়- ১৯০২ খ্রিস্টাব্দে।

১১। ‘শ্বেতাঙ্গদের বোঝা’ বা ‘সাদা চামড়ার দায়বদ্ধতা’ (হোয়াইট মেনস বার্ডেন) কবিতার লেখক হলেন – (ক) জুলো ফেরি (খ) গ্যামবেটা (গ) সিলি (ঘ) কিপলিং
উত্তর- ‘শ্বেতাঙ্গদের বোঝা’ বা ‘সাদা চামড়ার দায়বদ্ধতা’ (হোয়াইট মেনস বার্ডেন) কবিতার লেখক হলেন- (ঘ) কিপলিং।

১২। ‘কম্বলধারীদের অভিযান’ কোন দেশে হয়? (ক) রাশিয়ায় (খ) ইংল্যাণ্ডে (গ) জার্মানিতে (ঘ) ফ্রান্সে
উত্তর- ‘কম্বলধারীদের অভিযান’ কোন দেশে হয়- (খ) ইংল্যাণ্ডে।

১৩। ‘সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর’ গ্রন্থটি লিখেছেন- (ক) লেলিন (খ) হবসন (গ) কার্ল মার্ক্স (ঘ) রবার্ট ওয়েন
উত্তর- ‘সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর’ গ্রন্থটি লিখেছেন- (ক) লেলিন।

১৪। সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন- (ক) রবার্ট ওয়েন (খ) সাঁ সিমোঁ (গ) কাল মার্ক্স (ঘ) শার্ল ফুরিয়ের
উত্তর- সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন-(গ) কাল মার্ক্স।

১৫। ‘সমাজতন্ত্রবাদ’ কথাটি সর্বপ্রথম প্রচলন করেন-
(ক) আর্নল্ড টয়েনবি (খ) শার্ল ফুরিয়েব (গ) রবার্ট আওয়েন (ঘ) সাঁ সিমোঁ

উত্তর- ‘সমাজতন্ত্রবাদ’ কথাটি সর্বপ্রথম প্রচলন করেন-(গ) রবার্ট আওয়েন


আরো পড়ো →  নবম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর

একটি বাক্যে উত্তর দাও (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। ফ্রান্সে কবে শিল্পায়ন শুরু হয়?
উত্তর – ফ্রান্সে ১৮০০ থেকে ১৮৬০ খ্রিষ্টাব্দের মধ্যে শিল্পায়ন শুরু হয়।

২। ফরাসি শিল্পে মূলধন সরবাহকারী দুটি ব্যাংকের নাম লেখো।
উত্তর – ‘ক্রেদি ফসিয়ে’ এবং ‘ক্রেদি মবিলিয়ে’ নামক দুটি ব্যাঙ্কের মাধ্যমে ফরাসী শিল্পে মূলধন সরবারহ করা হত।

৩। জার্মানিতে সর্বপ্রথম কবে, কোথায় রেলপথ চালু হয়?
উত্তর – জার্মানির বাভেরিয়ায় ১৮৩৫ খ্রিষ্টাব্দে প্রথম রেলপথ চালু হয়।

৪। ইংল্যান্ডের পর কোন কোন দেশে শিল্পায়ন ঘটে?
উত্তর – ইংল্যান্ডে শিল্পবিপ্লব শুরু হয়ে ইউরোপের অন্যান্য দেশ যেমন ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, বেলজিয়াম, রাশিয়ায় শিল্পবিপ্লব ছড়িয়ে পড়ে।

৫। শিল্পবিপ্লবের সময় বস্ত্রশিল্পের কাজের উপযোগী কয়েকটি যন্ত্রের নাম লেখো।
উত্তর – শিল্পবিপ্লবের সময় বস্ত্রশিল্পের কাজের উপযোগী কয়েকটি যন্ত্রের নাম হল, স্পিনিং জেনি, ফ্রাইং শাটল, ওয়াটার ফ্রেম, পাওয়ার লুম ইত্যাদি।


চতুর্থ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নাও এই ভিডিও থেকে↓


৬। চার্টিস্ট আন্দোলন কী?
উত্তর – ১৮৩০ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডের শ্রমিকরা ভোটাধিকারের জন্য আন্দোলন শুরু করেন, এই আন্দোলন ‘চার্চিস্ট আন্দোলন’ নামে পরিচিত।

৭। ইংল্যান্ডে কোন আইনের সাহায্যে শ্রমিকদের সব ধরনের সভা সমিতি নিষিদ্ধ করা হয়?
উত্তর – ‘হেবিয়াস করপাস’ নামক আইনের সাহায্যে ইংল্যান্ডে শ্রমিকদের সব ধরনের সভা সমিতি নিষিদ্ধ করা হয়

৮। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী?
উত্তর – প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম প্রত্যক্ষ কারণ ছিল বসনিয়ার সেরাজেভো শহরে অষ্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী শোফিয়ার হত্যাকাণ্ড।

৯।কবে, কাদের মধ্যে ত্রিশক্তি মৈত্রী (ট্রিপল এলাইয়েন্স) গড়ে ওঠে?
উত্তর – ১৯০৭ খ্রিষ্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে ত্রিশক্তি মৈত্রী গড়ে ওঠে।

১০। কবে, কোথায় প্যারি কমিউন গঠিত হয়?
উত্তর – ১৮৭১ খ্রিষ্টাব্দের ১৮ই মার্চ ফ্রান্সের প্যারিস শহরে প্যারি কমিউন গঠিত হয়।


আরো পড়ো → আবহমান কবিতার প্রশ্ন উত্তর

ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (SAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান ১]

১। ‘ফ্যাক্টরি প্রথা’ কি?
উত্তর – শিল্পবিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে শিল্প-কারখানা গড়ে ওঠে। এই কারখানাগুলিতে বিপুল মূলধন, যান্ত্রিক প্রযুক্তি এবং মজুরী ভিত্তিক শ্রমিক ব্যবহার করে উৎপাদিত পণ্যের গুনগত এবং পরিমাণগত উন্নতি ঘটানো সম্ভব হয়। কারখানাভিত্তিক এই ব্যবস্থাকে ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথা বলা হয়।

২। সমাজতন্ত্রবাদ কি?
উত্তর – সমাজতন্ত্রবাদ হল ধনতন্ত্রবাদ বা পুঁজিবাদের বিরুদ্ধে দরিদ্রশ্রেণির প্রতিবাদ বা মালিকশ্রেণি কর্তৃক শ্রমিক শোষণের প্রতিবাদ। শিল্পবিপ্লব-এর ফ্যাক্টরি প্রথার ত্রুটি দূর করার জন্যই সমাজতন্ত্রবাদের উদ্ভব হয়।

৩। ‘ঘেটো’ কাকে বলে?
উত্তর – শহরের নির্দিষ্ট যে প্রান্তে সংখ্যালঘুরা বসবাস করেন তাকে ঘেটো বলা হয়। এই ব্যবস্থা সর্বপ্রথম ইতালির ভেসিন শহরে ইহুদীদের জন্য শুরু করা হয়েছিল। শিল্পবিপ্লবের ফলে শহর অঞ্চলে শ্রমিকের চাহিদা বৃদ্ধি পেলে, গ্রামাঞ্চল থেকে বিভিন্ন বর্গের মানুষ এসে শহরের বিভিন্ন প্রান্তে বসবাস করতে বাধ্য হয়, এই ঘিঞ্জি, অস্বাস্থ্যকর বাসস্থানগুলিকে ঘেটো বলা হয়।

৪। ‘প্যারি কমিউন’ গঠনের উদ্দেশ্য কী ছিল?
উত্তর – ১৮৭১ সালে ফ্রান্সের প্যারিস শহরে বিল্পবী শ্রমিকরা ‘প্যারি কমিউন’ গড়ে তোলেন। এর উদ্দেশ্য ছিল –
ক) রাষ্ট্র এবং চার্চের নিয়ন্ত্রণ থেকে ফ্রান্সের শিক্ষাব্যবস্থাকে মুক্ত করা।
খ) শ্রমিক কল্যাণের জন্য বিভিন্ন আইন সংস্কার করা।

৫। ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্পবিপ্লব শুরু হওয়ার কারণ কী?
উত্তর – ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লব শুরু হওয়ার প্রধান কারণগুলি হল –
ক) বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার
খ) অণুকুল প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ
গ) কাঁচামাল সংগ্রহ এবং পণ্য বিক্রয়ের জন্য ঔপনিবেশিক সাম্রাজ্যের বিস্তার
ঘ) উন্নত যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা

৬। ইংল্যান্ডের শিল্পবিপ্লবে সহায়তাকারী দুটি বৈজ্ঞানিক আবিষ্কারের নাম লেখো।
উত্তর – জন কে -এর আবিষ্কৃত উড়ন্ত মাকু এবং জেমস হারগ্রিভস এর স্পিনিং জেনি ইংল্যান্ডের শিল্পবিপ্লবে বিশেষভাবে সাহায্য করেছিল।

৭। ফ্রান্সে শিল্পবিপ্লব কেন দেরিতে হয়েছিল?
উত্তর – ইউরোপের দুই শক্তিধর দেশ ইংল্যান্ড এবং ফ্রান্সে শিল্পবিপ্লব একই সময়ে শুরু হলেও, ফ্রান্সের অগ্রগতির হার ছিল শ্লথ। এর অন্যতম কারণ ছিল রাজনৈতিক অস্থিরতা, ফরাসী বিপ্লব, নেপোলিয়নের সামরিক অভিযান এবং পরবর্তী সময়ে বিভিন্ন জুলাই ও ফ্রেব্রুয়ারি বিপ্লব ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে। তাই ১৮০০ সাল থেকে ফ্রান্সে শিল্পবিপ্লব শুরু হলেও, এর গতি আসে ১৮৬০ সালের পরবর্তী সময় থেকে।

৮। শিল্পবিপ্লবের রাজনৈতিক ফলগুলি উল্লেখ করো।
উত্তর – শিল্পবিপ্লবের প্রধান রাজনৈতিক ফলগুলি হল –
ক) অভিজাতদের রাজনৈতিক অবসান এবং শিল্প-মালিকদের রাজনৈতিক উত্থান
খ) শ্রমিক আন্দোলনের সূচনা
গ) সমাজতান্ত্রিক ভাবধারার প্রসার

৯। শিল্পবিপ্লবের সামাজিক ফলগুলি উল্লেখ করো।
উত্তর – শিল্পবিপ্লবের প্রধান সামাজিক ফলগুলি হল
ক) শিল্প মালিক বা পুঁজিপতি এবং শ্রমিকশ্রেণির উদ্ভব
খ) গ্রামের জনসংখ্যা হ্রাস এবং শহরের জনসংখ্যা বৃদ্ধি
গ) শিল্প – বাণিজ্যভিত্তিক নতুন সমাজের আবির্ভাব

১০। শিল্পবিপ্লবের অর্থনৈতিক ফলগুলি উল্লেখ করো।
উত্তর – শিল্পবিপ্লবের প্রধান অর্থনৈতিক ফলগুলি হল –
ক) গ্রামীণ কুটির শিল্পের অবসান হলে ফ্যাক্টরি প্রথার উদ্ভব
খ) শ্রমবিভাজন নীতির উদ্ভব
গ) শিল্প অর্থনীতির বিকাশ

১১। কাদের, কেন কল্পনাবিলাসী (স্বপ্নবিলাসী) বা ‘ইউটোপিয়ান’ সমাজতন্ত্রী বলে অভিহিত করা হয়?
উত্তর – প্রথম যুগের সমাজতন্ত্রীদের অর্থাৎ রবার্ট ওয়েন, শার্ল ফুরিয়ের, সাঁ সিমো প্রমুখ সমাজতন্ত্রীদের কল্পনাবিলাসী সমাজতন্ত্রী বলে অভিহিত করা হয়। এর অন্যতম কারণ হল, তাঁরা শ্রমিক শোষণের বিরোধিতা করলেও সমাজব্যবস্থার পরিবর্তন এবং অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার বিষয়ে কোন সঠিক পথের সন্ধান দিতে পারেননি।

১২। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি কী ছিল?
উত্তর – প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণগুলি ছিল –
ক) উপনিবেশ দখলের লড়াই
খ) উগ্র এবং সংকীর্ণ জাতিয়তাবাদের প্রসার
গ) সেরাজেভোর হত্যাকাণ্ড

১৩। প্রথম বিশ্বযুদ্ধে বিবদমান পক্ষগুলির নাম লেখো।
উত্তর – প্রথম বিশ্বযুদ্ধে দুটি বিবদমান পক্ষ ছিল –
ক) মিত্রপক্ষ – ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া সহ তেইশটি দেশ এই মিত্রপক্ষে ছিল, পরবর্তী সময়ে আমেরিকা এই দলে যোগ দেয়।
খ) অক্ষপক্ষ – জার্মানি, অষ্ট্রিয়া, ইতালি, তুরস্ক প্রভৃতি দেশ অক্ষপক্ষের অন্তর্গত ছিল। যদিও পরবর্তী সময়ে ইতালি মিত্রপক্ষে যোগ দেয়।

১৪। ‘দ্বন্দ্বমূলক বস্তুবাদ’ বলতে কি বোঝ?
উত্তর – কার্লস মার্কস প্রবর্তিত মার্ক্সবাদের অন্যতম ভিত্তি হল দ্বন্দ্বমূলক বস্তুবাদ। তাঁর মতে সমাজ ক্রমাগত দ্বন্দ্বের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে এবং দ্বন্দ্বের মাধ্যমেই নতুন ধারণার সৃষ্টি হচ্ছে। একইভাবে সমাজে শ্রমিক এবং মালিকের দ্বন্দ্বের মধ্যে দিয়ে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

১৫। সেরোজাভো হত্যাকান্ড কি?
উত্তর – অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো ভ্রমণ করতে এলে সার্বিয়ার মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন ব্ল্যাক হ্যান্ড দ্বারা নিহত হন। এই ঘটনাকে দায়ী করে অস্ট্রিয়া, সার্বিয়াকে চরমপত্র দেয়; সার্বিয়া দায় নিতে অস্বীকার করলে 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করে। এই ঘটনার মধ্যে দিয়েই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।


আরো পড়ো →  নবম শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel