আয়নীয় ও সমযোজী বন্ধন – প্রশ্ন উত্তর | Ionic and Covalent Bonds Question Answer WBBSE

নিয়মিত প্রশ্ন উত্তরের আপডেট পাও নিজের মোবাইলে 👇

wb porashona.com whatsapp channel
ayonio-somojoji-bondho
শ্রেণি – দশম | বিভাগ – ভৌতবিজ্ঞান| অধ্যায় – আয়নীয় ও সমযোজী বন্ধন – Ionic and Covalent Bonds | Ayonio o Somojoji Bondhon (Chapter 8.2)

এই পর্বে রইল দশম শ্রেণির ভৌতবিজ্ঞান বিভাগের অষ্টম অধ্যায় – আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর আলোচনা।

সঠিক উত্তর নির্বাচন করো। (MCQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1. জলের অণুতে কতগুলি বন্ধন থাকে?
(A) 4 (B) 3 (C) 1 (D) 2

উত্তর- জলের অণুতে D) 2টি বন্ধন থাকে।

2. CaO গঠনের সময় Ca পরমাণুর কটি ইলেকট্রন যৌগ গঠনে অংশ নেয়-
(A) 1 টি (B) 2 টি (C) 3 টি (D) 4 টি

উত্তর- CaO গঠনের সময় Ca পরমাণুর (B) 2 টি ইলেকট্রন যৌগ গঠনে অংশ নেয়।

3. কোনটি যৌগ গঠন ক্ষেত্রে অষ্টক নীতি মানা হয় না-
(A) NaCl (B) KCl (C) LiH (D) CaO

উত্তর- (C) LiH যৌগ গঠন ক্ষেত্রে অষ্টক নীতি মানা হয় না।

4. প্রদত্ত কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান-
(A) হাইড্রোজেন ক্লোরাইড (B) সোডিয়াম ক্লোরাইড (C) লিথিয়াম হাইড্রাইড (D) ক্যালশিয়াম অক্সাইড

উত্তর- (A) হাইড্রোজেন ক্লোরাইড-এ সমযোজী বন্ধন বর্তমান।


UPDATE:মাধ্যমিক পরীক্ষার ভীতি কাটাবার সেরা উপায়↓

madhymik-mock-test


5.প্রদত্ত কোনটি তড়িৎযোজী যৌগ নয়-
(A) HCl (B) MgCl2 (C) ZnCl2 (D) KCl

উত্তর- তড়িৎযোজী যৌগ নয়- (A) HCl

6. X(Z=12),Y(Z=17) মৌলটি দুটি দ্বারা উৎপন্ন যৌগ সংকেত হল –
(A) XX B) XY2 (C) X2Y3 (D) X2Y

উত্তর- X(Z=12),Y(Z=17) মৌলটি দুটি দ্বারা উৎপন্ন যৌগ সংকেত হল –(B) XY2

7. কোন প্রকার বন্ধনে সুনির্দিষ্ট অভিমুখ থাকে না?
(A) সমযোজী (B) অসমযোজী (C) তড়িৎযোজী (D) সবগুলি।

উত্তর- (C) তড়িৎযোজী বন্ধনে সুনির্দিষ্ট অভিমুখ থাকে না।

8. দৈনন্দিন জীবনে ব্যবহৃত সমযোজী যৌগ হল-
(A) কাপড় কাচার সোডা (B) ফটকিরি (C) জল (D) চক

উত্তর- দৈনন্দিন জীবনে ব্যবহৃত সমযোজী যৌগ হল-(C) জল


পড়া মনে রাখার সেরা উপায়! ↓

wb-porashona-to-the-point-ebook


9. P একটি ধাতু এবং Q ও R উভয়েই তড়িৎ-ঋণাত্মক মৌল। প্রদত্ত কোন যৌগটি সমযোজী হবে-
(A) PQ (B) PR (C) QP (D) QR

উত্তর- (D) QR যৌগটি সমযোজী হবে।

10. একই সঙ্গে আয়নীয় ও সমযোজী বন্ধন আছে এমন একটি যৌগ হল-
(A) KH (B) NaCl (C) CH4 (D) KCN

উত্তর- একই সঙ্গে আয়নীয় ও সমযোজী বন্ধন আছে এমন একটি যৌগ হল- (D) KCN

শূন্যস্থান পূরণ করো।

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1. আয়নীয় যৌগের গলনাঙ্ক ……… হয়।
উত্তর- আয়নীয় যৌগের গলনাঙ্ক বেশি হয়।

2. গ্লুকোজ _______ যৌগ তাই তড়িৎ পরিবহনে সক্ষম নয়।
উত্তর- গ্লুকোজ সমযোজী যৌগ তাই তড়িৎ পরিবহনে সক্ষম নয়।

3. ধাতু ও অধাতুর বন্ধনে _______ যৌগ উৎপন্ন হয়।
উত্তর- ধাতু ও অধাতুর বন্ধনে তড়িৎযোজী যৌগ উৎপন্ন হয়।

আরো পড়ো → ভারতের প্রশাসনিক বিভাগ প্রশ্ন – উত্তর

একটি বাক্যে উত্তর দাও। (VSAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

1. দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন গ্রহণ-বর্জনের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে কি বলে?
উত্তর: দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন গ্রহণ-বর্জনের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে তড়িৎযোজী বন্ধন বলে।

2. \(CO_{2}\) এর অণুতে কি ধরনের বন্ধন বর্তমান ?
উত্তর: \(CO_{2}\) এর অণুতে সমযোজী বন্ধন বর্তমান।

3. একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2,8,1 হলে এটি তড়িৎযোজী না সমযোজী যৌগ গঠন করবে?
উত্তর: এটি তড়িৎযোজী যৌগ গঠন করবে।

4. কোন মৌল পর্যন্ত অষ্টক সূত্র প্রযোজ্য হয়?
উত্তর: ক্যালশিয়াম মৌল পর্যন্ত অষ্টক সূত্র প্রযোজ্য হয়।

5. জলে দ্রাব্য দুটি সমযোজী যৌগের উদাহরণ দাও।
উত্তর: জলে দ্রাব্য দুটি সমযোজী যৌগ হল গ্লুকোজ ও ইথানল।


UPDATE:মাধ্যমিক পরীক্ষার ভীতি কাটাবার সেরা উপায়↓

madhymik-mock-test


6. জল ও বেঞ্জিনের মধ্যে কোনটিতে কেরোসিন দ্রবীভূত হবে?
উত্তর: কেরোসিন বেঞ্জিনে দ্রবীভূত হবে।

7. পরমাণু ও আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত?
উত্তর: পরমাণু ও আয়নের মধ্যে আয়ন বেশি সুস্থিত।

8. জলের অণুতে হাইড্রোজেনের ও অক্সিজেন পরমাণুর মধ্যে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান?
উত্তর: জলের অণুতে হাইড্রোজেনের ও অক্সিজেন পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন বর্তমান।

9. ত্রি-বন্ধনযুক্ত মৌলিক অণুর নাম লেখ।
উত্তর: ত্রি-বন্ধনযুক্ত মৌলিক অণুর নাম হল \(N_{2}\) নাইট্রোজেন।

10. একটি ক্ষারীয় সমযোজী যৌগের উদাহরণ দাও।
উত্তর: একটি ক্ষারীয় সমযোজী যৌগের উদাহরণ হল \(NH_{3}\)।

wbporashona-physical-science-ebook

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (SAQ)

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2/3]

1. তড়িৎযোজ্যতার সংজ্ঞা লেখো। উদাহরণ দাও।
উত্তর: তড়িৎ-ধনাত্মক মৌলের পরমাণু ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে ও তড়িৎ-ঋণাত্মক মৌলের পরমাণু ওই বর্জিত ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। এই বিপরীত তড়িদগ্রস্ত আয়ন দুটির মধ্যে স্থির-তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যৌগ গঠন করার ক্ষমতাকে তড়িৎযোজ্যতা বলে। যেমন- Na+ আয়ন তার সর্ববহিঃস্থ কক্ষের ইলেকট্রন ত্যাগ করে এবং ক্লোরিন (Cl) আয়ন সেই বর্জিত ইলেকট্রন গ্রহণ করে যার ফলে Na+ ও Cl+ আয়নের মধ্যে স্থির-তড়িৎ আকর্ষণ বল সৃষ্টি হয় এবং এই বলের দরুন দুটি মৌল যুক্ত হয়ে NaCl যৌগ গঠন করে।

2. প্রদত্ত কোনগুলি তড়িৎযোজী ও সমযোজী যৌগ সনাক্ত করঃ
I. C2H4CO2 II. Na2SO4 III. AlCl3 IV. CaH2

উত্তর: তড়িৎযোজী যৌগ: AlCl3, Na2SO4
সমযোজী যৌগ: C2H4CO2, CaH2

mock test physical science

3. NaCl জলে দ্রাব্য কিন্তু অ্যালকোহলে অদ্রাব্য কেন?
উত্তর: NaCl জলে দ্রাব্য কিন্তু অ্যালকোহলে অদ্রাব্য কারণ অ্যালকোহল হল অধ্রুবীয় দ্রাবক। এর ফলে অ্যালকোহলের অণুগুলি বিপরীত তড়িৎধর্মী আয়নগুলিকে (\(Na^{+}\) ও \(Cl^{-}\)) পরস্পরের থেকে পৃথক থাকতে সাহায্য করে না। তাই NaCl অ্যালকোহলে দ্রবীভূত হতে পারে না।

4. রাসায়ানিক বন্ধন কাকে বলে? এটি সৃষ্টি হয় কেন ?
উত্তর- দুটি একই মৌলের পরমাণু অথবা দুটি ভিন্ন মৌলের পরমাণু ইলেকট্রন জোড় গঠন করে, সমভাবে ব্যবহার করে সমযোজী বন্ধন গঠন করে। অথবা, দুটি ভিন্ন মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে তড়িৎযোজী বন্ধন তৈরি করে। একটি পরমাণুর সঙ্গে অন্য পরমাণু এই তড়িৎযোজী বা সমযোজী বন্ধনকে রাসায়নিক বন্ধন বলা হয়।

আরো পড়ো → লম্ব বৃত্তাকার চোঙ অধ্যায়ের কিছু গাণিতিক প্রশ্নের সমাধান

WBPorashona.com-এর পোস্ট আপডেট নিয়মিত পাওয়ার জন্য –


আমাদের কাজ থেকে উপকৃত হলে এই লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।

পড়া মনে রাখার সেরা উপায় 👇

wb-porashona-to-the-point-ebook