আলো প্রশ্ন উত্তর | Light Question Answer WBBSE |মাধ্যমিক ভৌতবিজ্ঞান

তোমার মাধ্যমিক সাফল্যের লাস্ট মিনিট গাইড 👇

madhyamik-mock-test
alo
শ্রেণি – দশম | বিভাগ – ভৌতবিজ্ঞান| অধ্যায় – আলো – প্রশ্ন উত্তর – Light Question Answer | alo (Chapter 5)

এই পর্বে রইল দশম শ্রেণির ভৌতবিজ্ঞান বিভাগের পঞ্চম অধ্যায় – আলো থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।

একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1) দন্ত চিকিৎসকের দর্পণ কি প্রকৃতির?
উত্তর: দন্ত চিকিৎসকের দর্পণ অবতল প্রকৃতির।

2) গোলীয় দর্পণের মেরু কাকে বলে?
উত্তর: কোনো গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলে।

3) গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয়?
উত্তর: গাড়ির হেডলাইটে অবতল ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয়।


পড়া মনে রাখার সেরা উপায়! ↓

wb-porashona-to-the-point-ebook


4) উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের আকার ও প্রকৃতি লেখো।
উত্তর: উত্তল দর্পন দ্বারা গঠিত প্রতিবিম্বের আকার খর্বকায় ও প্রকৃতি অসদ।

5) কোনো অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 15 সেমি (cm) হলে বক্রতা ব্যাসার্ধ কত?
উত্তর: দর্পণটির বক্রতা ব্যাসার্ধ – 2 x 15 সেমি = 30 সেমি।

আরো পড়ো → জিনগত রোগ অধ্যায়ের প্রশ্ন – উত্তর

6) প্রতিসারঙ্ক একক কী?
উত্তর: প্রতিসারঙ্ক হল এককবিহীন ভৌতরাশি।

7) সুস্থ চোখের নিকট বিন্দুর দূরত্ব কত?
উত্তর: সুস্থ চোখের নিকট বিন্দুর দূরত্ব 25 cm।

8) কোনো বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 2.5 বলতে কী বোঝ?
উত্তর: কোনো বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 2.5 বলতে প্রতিবিম্বের উচ্চতা বস্তুর উচ্চতার 2.5 গুণ বোঝায়।

9) সিনেমার পর্দায় কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?
উত্তর: সিনেমার পর্দায় গঠিত প্রতিবিম্ব সদ ও বিবর্ধিত।

10) কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়?
উত্তর: উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা যায়।


UPDATE:মাধ্যমিক পরীক্ষার ভীতি কাটাবার সেরা উপায়↓

wbporashona-madhyamik-chapter-test-2025


11) ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
উত্তর: ক্যামেরায় উত্তল লেন্স ব্যবহৃত হয়।

12) চক্ষু লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব সদ না অসদ?
উত্তর: চক্ষু লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব সদ।

13) লাল ও বেগুনি আলোর মধ্যে কোনটির তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষাকৃত বেশি?
উত্তর: লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষাকৃত বেশি।

14) আলোর বিচ্ছুরণ ককে বলে?
উত্তর: বহুবর্ণী আলো কোনো স্বচ্ছ মাধ্যমে (যেমন- প্রিজম,কাচের স্ল্যাব) প্রতিসৃত হয়ে বিভিন্ন বর্ণে বিভক্ত হবার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে।

15) আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও।
উত্তর: আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ- রামধনু


chapter-test-physical-science-2025


16) আলো কি ধরনের তরঙ্গ?
উত্তর: আলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ।

17) কত তরঙ্গদৈর্ঘ্যের আলো দর্শনের অনুভুতি জাগায়?
উত্তর: 4000-8000 আংস্ট্রোম তরঙ্গদৈর্ঘ্যের এল চোখে দর্শনের অনুভূতি জাগায়।

18) শূন্যস্থানে আলোর বেগ কত?
উত্তর: শূন্যস্থানে আলোর বেগ \(3\times10^{8}m/s\)

19) A ও B দুটি মাধ্যমে আলোর বেগ যথাক্রমে 2 × 108 m/s ও 2.25 × 108 m/s। কোনটি লঘুতর মাধ্যম?
উত্তর: B মাধ্যমটি হল লঘুতর। কারণ, B মাধ্যমে আলোর বেগ বেশি।

wbporashona-physical-science-ebook

20) বিপদ সংকেত হিসেবে কোন বর্ণের আলো ব্যাবহৃত হয়?
উত্তর: বিপদ সংকেত হিসেবে লাল বর্ণের আলো ব্যবহৃত হয়।

আরো পড়ো → গ্যাসের আচরণ প্রশ্ন উত্তর আলোচনা

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wbporashona-whatsapp-channel